নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শীতকাল বিজয়ী বর্ণমালা

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫



শীতকাল

দখিনের জানালায় রবির আলোকছটা—
দারুন মিষ্টি লাগে,
অবশেষে এসেছে শীতকাল—
জমেছে শিশির—
সবুজ ঘাসের ডাগে।

শীতের পিঠা, লেপ—নকশীকাঁথা’
ঘুমপুরী লাগে যে বেশ উষ্ণতা মাখা।

সব থেকে লাগে ভালো
চাঁদের আলো—পূর্ণিমা রাতে;
যেথা তুমি-আমি দু’জনাতে, একটি ছবি
ভালোবাসার পটে আঁকা।

এই শীতেও দুঃখ আছে যার ললাটে
কষ্টে যারা —মরছে যারা
নিদারুন শীতে।
তাদের তরে বাড়াবে যে কর
শীতোবস্ত্র দানে।
তাদের তরে মোর পুষ্পমঞ্জুরী
শ্রদ্ধামাখা ।




বিজয়ী বর্ণমালা

বিদ্রোহী বাংলা বর্ণমালা, তুমি অপরূপ ব্যঞ্জনা
তৃষ্ণা মেটাও প্রাণে সৃজিয়া মধুর দ্যুতনা।
সুপ্রিয় বাংলা বর্ণমালা—
মোরা আকন্ঠ করি পান— অ, আ, ক, খ;
মনের ভাব প্রকাশে তুমি যে অবিসংবাদিত।
তুমি অনন্য অসাধারণ,
তুমি যেন প্রিয়ংবদার সুমিষ্ট দু’ঠোঁট, দখিনের বাতায়ন।

তুমি মহান একুশের অমরগাঁথা গান,
সব ক’টা জানালা খুলার আহবান।
এক সাগর রক্ত পেরিয়ে তুমি ৭১’র বিজয় অভিযান।

তোমার সুধা পানে রবীন্দ্রনাথ হয়েছিলেন কবি,
লালন হয়েছিলেন ফকির, নজরুল বিদ্রোহী,
জীবনান্দ দু’দন্ড শান্তি পেয়েছেন— রূপসী বাংলায়
তোমার কাব্য সুধা অন্বেষণে রুপোলী জোছনায়
আমি পেয়েছি খুঁজে — আমারো পরাণো যাহা চায়।
সুপ্রিয় বাংলা বর্ণমালা!
তোমার সাধানায় আমি জিতেছি অপরাজিতা এক ফুল,
হৃদয়ে তার বাংলাদেশ—কন্ঠে বুলবুল।
সুপ্রিয় বর্ণমালা, তুমি লাল-সবুজ পাতাকা নীল আকাশের গায়;
পতপত করে উড়ো তুমি— দখিনের উতলা হাওয়ায়।


মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

অলিউর রহমান খান বলেছেন: ভালো লেগেছে জনাব।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ , চমৎকার

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে । আর নিরন্তর শুভকামনা ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগা ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

ওমেরা বলেছেন: Excellent কবিতা !!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

সকাল রয় বলেছেন: আপনার কবিতায় একটা মুগ্ধতা থাকে
দুটোই ভালোলাগা।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:



শীত হলো বাংগালীদের বিয়ের মাস।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে ।

বসন্ত প্রেমের ???

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুবিধা জনক সময়ে কমেন্টের জবাব দেয়া হবে ।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১

সোহানী বলেছেন: এখানে শীত আছে কিন্তু শীতের পিঠা নেই....

ভালোলাগা কবিতায় কবি...........

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সমবেদনা থাকলো।

শীতের পিঠা খেতে চলে আসবেন দেশে ।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:




দুটোই চমৎকার । শব্দের দ্যোতনাগুলো বেশ লেগেছে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।ও পাঠে ধন্যবাদ ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

নায়না নাসরিন বলেছেন: দুটা কবিতাই খুব ভাললাগলো ভাইয়া । ++++++

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.