নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কীরকম ভালোবাসাপ্রেরণা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১

কীরকম ভালোবাসা?



কীরকম ভালোবাসা?
কীরূপে করছো তা?
কীভাবে প্রণয় হবে সখা?
ভেবে দেখেছো কি তা?

অ্যাসিড পরীক্ষায় উত্তীর্ণ সিংহোরিদয়
সকল প্রতিবন্ধকতা পদোপৃষ্ঠ করে আজো আবক্ষ অকুতোভয়,
এ তো তিতিক্ষা নয় কেবল সময়ের অবক্ষয়।

ঋতুরাজ বসন্ত আসিবে শীতের পরে
জ্যৈষ্ঠের কাঠফাটা রৌদ্র শেষেই শুরু আষাঢ়ের বর্ষণমুখরতা..


সুদৃঢ় আহবান নহে প্রহেলিকা
সতত যৌবনে মৌবন ঝর্ণাসম ব্যঞ্জণ
নিজেকে সুধাও প্রতিফলিত হও এ বক্ষে মম
আরশিতে অবলোকন করো ...
আর ভেবে দেখো
উত্থিত উর্মিমালা— সমুদ্রসমতট
তটিনী—রত্নাকর
সুখের আকড়..

প্রেরণা



কী আছে যা নেই আমার কাছে?
তোমার কিগো তা জানা আছে?
বটের ছায়ার মতন সুশীতল ছায়া
প্রখরো রৌদ্রে—
তোমায় দিতে পারি—
সংসার সংগ্রামেও তুমি হবে বিজয়ী নারি।

শুধু রেখো আমায় পাশে
চলার পথের যতো বাঁধা
কন্টকসম বিঁধে— তোমার নাঙা পায়ে
করে দেবো দূর— অসীমের সীমানায়।
যত যাতনা আছে—
আছে যতো বাঁধা,
বেদনার আরশিটাও করে দেবো চূর।

ললাটে ফেলোনা ভাঁজ
সঙ্গে নিও আমারে; দিলেম কথা আজ!
আমার আছে ভালোবাসা ঢের
দৃঢ় প্রতিজ্ঞার বর্মে সুরক্ষিত শক্তি— নিরবশেষ।

তোমার পদতলে বিছিয়ে দেবো মখমলের গালিচা
মাথায় দেবো তাজ ...
থাকবে তুমি মহাসুখে
আছে গো মোর বিশ্বাস।
“বীরভোগ্যা বসুন্ধরা” কয়েছেন গুণীজন
মুছে ফেলো সব জড়তা
হয়ে যাবে দূর তিমির আধার—অযাচিত প্রহসন ।


মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

অলিউর রহমান খান বলেছেন: চমৎকার লিখা জনাব।
খুব সুন্দর হয়েছে।
আমার খুব ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা ১ম কমেন্ট করার জন্য । ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা দু'টিই ভালো লেগেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৬

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে কবি।

অনেক দিন পর......
কেমনে আছেন কবি?

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনি কেমন আছেন ??

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২১

মলাসইলমুইনা বলেছেন: ---
সেলিম ভাই-
পড়ে ভালো
খুবই লাগলো
দুটো কবিতাই |

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমটা শুধু কয়েক টা বানান আর ব্যকরণ অনুশীলনের জন্য লেখা হয়েছে । শুধু ই কবিতা । !:#P

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা দুটি খুব ভালো লাগলো++

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: শহীদ বুদ্ধিজীবী দিবসে লেখা ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌কিছ জ্ঞান ত থাকবে।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কিছু সাধু ভাষা, কিছু রাবীন্দ্রিক ভাষা প্রয়োগের ফলে কিছুটা প্রাচীনত্ব চলে এসেছে।
রবীন্দ্রনাথের ক্ষণিকা কাব্যের ভাষা দেখলেই বুঝবেন।

আশা করি উপকৃত হবেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

সুপরামর্শে সাধুবাদ।

আমার মতে কবিতা হলো নদীর মতো। চলুক না ।
আমার ভা...।
একুশে...আমি কি ভুলিতে পারি। সাধু ভাষা কিন্তু আছে।ভুলতে বললে কেমন শুনায় কিছু ক্ষেত্রে সাধু রীতির শব্দ প্রয়োগ শ্রুতিমধুরতা বাড়ায় । আধুনিক কবিতা বলতে কিছু শব্দ সমষ্টি নয়কেবল। পড়তে ভালো লাগা বা অবৃত্তি করতে ভালো লাগার ব্যাপারটিও এখানে বিবেচ্য।



৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

ওমেরা বলেছেন: ২নাম্বার কবিতাটা আমার ভাল লাগছে।ধন্যবাদ

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: ওটা তো খাটি প্রেমে নির্ভরতার কবিা ভালো লাগবে এটা ই স্বাভাবিক ।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা দুটোই খুব ভালো লাগলো ++

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন । ভালো থাকবেন সবসময় ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

জাহিদ অনিক বলেছেন:

প্রণয় প্রেরণা পরনতিঃপ্রেম।
ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার ।

ভালো থাকবেন সব সময় এ শুভকামনা থাকলো ।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

নূর-ই-হাফসা বলেছেন: কঠিন কবিতা । অল্প আধটু বুঝেছি ।তাতেই দারুন লাগলো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলেগেছে জেনে ভালো লাগলো। আপনার জন্য অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার ।ভালো থাকবেন সবসময় এ কামনা থাকলো ।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন:

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: যারা ছিলো দেশের মাথা
একে একে পরলো কাটা,
বলবো কি আর
পাকহানাদার
বাহিনীর সে নির্মমতা—
বাংলাদেশের বাড়ীঘর রোড
সব পুড়ালো
কত মা-বাবা হলো সন্তানহারা—
অবশেষে পরাজয়
যখন অবধারিত
বুদ্ধিজীবী—সন্তানেরা
তাদের লক্ষ্যবস্তু হলো।
মাতুভূমির মায়ের কোল
রক্তজবা ফুলের মতো
রক্তরঞ্জিতো হলো।
বাংলামায়ের দু’নয়ন তাতে
হয়েছিলো অশ্রুমাখা—
মরেও তারা অমর হলো
বীর শহিদের খেতাব নিয়ে
সোনার হরফে তাদের নাম
হলো লেখা ।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




ভালোবাসা হয় যার যার মতো । এর কোনও নির্দিষ্ট আকার নেই ।
আর ; একজন মানুষের অনেক কিছুই থাকে, শুধু চিনে নিতে হয় ।

বেশ কিছু বানানের অসংলগ্নতাগুলো কি ইচ্ছেকৃত ?

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশ কিছু বানানের অসংলগ্নতাগুলো কি ইচ্ছেকৃত ?

আজ্ঞে হা ।

কিছু প্রমিত বানান আপনি নাও জানতে পারেন । যেমন অ্যাসিড সঠিক ।
সিংহোরিদয় আমি লিখেছি ভালোলাগেলো তাই ।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
দুটোই বেশ ভালো লেগেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আর অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা সু্প্রিয় ছড়াকার ।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জিএস ধরতে পেরেছেন খাঁটি ভালো বাসা প্রত্যাখ্যান বুকামো। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা । আর কিছু নয় কিন্তু সে রকম সবার ভাগ্যে হয়ে ওঠেনা ।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

অন্তরন্তর বলেছেন: একের ভিতর দুই কবিতায় খুব ভাল লাগা। বিজয় দিবসের শুভেচ্ছা জনাব।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । আর বিজয়দিবসের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.