নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অবাক রিকশাওয়ালা

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮


কাওরান বাজারে
কাঁচা বাজার শেষে
অপেক্ষায় থাকি;
কোনো রিকশাওয়ালা
গন্তব্যে পৌঁছে দিতে
হয় না রাজি!

পারবো কি যেতে?
ভেবে পাইনা কূল,
চোখে যেনো তাই
দেখি শরষে ফুল।
এমন কঠিন সময়
আচমকা এক স্রষ্টার দেবদূত
অবাক রিকশা ওয়ালা এলো।

কোথায় যাবেন স‍্যার?
আমাকে শুধালো।
বললাম আমি ,
রমনা থানার কাছে
বললেন তিনি তবে
ষাটটি টাকা আমায়
দিতে হবে।

মাথায় তার টুপি
শশ্রুমন্ডিত মুখ
ভদ্র অবয়বে যেনো
তিনি স্রষ্টার দেবদূত।

এমনি করে আমার রিকশা ভ্রমণ
প্রিয়তমা নেই পাশে
মনে মনে তারে লয়ে
করি হিমেল হাওয়া সেবন।

রিকশা ভ্রমণ শেষে
রিকশা ওয়ালা শুধায় মোরে স্যার
এখানে যারা থাকে
তারা কি সবাই অফিসার?
বললাম আমি হাঁ
এটা সরকারি কোয়ার্টার।

শুধাই আমি তুমার বাড়ি কোথায়?
বললো সে রাজশাহী
. ক'দিন ধরে রিকশা চালাও বলো?
. বছর দুয়েক হলো
স‍্যার আমাকে তেজগাঁও এ একখণ্ড
জমি দিয়েছে
আর বলেছে রিকশা চালাতে
রিকশা ভাড়ার টাকায় ইট কিনি;
. বানাবো একটা ঘর,
বিয়ে করে সেথা
থাকবো জনম ভর ।
......................................
গতরাতে রিকশাভ্রমন সত্যি ঘটনা। ২ঘন্টার লোড শেডিং গেলো। বিদ্যুৎ মন্ত্রণালয় বিদ্রোহ করেছে বোধ হয় ।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

তারেক ফাহিম বলেছেন: রিক্সা ভ্রমনে ড্রাইভারদের খানিকটা বললে শুরু হয় তার জীবনের গল্প।

শিতের সময় তাও লোড শেডিং ঝামেলা করে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: যাই বলেন রিকশা ভ্রমন কিন্তু দারুন আনন্দের । এখন অনেক ক্ষেত্রে রিকশা ভাড়া সিএনযি ভাড়া ট্যাক্সি ভাড়া সমান। :)

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: পড়েই বুঝেছি সত্য ঘটনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: রিকশাওয়ালা মধ্যে খারাপও আছে। বোধ হয় খুনিটুনি গোটাকয়েক রিকশা চালিয়ে থাকে। ইনি সিআইডি হতে পারেন !!!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো থাকুন জনমভর, শুভকামনা

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

বেনামি মানুষ বলেছেন: আমি একবার আমাদের সিলেটে এক রিকশা ড্রাইভারকে বলতে দিয়েছিলাম। আধা মাধা পুরানা ঢাকার ভাষায় বলতে চাইলো সে ঢাকার বাসিন্দা, বাপ মায়ের সাথে প্রেম সংক্রান্ত ব্যাপারে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে। বিপদে পড়ে রিকশা চালাচ্ছে যদি ও বাড়িতে কয়েকটা প্রাইভেট গাড়ি আছে। 8-|
বয়স পঁচিশ ত্রিশের মতো দেখতে, চেহারায় আভিজাত্য বলতে কিছু ছিলো না উপরন্তু গেঁজেল ভাব।
গল্পের ছাঁচ দেখে ই বুঝেছিলাম করুণা চাচ্ছে যাতে ভাড়া বাড়িয়ে দেয়া হয়। :)
পরে আমার অনুমান সত্য ই হয়েছিলো যা বলতে গেলে অনেক লিখতে হবে।





