নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তবে কেন পুড়াবে এমন প্রেম?

১২ ই জুন, ২০১৯ দুপুর ১:২৬



কতবার ভেবেছি তোমাকে হারানোর শোক
পারিবো কি সহিতে?
তবু তোমার অবহেলায় বুকভাঙা বেদনায়
বসেছি বিয়ের পিঁড়িতে
কতোবার ভেবেছি একটি মেয়ের জীবন
আমি কি গলা টিপে মারছি
অভিমানী মনে তখন প্রশ্ন একটাই
এতো ভালোবাসাবাসি
তোমার কাছে এর কি কোন দাম নাই—
এতো বেশি ভালো আগে কেহ
বাসতে পারেনি ধরাতে কোনকালে
তবে কেন পুড়াবে এমন প্রেম—বিচ্ছেদ অনলে?
কি চাও রমনী তবে কী শুধু ভোগ-বিলাসিতা?
মানুষের হৃদয়ে মুকুটহীন সম্রাট আমি
নয় কি দামী তা? তোমার বিবেচনাতে—
যদি ভাঙে ভুল কীভাবে ফেরাবে?
এমন কিংবদন্তীর প্রেম জুটেনা— সবার নছিবে।
সোনার কন্যা ঠেলো না দূরে আর এমনতরো প্রেম
—পড়ে মোহ মায়াতে;
এসোগো প্রিয়তমা আমার ভালোবাসার সুশীতল ছায়াতে
কথা দিলাম এতো প্রশান্তি কোথাও পাবে নাকো আর
মর্ত্যের অবণীতে; এখনই মোক্ষম সময় আমাদের দু’জনার
আরো কাছে আসিবার— প্রগাঢ় ভালোবাসাতে..





মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৯ দুপুর ২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর! দারুন প্রেমের আহ্বান।

শুভেচ্ছা নিয়েন।

১২ ই জুন, ২০১৯ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২| ১২ ই জুন, ২০১৯ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বদের বেটি আসে না ক্যারে। নাকে ঘুষি দিমু পাইলে....... এত ভালো ভাইয়াটাকে চিনলো না আফসোস

সুন্দর হয়েছে

১২ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৩| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


ঘরের সামনে লাইন পড়ে যাবার কথা

১২ ই জুন, ২০১৯ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩০

পবিত্র হোসাইন বলেছেন: পুরাই নির্মলেন্দু গুণ
শেষে চার লাইন- আহা!!!

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪৪

নজসু বলেছেন:



হাহাকার ভরা কবি হৃদয়।
সমবেদনা রইল। :(

তবে, হ্যাঁ করুণা রইল সেই প্রিয়তমার প্রতি যে কবি হৃদয়ের এতো ভালোবাসা মূল্যায়ণ করতে পারলো না।

দীর্ঘশ্বাস আর বুকে জমাট বাঁধা কষ্টের কবিতা মন ছুঁয়ে গেছে।
শুভকামনা রইল প্রিয় কবি।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রেমরসে ভরপুর কবিতায়। আহ্ যেন চুয়েচুয়ে পড়ছে।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১২ ই জুন, ২০১৯ রাত ৯:১৭

মুক্তা নীল বলেছেন:

সেলিম ভাই ,
বিয়ে করে এরপর সাবেক প্রেমিকার কথা মনে করলে অনলে জ্বলে পুড়ে মরতেই হবে --- কষ্টের কবিতা +++

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৫৮

হাবিব বলেছেন: থেকো এই হৃদয়ে হারিয়ে যেয়ো না..........

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:১২

জুন বলেছেন: আপনার বিরহী কাব্যগুলো অনাবদ্য হয়ে থাকে ।
বিরহ না থাকলে নাকি ভালো কবিতা লেখা যায় না ,
আপনার লেখাই তার প্রমান সেলিম আনোয়ার ।
+

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.