নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুপ্রভাত ঢাকা !!
অজস্র জনতার পরম আরাধ্য তুমি!
আমি তাদেরই একজন।
তুমি সুবিন্যস্ত হয়ে গড়ে ওঠোনি।
তোমার ঐশ্বর্য আছে,
চোখ ধাঁধানো রুপ আছে,
জৌলুস আছে...
প্রিয় স্বদেশবাসীর পছন্দের তালিকায় তুমি শীর্ষে।
নিয়নের আলোয় তুমি হয়ে ওঠো অনন্ত যৌবনা।
অপরূপ রূপবতী সমৃদ্ধ মহানগরী!
এতো জৌলুসের মাঝে তোমার অবয়বে দৈন্যতার ছাপ এঁকে দেয়
পথমানবের মানবেতর রাত্রীযাপন।
খাদ্যের অভাবে হাত পেতে থাকা পথ শিশু , নারী অথবা বৃদ্ধের আহাজারী
তোমার নিশিবদনে বিষফুড়ার মতো হায়!
অপরিকল্পনা তোমার সৌন্দর্যহানী ঘটিয়েছে অনেকখানি।
তুমি কেবলই কর্মযজ্ঞের আধার
কর্মব্যস্ত নগরী, ক্লান্ত দেহ আর ইট পাথর সুড়কি
এই নিয়ে তোমার রাত্রি বিরচন।
সুপ্রিয় মহানগরী!
বসন্তের ছুঁয়া লাগুক তোমার তনে।
স্বপ্নালোকের যাদুর পরশে
তুমি কি হতে পারো না
স্বর্গীয় আবাসন, — নাগরিক জীবনে।
ফুল পাখি আর সবুজের সমারোহে
সমৃদ্ধ হয়ে ওঠো
হয়ে ওঠো অপরিহার্য কবিতা
এই কামনা প্রাণে সদাই।
০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রথমেই বলতে হবে পানির সমস্যা । পানিতে উপস্থিত বিভিন্ন ধাতব উপাদান বা লবণ /আয়ন নগরবাসীর শরীরের উপর স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলে। যেমন ক্লোরাইড বা অন্যান্য প্রয়োজনীয় উপাদান বা আয়ন তুলনায় কম থাকলে দাঁতের সুস্থতা ব্যাহত হবে। দাত ক্ষয় হবে দ্রুত, নরম হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই ব্যাবহারয পানির এসব উপদানের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন অপরিসীম ।
প্রথম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।
০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রভাত মোস্তফা সোহেল ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঢাকাবাসী ভাল থাকুক।
১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: ঢাকা বাসী ভালো থাকবে কিভাবে? ঢাকা মহানগরী যেখানে ২ কোটি মানুষের বাস।সেখানের মানুষের স্বাস্থ্য ও বাসস্থানের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া হচ্ছেনা। ঢাকার ভূগর্ভস্থ প্রতিটি স্তরের পানির নমুনা বিশ্লেষণ করা জীবনের জন্য পানি যেমন তেমন গুরুত্বপূর্ণ। ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু বাংলাদেশে আর নেই। ঢাকামহানগরীর কাজ সর্বাগ্রে।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
বিলিয়ার রহমান বলেছেন:
চোখ ধাঁধানো রুপ আছে,
জৌলুস আছে
আপনার এই লাইনগুলো পড়ছি আর ঢাকার রাস্তায় জমে থাকা দুর্গন্ধযুক্ত কালো পানির কথা ভাবছি!!!!
৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।
মোঃ মাইদুল সরকার কি ব্লগার ঢাকাবাসীর কথা বলেছেন?
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোখ ধাঁধানো রুপ আছে,
জৌলুস আছে
মেয়াবাইয়ের সাথে আমিও একমত।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ভূমিকম্প মোবারক!!
৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
ধ্রুবক আলো বলেছেন: ভূমিকম্প হইছে যে টের পাইছেন?!
৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে। মন ছুঁয়ে গেল।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ হয়েছে।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪০
নীল-দর্পণ বলেছেন:
"বিষফুড়া"
বসন্তের"ছুঁয়া" কবি এদুটো কী ইচ্ছাকৃত নাকি অনিচ্ছায়।
আমি বানানে খুবই দূর্বল, আপনাদের কাছে আমি নিতান্তই শিশু। আমার বোঝার ভুল হলে কিছু মনে করবেন না প্লিজ।
ভাল লাগা রেখে গেলাম।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
করুণাধারা বলেছেন: সুপ্রভাত ঢাকা !!
অজস্র জনতার পরম আরাধ্য তুমি! আহা! আহা!
কি অপরূপ রাস্তা, চলন্ত গাড়িতে মনে হয় রোলার কোস্টার। বেশিরভাগ সময়ই তো গাড়ি জ্যামে নিশ্চল। রাস্তা দিয়ে হাটব যে, ফুটপাতের জায়গায় গভীর খাদ, তার পাশে পাহাড়ের মত স্তুপ করে রাখা মাটি, বাতাস জুড়ে ধূলামাটির ওড়াওড়ি। আহা কি আনন্দ ঢাকায় থাকতে!
১২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৪
মলাসইলমুইনা বলেছেন: ধ্বংসের পারে দাঁড়িয়ে থাকলেও এই নগরী আমার স্বপ্নে তিলোত্তমা | সেলিম ভাই, কবিতা ভালো হয়েছে |
১৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
জাহিদ অনিক বলেছেন:
শুভ সন্ধ্যা কবি,
শুভ সন্ধ্যা ঢাকা ।
১৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
ঢাকা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন । ঢাকা আবারও সবুজে ভরে উঠুক ।
১৫| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
১৬| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
আখেনাটেন বলেছেন: বসন্তের ছুঁয়া লাগুক তোমার তনে।
স্বপ্নালোকের যাদুর পরশে
তুমি কি হতে পারো না
স্বর্গীয় আবাসন, — নাগরিক জীবনে।
ফুল পাখি আর সবুজের সমারোহে
সমৃদ্ধ হয়ে ওঠো --- এ স্বপ্ন দেখতে দেখতে বহু লোকের ধরাধাম ত্যাগ হয়েছে। আমরা দেখি...
১৭| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ঢাকা শহর আজ যেন তার গৌরব হারাতে বসেছে -- জ্যামের শহর ঢাকা শহর, এর বাতাসে আজ বিষ ----
কবিতা চমৎকার হয়েছে
১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৫
ফাহমিদা বারী বলেছেন: প্রাণের কথাগুলো বললেন যেন! শুভকামনা রইলো প্রিয় ঢাকা এবং আপনার জন্যও।
১৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
এফ.কে আশিক বলেছেন: দারুন লেগেছে...
২০| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সবার কমেন্টের জবাব দেয়া হবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
মোস্তফা সোহেল বলেছেন: ঢাকা শহর তো দিন দিন বসবাসের জন্য আরও অনুপযোগী হয়ে যাচ্ছে।
ঢাকাকে যারা বাঁচাবে তারাই তো চরম উদাসীন।