তবে অনেক রিকশা ওয়ালা আছেন সৎ।
আপনার রিকশা ওয়ালার গল্প টা কিন্তু ইট-রেস্টিং!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার একেকজন মানুষ একেকটা বইয়ের মতন। অনেক কিছু জানা যায় মানুষের সঙ্গে মিশে ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: ঢাকা শহরে রিকশা ভ্রমনে অনেক মজার অভিজ্ঞতা আছে। কিছু আছে ক্যাচাল বাজ রিকশাওয়ালা। তবে এই রিকশা ওয়ালা কে দারুন ইন্টারেস্টিং মনে হলো। মনে হলো শিক্ষিত। আরো কমেনট আসুক পরে শেয়ার করবো।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর রিকশা ওয়ালার আত্নসম্মান বোধ আছে সে বলল বিডিআর বৌ পায় না তাই সে রিকশা চালায়।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

ওমেরা বলেছেন: ঢাকা শহরে রিকসায় উঠলে যে ভয় পাই ,কথা,নরা-চরা বন্ধ করে শক্ত হয়ে যাই ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভয়ের উপাদান গতকালও ছিল। চারদিকে অন্ধকার ফ্লাইওভারের নীচে। এমন সময় রেলক্রসিং রেলগাড়ি আসছিল।
রিকশা থেমে থাকলো। রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে। আমি ভয় পাই নি।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


সবচেয়ে ধনী রিকসা ড্রাইবারের সাক্ষাৎ পেয়েছেন, আপনার সৌভাগ্য

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে। তার আছে আড়াই কাঠা জমি তেজগাঁও এলাকায়। রিকশা চালিয়ে সেখানে ঘর বানানোর চেষ্টা করছে। সহজ সরল মানুষ। কিছু লেখা পড়া জানে। শুধু বিয়ে করতে বিডিআর এ জব করেনি
মনের দিক থেকে ধনী ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে। তার আছে আড়াই কাঠা জমি তেজগাঁও এলাকায়। রিকশা চালিয়ে সেখানে ঘর বানানোর চেষ্টা করছে। সহজ সরল মানুষ। কিছু লেখা পড়া জানে। শুধু বিয়ে করতে বিডিআর এ জব করেনি।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

সোহানী বলেছেন: আহ্ রিক্সা ভ্রমণ......... কতদিন চড়ি না। আগে ঘন্টার চুক্তিতে রিক্সায় ঘুরতাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: সোহানী আমিও। রিকশা ভ্রমণ অতুলনীয়। পরিবেশ বান্ধব যানবাহন। :)
অনেক রিকশাওয়ালার ট্রাফিক সেন্স ট‍্যাক্সি ড্রাইভারদের তুলনায় বেশি ভালো।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



ঘটনাটি ভাল লাগলো । উনার নাম্বার রাখতে পারতেন, পরে আমাদের ভাবিকে নিয়ে উনার রিক্সায় ঘুরতে পারতেন । প্রিয়তমার অভাব ষোলয়ানা নয় বত্রিশআনা পুষে যেত !

রিক্সাওয়ালার প্রতি রইলো শ্রদ্ধা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নম্বর রাখা যেত। তার হাবে মুঠোফুন ছিল।

ব্যাপারটি কেমন তিনি প্রতিদিন রিক্সাভাড়ার টাকা দিয়ে ইট কিনছে। ইট দিয়ে একদিন তার ঘর বানানো হবে।তারপর সে বিয়েও করবে। অসাধারণ ব্যাপার। সে দেখতেও জেন্টলম্যান। সরলতা তার পোষাক। এত দামী পোষাক বর্তমান পৃথিবীতে দূর্লভ । গল্পের নায়ক তিনি হতে পারেন ।

রিক্সওয়ালার প্রতি আমারো শ্রদ্ধা ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

আটলান্টিক বলেছেন: আপনি বিশ্বাস করবেন না আমি একবার রিক্সায় খুব ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছিলাম।আজও সেটার কোন ব্যাখ্যা পায়নি।ঘটনাটা আমার বিশ্বাসের ভিত্তিমূল কাপিয়ে দিয়েছিল।সেই থেকে আমি রাতের বেলা রিক্সা এড়িয়ে চলি।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ঘটনা শেয়ার করতে পারেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.