নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রক্ত চাই!
রক্ত চাই! রক্ত চাই!! ডেঙ্গু জ্বরে
ভোগছে স্বদেশ—যেন মহামারি লাগছে তা—ই;
রাজপথে রক্ত ঝরে —মধ্যযুগীয় বর্বরতায়
রক্ত ঝরে ঘরে ঘরে— মানুষ বিবাদে লিপ্ত তাই ।
মাদ্রাসা মন্দিরে পূজা আর্চনা বাদে
লিপ্ত মানুষ ধর্ষণে—পাপাচারে
সেসব পাপের বিচার নাই বিচার চাই!
অথচ বিচার আছে ছেলেধরা সন্দেহে
নিরপরাধ একমায়ের গনপিটুনিতে
— নির্মম মৃত্যু তাই;
হাজার টাকার মোবাইল চুরি
গণরোষে সেই অপরাধীর জীবন শেষ; ক্ষমা নাই
সংখ্যা লঘু অত্যাচারে প্রিয়া সাহা বিচার চায়
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা নাই
তাহলে কী দেশটা এখন রসাতলে?
কেহই শান্তিতে নাই—একজনের মৃত্যু হলে
ব্যানার হাতে রাজপথে প্রতিবাদে—এডিস মশার উৎপাতে
ভূগছে মানুষ ঝাঁকে ঝাঁকে—মরছে অনেক
বাকী সবে আশংকাতে—তার প্রতিবাদে
কেউ কী নাই? রাজপথে ব্যানার হাতে—সমবেত হয়ে;
মশারা তো বুক চেতিয়ে উড়ছে কেবল
ঝাঁকে ঝাঁকে—তারা মানুষেরই রক্ত চায়
রক্ত খেয়ে মরণঘাতি জীবানু ছড়ায়
রক্ত এখন— আমরাও চাই!!
শত শত ডেঙ্গুরোগী মরণাশংকাতে তাই;
তাদের বাঁচাতে
রক্ত চাইগো রক্ত চাই।
—একাত্তরের স্বাধীনতা
এমনি তো আর আসে নাই;
লাখো শহীদের রক্তদান বলিদান বলছে তাই।
প্রিয়তমা আমার রক্তে তোমার গর্ভে
ভবিষ্যত প্রজন্ম চাই—তাইতো এতো ত্যাগ
এতো শ্রম—নবাগতে শুধু আমার বিশুদ্ধ রক্ত চাই
গো রক্ত চাই!!— ডেঙ্গু জ্বরে
ভোগছে স্বদেশ—যেন মহামারি লাগছে তা—ই
রক্ত চাইগো ! রক্তচাই !!
গাঁজা সেবন করি না...
গাঁজা সেবন করি না পাঞ্জা লড়ি যাই জিতে— দানবের সাথে
তোমার কী আপত্তি আছে তাতে?
মৌন থাকি না—আওয়াজ তুলি জোর কদম ফেলি
অত্যাচারীর বিপরীতে—অন্যথা সারাদিন ঘরেই থাকি
অযথা পথে পথে ঘুরি না আমি—ভবঘুরে ভাবতে পারো
যদিও ঘরকোণ মানুষ আমি—
কারণ প্রেমের টানে তোমার অন্বেষণে ছুটেছি
বিস্তর পথ—সুন্দরের পিপাসি আমি অনুসন্ধানী মন নিয়ে
হন্যে হয়ে যেন যাযাবর পাখি খনিজের অনুসন্ধানে মুক্ত বিহঙ্গ এক
আবার আলস্যের বিলাসিতায় বসেই থাকি
— যেন ধ্যানমগ্ন সন্ন্যাসী কোন
আসলে অলস নই তোমায় নিয়ে কবিতা লিখি—হয়তো তোমার লাগে না
ভালো পূর্ণিমার ঐ চাঁদের আলো; আবার হয়তো লাগে
—মায়াবী জোস্না মুগ্ধ চোখে যেন ধ্রুব তারা জাগে
—তোমায় নিয়ে স্বপ্ন আঁকি; ঘোর লাগা এক ক্ষণ যেন—হয় বিরচন।
তুমিও কী তেমন করে?—কাটাও বেলা- জীবন কাফেলা
সদা প্রশ্ন জাগে মনে
—যেমন জাগে ভোরের রবি নিত্য করে— ঘোরের ছবি জানি তুমিও আঁকো
আনমনে—ভালোলাগার ক্ষণটি যে আমায় ভেবে হলফ করে বলতে পারি।
কল্পলোক বাস্তবতায় ওঠুক জেগে— অনুরাগে
ভালোবাসার গোলাপ ফোঁটুক হৃদয়ের কুসুমবাগে
দু’জনে চলনা যাইগো ভিজে ভালবাসার অনুরাগে
—সতত এই কামনা মনে!!
—গাঁজা সেবন করি না পাঞ্জা লড়ি রাবনসম দানবের সাথে
থাকলে তুমি পাশে অবশেষে যাই জিতে
—তোমার কীগো আপত্তি আছে তাতে?
৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
২| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
সময়োপযোগী চমৎকার ভাবনা। কবিতায় ভালো লাগা।
০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৩
ইসিয়াক বলেছেন: এক কথায় সুপার হিট ।অনেক ভালো লেগেছে ।
০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৩
নজসু বলেছেন:
প্রিয় কবি আমার……..
০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
৫| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৩
ঢাবিয়ান বলেছেন: সিটি কর্পোরেশন কোটি কোটি টাক বরাদ্দ পায় প্রতি বছর । কোথায় যায় সেই টাকা? মানুষ ডেঙ্গু জ্বরে রক্ত ঝড়িয়ে মরতে রাজী কিন্ত সিটি কর্পোরেশন ঘেরাও করতে রাজী নয়। আর তাইতো পাপচারে ভরে গেছে এই দেশ।
০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: ঘেরাও হওয়া দরকার। মানব বন্ধন আর প্রতিবাদ সমাবেশ ও করা দরকার। সেমিনার সিম্পুজিয়াম করে গণসচেতনতা সৃষ্টি করা যেতে পারে।
৬| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
এই জীবনে গাঁজা খাওয়া হলো না আমার।
০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা।
৭| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৯
মিথী_মারজান বলেছেন: দুইটি কবিতাই সুন্দর।
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২
তারেক_মাহমুদ বলেছেন: অনিয়ম আর অনাচারের বিরুদ্ধে দারুণ প্রতিবাদ। সুন্দর কবিতা।
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৯| ৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
পাকি ও বাংগালীরা বারবার মশার কাছে পরাজিত হয়েছে; দরকার টিকা
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:০০
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
১০| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ কাব্য।
০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবি