নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মহান ডিসেম্বর

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩





বাংলার মাঠে-ঘাটে বিজয়ীর আল্পনা এঁকে,
প্রতিবছর মহান ডিসেম্বর আসে শীতের কুয়াশা মেখে।
পরাধীনতার হয়েছিলো যবনিকা
সোনার বাংলাদেশে—এই মহান ডিসেম্বরে।
জনতার বুকে তাই আজও বাজে বিজয়ের শ্লোগান
পরের দাসত্ব শৃঙ্খল পায়ে নহে কেহ নতজানু আর।

দৃপ্ত কন্ঠে বলি— উর্ধ্ব করি শির
আমরা বিজয়ী বীর;
ইতিহাস বলে সে কথা
আর নহে গোলামী আর নহে নিরবতা।

হয়ে যাক এই পণ,
সকল অসুর ধ্বংস করিবো মিলে বাংলার জনগণ।
বাংলার ঘরে এসেছে আজ সেই মহেন্দ্রক্ষণ।।

দিগ্বিজয়ী ডিসেম্বরে এই হৃদয়ের গভীরে
ধ্বনিত হয় বারে বারে
“আমরা বীরের জাতি মাথা নত করিনা
পদ্মা—মেঘনা—যমুনা বিধৌত বাংলা অববাহিকাতে।”

বীর বাঙালীর অধিকার নিয়ে করে যে যড়যন্ত্র
সবাই মিলে ধরবো টুটি চেপে তার—
আছে মনে এই বিশ্বাস—
... ... ... ...
আবারো এসেছে ডিসেম্বর শীতের চাদর গায়ে
প্রিয়ার হাত ধরে হাঁটবো সারা বেলা
আজ বাংলার প্রান্তরে —নাঙা পায়ে।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+ :)


বিজয়ের মাসের অনেক অনেক শুভেচ্ছা রইল।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ।নিরন্তর শুভকামনা ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪

উম্মে সায়মা বলেছেন: ডিসেম্বরের কবিতা ভালো হয়েছে সেলিম ভাই :)

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৮

জাহিদ অনিক বলেছেন:


বিজয় এর কবিতায় বিজয় সূচক শুভেচ্ছা রইলো কবি।

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুবকামনা ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫০

ওমেরা বলেছেন: শেষে এসে কবিতার সৌন্দর্য নষ্ট করে দিলেন ভাইয়া। প্রিয়ার হাত ধরতে যেয়ে পণ রক্ষা করতে পারবেন না ভাইয়া।

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়ার হাততো অপারাজেয় বাংলাতেও আছে । ;)

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০০

প্রামানিক বলেছেন: দৃপ্ত কন্ঠে বলি— উর্ধ্ব করি শির
আমরা বিজয়ী বীর;
ইতিহাস বলে সে কথা
আর নহে গোলামী আর নহে নিরবতা।


চমৎকার বিজয়ের কবিতা। খুব ভালো লাগল।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: বীর বাঙালির অধিকার নিয়ে করে যে ষড়যন্ত্র
সবাই মিলে ধরবো টুটি চেপে তার
মনে আছে এই বিশ্বাস।

বিজয়ের মাসে ফিরে আসুক বিজয়ের সবটুকু চাওয়া, পাওয়া আর অধিকার।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি কবিতা, ডিসেম্বর এলে কিছু বলতে হয়, কিছু শুনতে হয়; আজকালের ডিসেম্বরে মাতাল হাওয়া নেই, আশা নেই, নিত্যদিনের জোয়াল টানার কাহিনী

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৭

জুন বলেছেন: সেদিন এলুমনাই এর জন্য নাম রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম কলা ভবনে । সে সময় অপরাজেয় বাংলার দৃপ্ত শপথে বলীয়ান তিন মুক্তিযোদ্ধার ভাস্কর্য্য দেখে মনে হলো কত বছর পার করে গিয়েছি এই আংগিনায় । কই কখনোতো এর কোলে দাঁড়িয়ে একটি ছবি তুলিনি স্মৃতি হিসেবে! কারনটি ছিল সব সময় চোখের সামনে থাকা ভাস্কর্য্যটি আমাদের অস্থি মজ্জায় এমন গভীরভাবে মিশে ছিল যে তাকে আর ছবিতে ধারন করার চিন্তা মনে আসেনি ।
বিজয়ের মাসে বিজয়ের কবিতায় অনেক ভালোলাগা সেলিম আনোয়ার।
+

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
বিজয় এর মূল আনন্দ ছড়িয়ে পড়ুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.