নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবি, বিজয়দিবস এবং কবিতা

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

কবি



ধর্ম কিংবা বর্ণ বিচারে
যায়না বাধা তাঁরে—এ জগৎ সংসারে
কবিতার চরণ সত্য যায় বলে
সে যেনো এক মুক্তবলাকা
আকাশের ঐ নীলে।

একচোখা দৃষ্টিতে
দেখেনা এ জগৎটাকে
সে যে মস্ত স্বাধীনচেতা—
সত্য বলায় দ্ব্যার্থহীন
পানকৌড়ীর মতন নিরবতায় ডুবে,
হৃদয়ে তার অপার মানবতা;

ভালোবাসতেও তার জুড়ি মেলা ভার,
কাব্যের দ্যুতনায় প্রিয়া তার
যেনো কুসুম কানুন—রূপের সমাহার।

হীরে নয় মতি নয় যেনো রঙিন প্রজাপতি
যায়না তারে বাঁধা
স্বার্থপর পৃথিবীতে
কবি যেনো এক মস্তগোলক ধাঁধাঁ।

গল্প


লাল-সবুজের গল্প
যায় না কভু ভুলা,
সে যে ক্ষণে ক্ষণে
মনে দেয় দোলা।
এই দিনে গল্পটি
এমনই. হলো
বিজয়ের রঙে
হৃদয় জুড়ালো।


স্বাধীনতা



একটি কবিতা রক্তে রাঙা
সন্তান হারা শতমায়ের হৃদয়ভাঙা
অন্যায়ের প্রতিবাদে বজ্র নিনাদে
বাংলার দামালেরা রক্ত ঝরালো
বাংলার প্রান্তর এমনি রঙিন হলো।
কত রমনী হারিয়েছে সম্ভ্রম
বোন হারিয়েছে ভাই;
এতো ত্যাগের বিনিময়ে
অর্জিত স্বাধীনতা ,
তোমার তুলনা নাই।


বাংলা ছাড়



আমরা করেছি অর্জন
বাংলার স্বাধীনতা;
আমরা করেছি জয়
শত বঞ্চনার বাঁধা।
অন্যায় বঞ্চনার প্রতিবাদে
বাংলার দামাল ছেলেরা
অস্ত্রহাতে লড়েছে বীরের মতো
এমনি করে বিজয়ের ইতিহাস হয়েছিলো বিরচিত।
আমরা নই আর পরাধীন
মাথা উঁচু করে বীরের জাতি আমরা যে স্বাধীন।
তাই নয় —কারো গোলামী আর
গোলামী যদি করিস তোরা— এখনই বাংলা ছাড়।


কবিতা-গান



এসেছে শীতকাল
ঝরছে ভোরের শিশির
ঝরছে পাতা-ঝরা-বৃক্ষের পাতা
আমি কলম-তিনি খাতা
খোকনসোনা কবিতার পাতা।

এবারের ফাগুণের আগুনে
লিখবো কি না বলো
নতুন কোন গান ?
হৃদয়ের কানে শুনো
করছি আহবান ....


..............................................................
বাংলাদেশের সকল স্বাধীনতা প্রিয় ভাই -বোন- বন্ধুদের সকল ব্লগারবৃন্দকে বিজয়দিবসের শুভেচ্ছা । বিজয়ের এইদিনে বাংলাদেশের
উত্তারোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি । স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে! কে বাঁচিতে চায়!

মন্তব্য ৩৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

মলাসইলমুইনা বলেছেন: মুগ্ধ হৃদয়ের পত্তম প্লাস !

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সুন্দর কবি! মন ভরে গেল!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


অনেক ধরণের মিশ্রণে অনেক কবিতা, অনেক কথা বললেন; বিজয় থেকে ভালোবাস সবই আছে, ভালো

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। আর ভালো থাকবেন সবসময় এই শুভকামনা ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

কালীদাস বলেছেন: +
একটা বুদ্ধি দেই শুনেন। ছবি ফর্মে কবিতা বা গল্প লেখলে সেইটা আর টেক্সট আকারে দিয়েন না পোস্টে। নাইলে ঠিকই কপি করা যায় টেক্সট থিক্যা। দেখেন, আমি কপি করলাম:

কবি, বিজয়দিবস এবং কবিতা

কবি



ধর্ম কিংবা বর্ণ বিচারে
যায়না বাধা তাঁরে—এ জগৎ সংসারে
কবিতার চরণ সত্য যায় বলে
সে যেনো এক মুক্তবলাকা
আকাশের ঐ নীলে।

একচোখা দৃষ্টিতে
দেখেনা এ জগৎটাকে
সে যে মস্ত স্বাধীনচেতা—
সত্য বলায় দ্ব্যার্থহীন
পানকৌড়ীর মতন নিরবতায় ডুবে,
হৃদয়ে তার অপার মানবতা;

ভালোবাসতেও তার জুড়ি মেলা ভার,
কাব্যের দ্যুতনায় প্রিয়া তার
যেনো কুসুম কানুন—রূপের সমাহার।

হীরে নয় মতি নয় যেনো রঙিন প্রজাপতি
যায়না তারে বাঁধা
স্বার্থপর পৃথিবীতে
কবি যেনো এক মস্তগোলক ধাঁধাঁ।

গল্প


কি বুঝলেন?

