নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেমের মোহনায়

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪



অতঃপর অঘোর ধারায় বৃষ্টি— এলো
এ নহে অনাসৃষ্টি, তুমি কী গো বলো?
বৃষ্টির নূপুর টাপুর টুপুর বাজে
তাই আমার মন— বসে না কাজে।
এতদিন এই অবলা মন,
যেন ছিল পেঁজা তুলা মেঘের মতন—
বেদনার নীল আকাশে ভেসে ভেসে।
তবে কী আজ বৃষ্টি হলো
তোমার সম্মতি পেয়ে?—এমনই তো হওয়ার কথা,
অমোঘ প্রেম কখনো কী ব্যর্থ হতে পারে?
ব্যর্থ না হয় হলো ভারতের চন্দ্র অভিযান
বিলিয়ন রূপির প্রকল্প মাঠে মেরে;
জানি পারিবে না বেশিদিন আর
থাকতে দূরে— এই আমাকে ছেড়ে।
বৃষ্টির নূপুর টাপুর টুপুর—বৃষ্টির ভেজা সঙ্গ
দু’চোখ আমার তৃষিত খুব—তবু যেন মুক্ত বিহঙ্গ।
আনন্দ তাই লেগেছে— এই মনে
সোনার মেয়ে, এখন তুমি শুধু আমার বলিতে পারি..
তোমায় নিয়ে স্বপ্ন দেখতে পারি..

অঙ্গে তোমার এত রূপ যেন চন্দ্রপৃষ্ঠ—ভরা পূর্ণিমায়,
এবার কী তবে তাতে আমার হবেগো অবতরণ?
এবার কী তবে শেষ— তৃষিত এই বুকের অবাক রক্তক্ষরণ!
এবার তুমি আর আমি যেন নদী-সাগর প্রেমের মোহনায়



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

ইসিয়াক বলেছেন: প্রিয় প্রিয়তমা সুখে থাকো চিরকাল
আজি প্রেমের স্রোতে ঝরঝর ঝরুক বাদল ।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম... সুন্দর হয়েছে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধক্কর।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন সব সময় আর মনে রাখবেন আমাকে এ কামনা থাকলো।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

রাকিব আর পি এম সি বলেছেন: অসাধারণ। প্রকৃতির মাঝেই প্রেম মিশে রয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০

জাহিদ অনিক বলেছেন: বাহ ! প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে --------

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর। প্রেমের মোহনায় এলো বৃষ্টি।++

শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয়জন। শুভকামনা সতত!

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.