নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
… … … …
তাঁহারা লিখে .
তাহারাও…
দেখো, তাহারাও লিখিবে…
নীরবতার গহীন অরণ্যে—
তবে কেনো আমাদেরটা তুলে রাখো।
এখনো আছে সময়,
প্রিয়ংবদা, ভালোবাসার উপকরণ ঢের আছে,
আমাদের ঘিরে রচিত ভালোবাসার নীড়ে;
দিও তোমার কবিতার খাতা—পানের পাতা
লহ মোর কলম—তব প্রেরণার জলপ্রপাতে,
আছে মোর একাগ্রতা বসন্ত বাতায়ন।
বৃষ্টির জলে ভিজিতে ভিজিতে
আমাদের পই পই ভালোবাসা।
কাগজে—কলমে হয়ে যাবে বিরচন .
শীত আসিয়া গেছে, আসিবে ফুলেল ফাগুন
রচিবে কবিতা ফাল্গুনী হাওয়া—উতলা যৌবন।
থাকি আমি পন্থ চেয়ে, প্রেমের পারাবারে
কোকিলে কুহু গানে —
বারে বারে আমি ডাকি তোমারে—
আমরাও লিখিবো রক্ত করবী-ভ্রমরের গুঞ্জণ
বাংলার মুক্ত প্রান্তরে —যেথা অপার স্বাধীনতা,
করিতেছে বিরাজন ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনি অনেক ভালো লিখেন।
কমেন্টে খুশি হলাম । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮
জাহিদ অনিক বলেছেন:
* জলের আখরে।
টাইপোর জন্য দুঃখিত
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ। আর অশেষ কৃতজ্ঞতা ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮
কুঁড়ের_বাদশা বলেছেন: আজকাল কবিরা খালি নিরবতা নিরবতা করছে, বুঝলাম না কিছু।
কবিতা সুন্দর হয়েছে+
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: এখানে কবিরা নিরব। নিরবতায় নাকি শ্রষ্টা কথা বলেন।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে ।ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ্
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা । আপনি ব্লগের অন্যতম সেরা ব্লগার কোন সন্দেহ নে .।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৪ নং লাইনে বোধহয় নীরবতা হবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ঠিক করা হলো ।
কবিতা সাধু ও চলিত ভাষার মিশ্রণ দোষের কিছু নয় । সেজন্য ওভাবে লেখা । দুটো পাশাপাশি রাখার কারণ তুলনা করতে যাতে অসুবিধা না হয়। কোনটা বেশি শ্রুতি মধুর ।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা সেলিম ভাই !
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০
চাঁদগাজী বলেছেন:
সবকিছু যোগ বিয়োগ করলে, জীবনে আপনি ১টি কথা বলে আসছেন "আস মিলন হোক"
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: মিলনে স্বার্থকতা বিয়োগে ব্যর্থতা।
কয়েক হাজার কবিতার একটি কথা..
প্রিয়তমা আসো মিলন হোক..
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২
নূর-ই-হাফসা বলেছেন: খুব ভালো লাগল প্রেমের কবিতা ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ডিসেম্বর হলো বিজয়ের মাস। আর বাংলা ভাষা দিকবিজয়ী। লিখলাম একটি বাংলা কবিতা। কবিতা পড়ে পাঠক যেনো আনন্দিত হয়। তৃপ্তি পায়। ডিসেম্বর বাংলা চর্চার মাস। কবিতা লিখার মাস।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৫
মৌমুমু বলেছেন: সুন্দর প্রেমের কবিতা লিখেছেন ভাইয়া।
আজকাল বিরহ দেখতে দেখতে প্রেমের কবিতাও বিরহের মনে হয়। মাঝে মাঝে পার্থক্য খুঁজে পাইনা। যদিও প্রেম করা শেষ হলেই বিরহের শুরু হবে।
কবিতায় ভালোলাগা রইল। সালমানসহ আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা। ভালো থাকবেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ কবিতা। কবিতায় কবির ইচ্ছে পূরণ হোক!
কবি সেলিম আনোয়ারের নিজস্ব একটি স্টাইল আছে। অবশ্য এ কবিতায় একটু ভিন্নতা আছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আবারো অনুপ্রাণিত হলাম আপনার কমেন্টে।
অশেষ কৃতজ্ঞতা এমন ভাবে প্রেরণা দেয়ার জন্য ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আপনি ভালো লিখেন। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রেম, মিলন-বিরহ
এ নিয়েই কাব্য।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা হ্যা ঠিক তাই ।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: সেলিম ভাই, কবিতা ভালো হয়েছে কিন্তু কবিতার ছবিটা যীশুর কেন?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: আরে ভালোবাসার ছবি হলে হলো। যীশুর ছবি হলে সমস্যা কি?
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: সত্যই কি অপার স্বাধীনতা কবি?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কবি তার কবিতায় অপার স্বাধীন । মাথায় চিন্তায় বিবেকেও স্বাধীন। অনেকের ব্যাপারটি ভালো নাও লাগতে পারে। লেজুর বিত্তি কবিতার বড় বাধা।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
তারেক ফাহিম বলেছেন: কবিতা ভালো লেগেছে +
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম।
ভাল থাকবন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। যে কাব্যে মনের যত আকুলতা নির্বিঘ্নে প্রবাহিত হয়, উহাই কবিতা।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনি বরাবরই ভালে লিখেন। সেগুলো পড়ার চেষ্টা করি। আমিও একমত।কবিতা শ্রুতি মধুর হওয়া উচিৎ বলেই আমি মনে করে থাকি ।
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাধু চলিত মিশ্রণ হলেও কবিতা ভালই হইছে!!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই ইচ্ছা করে মিলিয়েছি অনেকে গুরুচন্ডালি দোষ নিয়ে বেশ সোচ্চার। তবে আমি মনে করি কবিতা বিষয়টি অন্য রকম। সুন্দর কিছু ভালো কিছু কবিতা গ্রহণ করবেই। সেটা সাধু চালিত যাই হোক না কেন ।
অশেষ কৃতজ্ঞতা কমেে
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
রাসেল উদ্দীন বলেছেন: রক্ত বর্ণ কবিতা। তাই পড়িতেই হইল।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যাতে পড়েন তাই রক্ত বর্ণ করে দিলাম ।
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
অশেষ কৃতজ্ঞতা থাকলো ।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
আমি তুমি আমরা বলেছেন: বাহ, ভাল লেগেছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো মির্জা সাব ।
ভালো থাকবেন সবসময় ।সামনে ব্লগ ডে নিয়ে কী ভাবছেন জনাব ?
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
নতুন নকিব বলেছেন:
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। যে কাব্যে মনের যত আকুলতা নির্বিঘ্নে প্রবাহিত হয়, উহাই কবিতা।
-খায়রুল আহসান ভাই খুব সুন্দর বলেছেন। সহমত।
কবিতা সুন্দর হয়েছে। ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। খায়রুর আহসান ভাই খুব সুন্দর কমেন্ট করেন। আর ভাল লিখেনও বটে ।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে ।
২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬
জুন বলেছেন: পুরো কবিতাটিই ভালোলাগলো সেলিম আনোয়ার তবে প্রথম পাঁচ লাইন অনাবদ্য ।
+
১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
সেলিম আনোয়ার বলেছেন: পাচ লাইন অনবদ্য!!!!!
যাক তাহলে বলবো জীবন স্বার্থক ।
অশেষ কৃতজ্ঞতা লেডি বতুতা ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮
জাহিদ অনিক বলেছেন:
দারুণ প্রেমের কবিতা।
যেন কত অপেক্ষা ! কত ইচ্ছের কত আশায় তারা লিখবে জিলের আখরে কবিতা।
আমি এমন কবিতা লিখতে পারতাম না !