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

সেলিম আনোয়ার বলেছেন: রীতিমত ভয়ানক ব্যাপার। :(

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

ওমেরা বলেছেন: আপনাকে ও বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া অনেক অনেক । সুন্দর কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া লাইক ও দিয়েছি কিন্ত ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। সুন্দর কমেন্টে ও পঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১

নূর-ই-হাফসা বলেছেন: য়ার করতে চাইলে :
কবি




ধর্ম কিংবা বর্ণ বিচারে
যায়না বাধা তাঁরে—এ জগৎ সংসারে
কবিতার চরণ সত্য যায় বলে
সে যেনো এক মুক্তবলাকা
আকাশের ঐ নীলে।

একচোখা দৃষ্টিতে
দেখেনা এ জগৎটাকে
সে যে মস্ত স্বাধীনচেতা—
সত্য বলায় দ্ব্যার্থহীন
পানকৌড়ীর মতন নিরবতায় ডুবে,
হৃদয়ে তার অপার মানবতা;

ভালোবাসতেও তার জুড়ি মেলা ভার,
কাব্যের দ্যুতনায় প্রিয়া তার
যেনো কুসুম কানুন—রূপের সমাহার।

হীরে নয় মতি নয় যেনো রঙিন প্রজাপতি
যায়না তারে বাঁধা
স্বার্থপর পৃথিবীতে
কবি যেনো এক মস্তগোলক ধাঁধাঁ।

আমিও কপি করতে পেরেছি । কবিতা সবগুলো দারুন হয়েছে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কি যে করি!!!!!!

সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।

নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭

প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভালো লাগল। ধন্যবাদ

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । প্রামানিক।

ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

রুলীয়াশাইন বলেছেন: চমৎকার!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: সব গুল'ই খুব সুন্দর।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো ভালোলেগেছে জেনে অনেক ভালো লাগলো ।

নিরন্তর শুভকামনা আর ব্লগদিবসের শুভেচ্ছা আপনার জন্য ।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর :)

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয়ের শুভেচ্ছা কবি :)

+++

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা কবি ।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: বিজয়ি শুভেচ্ছা!!
ভালো লাগলো!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় ও ভালো লাগায় অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সাইন বোর্ড বলেছেন: ভাল অায়োজন ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে আয়োজন স্বার্থক হলো ।

ভালো থাকবেন সবসময় সাইন বোর্ড । নিরন্তর শুভকামনা ।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

এফ.কে আশিক বলেছেন: দারুন মুগ্ধতা নিয়ে পড়লাম।

বিজয়ের শুভেচ্ছা আপনাকেও

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনাকেও বিজয়ের শুভেচ্ছা....

কবির হৃদয়ে আঁকা বিজয় এবং শীত ফাল্গুনের কবিতা ভাল লেগেছে ।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন কবি। মুগ্ধ করে দিয়েছেন আমাকে কথামালায়।

তবে, প্রথমটা খুব বেশি ভালো লাগলো আমার কাছে, চার নম্বরও ভালো লাগলো খুব।

শুভকামনা রইল কবিবর

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কিছু কবিতা পড়লাম।

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: তুমি থাকোনা তোমার ঘরে,
তুমি আসোনা মোর ঘরে,
তবে সখি বাস করো কোনখানে?
কোন সে সে কারাগারে?
নাকি সেথা পেয়েছো খুঁজে
নিদারুন সুখ
লজ্জাবতী পাতার মতো লুকাইছো তব মুখ।
চোখের তৃষা মনের তৃষা
আরো যত তৃষা আছে
সকল তৃষা মিটাও তুমি
যা আর কেহ না পারে।
আমার তরে দোহাই তোমার
দিও না তব বলিদান
সুদৃঢ় প্রত্যয়ে আছি পাশে তোমার
আছে মোর বিশ্বাস তব প্রতি
আসমান সমান ।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শামচুল হক বলেছেন: কবিতা ভাল লাগল।

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




রং-বেরংয়ের কবিতা ।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তাৎপর্যপূর্ণ লেখা!

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.