নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শীত ও দু’দিন উঠেনি

২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

শীত

শীতের সকাল বেলা হাঁটতে লাগে বেশ
মিষ্টি রোদ ছড়ায় রবি —মিষ্টি আমেজ।
এমন দিনে নরম বিছানায় ঘুমের নেইকো তুলনা
সবার মুখে দারুন রুচি থাকে পেটও মন্দ না।
শীতের পিঠা ঝাল অথবা মিঠা পেট ভরে খাও
জলপাই কিনে হরেক রকম আচার বানাও।
এমনদিনে খেজুর রস পানে জুড়োবে তব প্রাণ
সবার চেয়ে বেশি ভালো লাগে শীতের চাদরখান।
গায়ের লোকে উনুন জ্বেলে উষ্ণতা পোহায় সাঁঝবেলা
খুব সকালে শিশিরভেজা ঘাসে হেঁটে লাগে মনে দোলা।
দিনের বেলাতেও কুয়াশামাখা ব্যস্ত ঢাকার শহর
মানুষের ভীড়ে হাড় কাঁপানো শীতও যেন কোলাহলমুখর।


দু’দিন উঠেনি

দু’দিন উঠেনি রবি
কুয়াশার আড়ালে লুকিয়ে থেকে
জানিয়েছে শোকলিপি।
আজি কেন উঠেছে তবে!
আজ কি তবে হবে বিরচন
কাঙ্খিত দুপুর—সোনার নূপুর পায়ে।
শিশিরের পতনোসাথে
হবে কি আবার ভালোবাসার বারিপাত
অবনীর বুকে?
উঠিবে কি জেগে সাগরের বুকে
নতুন কোন দ্বীপ?
যেখানে জ্বলবে দীপশিখা
হতাশার আঁধার হবে দূর…
দু’দিনবাদে আজি উঠেছে রবি জেগে,
বিলাইবে কিরণ বুঝি ভালোবাসার অনুরাগে!!

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

সাহসী সন্তান বলেছেন: ছন্দবদ্ধ কবিতা লিখতে গেলে এমনভাবে লিখতে হয় যেন পড়তে গেলে মাঝপথে বাঁধাগ্রস্থ হতে না হয়। আমি 'শীত' কবিতাটা পড়তে গিয়ে কেমন জানি বারবার হোঁচট খাচ্ছিলাম। যাক, তারপরেও দুইটি কবিতাই ভাল লেগেছে!

কবিতায় ভাললাগা! শুভ কামনা সেলিম ভাই!

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: হোঁচট হ্রাস করা প্রচেষ্টা নিয়েছি দেখেছেন নিশ্চয় ।

ভাললাগায় ধন্যবাদ। কমেন্টের জবাব সবসময় দেয়া যাবে।

কিন্তু কবিতা হারিয়ে গেলে সেটা নাও পাওয়া যেতে পারে ।
আলোচিত হওয়া নিষ্প্রয়োজন ভাবিতেছি।

আগে কবিতা তারপর কমেন সাহসী সন্তান। বহুদিন পর ব্লগে সুস্বাগতম।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

ওমেরা বলেছেন: দুইদিন রবি না উঠলে কিছু হবে না , আমরা ২/৩ মাস রবি ছাড়াই থাকি ।

কবিতা গুলে সুন্দর হয়েছে , ধন্যবাদ ভাইয়া ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: এই স্কন্ধে তুলে নিতে পারি পাহাড়
তার হোক না যতই ভার
ছূয়ে দেবো মম আকাশের সীমানা
উত্তপ্ত সাহারা মরুভূমি
যদি পাশে থাকো তুমি;
পান করিতে পারি
বেদনার এক সমুদ্র জল।

আমি করিবো না পান
এ বিন্দু পরিমাণ জল ও
আমি সহিবো না আর
এক ক্ষুদ্র বালুকনা পরিশ্রম।
যদি না থাকো পাশে
শেষ হবে কবিতার।


৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে আমার শীতে ধরেছে। পিয়ন কে বললাম চা দিতে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: গায়ে দেন রেশমী চাদর শীত যাবে কেটে.....
সঙ্গে এক কাপ চা পারেন খেতে....

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: দীপশিখা হবে।।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

নিয়াজ সুমন বলেছেন:
শীতের দিনে বেলা শেষে
যুগল কবিতায় মন জুড়িয়ে গেল।
ধন্যবাদ কবি ;;;
শুভ কামনা

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। এবার এখনো খেজুরের রস খাওয়া হয়নি.............

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

সোহানী বলেছেন: ওও.......... এখানে শীত মানে পুরোপুরি বরফে ঢাকা রোদ........... আমার অসম্ভব ভালোলাগা.......

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: দুটো কবিতাই সুন্দর হয়েছে ।
তবে দু'দিন উঠেনি এর কাব্যগুন
আমার কাছে অনেক বেশী ভাল লেগেছে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সে যে আমার রক্তজবা
দোলন চাঁপা ফুল—

তাঁরে লয়ে কে যে
খেলা করে?
পাইনা ভেবে কূল।
মম রক্তজবা কলমীলতার
কীসের এতো ভয় ?
আমার তরে সাপে নেউলে
একই সুরে কথা কয়।

কার সংশয়ে
লুকিয়েছে তাঁর —চাঁদের মতন রূপ।
জবুথবু বৃক্ষ যেন
বুড়িয়ে নিশ্চুপ।

তাঁর রুপেই চাতক প্রাণের তৃষ্ণা নিবারণ
এইতো ক’দিন আগে।

মোর কলম লিখবে যতদিন ভবে
তিনিও রবেন অনন্ত যৌবনা
মম ভালোবাসার অনুরাগে। :``>>

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

সাহসী সন্তান বলেছেন: সেলিম ভাই প্রতিউত্তর করা বাদ দিয়া নিজের পোস্টে নিজেই মন্তব্য করতাছেন ঘটনা কি? পোস্ট কিন্তু আলোচিত পাতায় যাওয়ার সময় সীমা অতিক্রম কইরা ফেলাইছে? =p~ এখন হুদাই ঠেলা-ঠেলি কইরা মন্তব্য সংখ্যা বাড়ানো ছাড়া কাজের কাজ কিছু হইবো বইলা মনে হয় না... ;)

এনি ওয়ে. আপনার তিন নং মন্তব্যের কবিতাটা সেই হইছে! একটা লাইক দিলাম। তবে প্রতিউত্তর না পাইয়া বিরক্ত লাগতাছে। আপনি কি প্রতিউত্তর করলেন সেইটা দেখার জন্য এবারেরটা ধইরা কমপক্ষে দশবার আপনার পোস্টে আসছি। একবার রাইখা বাকি নয়বারের জন্য আপনি আমার পোস্টে গিয়া সর্বমোট নয়টা মন্তব্য কইরা আসবেন! =p~

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কি যে কন.......

আপনারে দশবার টেনে আনলাম...... :P

কবিতার বই বেড় করতে হবে । মোটা বই । সুন্দর একটা উৎসর্গ করা লাগবে ।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লেগেছে , লাইক ও দিলাম ।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কয়েক জনের ভাল লেগেছে।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: প্রিয় কবি জলপাই আঁচার সাথে নিয়েই বসেছি। ভাল লাগল কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.