নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কবিতায় আর কারো নেই যে অধিকারএখনই প্রেম হবে !!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫




আকাশের তারকারাজি হয়তো জানে, আমার পাঠানো চিঠি আকাশের তারকার কাছে যদি পৌঁছে থাকে !! একদিন তারাই বলে দিবে — তোমার নাম । রক্ত দিয়ে লেখা, হৃদয়ের বার্তা— সোনার চেয়ে বেশি দাম।

তুমি কী দেখোনি শারদ পূ্র্নিমা চাঁদ?
তুমি কী ভাবোনি আমার কথা? একবারো..
অমাবস্যা জানে মিটিমিটি তারকার কি দাম।
সাতরঙ্গী অঙ্গে অঙ্গে তোমার ভালোবাসার রঙে
রাঙিয়ে দিতাম বৃষ্টি শেষে জেগে ওঠা রামধনু।

আমি এখন আর অতটা প্রলুব্ধ নই পূর্ণিমা চাঁদে—
যতটা প্রলুব্ধ তোমার আলোকিত গণ্ডদেশে
এই ওষ্ঠে জমে আছে সহস্র চুম্বন, ঐখানে তব মরুভূমির শুষ্কতা , চূম্বনে সিক্ত হবে জানি;
ওঠবে জ্বলে কামনার প্রদীপখানি...

ওগো প্রিয়তমা, তোমার নিরাভরণ দেহ— যেন স্বর্গীয় উদ্যান
ভালোবাসার রোষানলে পড়ে যদি জ্বলে ওঠে— দাবানল!!
জা্নোতো আমাজান বনের কি হাল!
সোনার মেয়ে তবু ভয় পেয়ো না— ভয় পেতে নেই
ভালোবাসায় বৃক্ষ হতে নেই; লজ্জা পেতে নেই।

ভালোবাসা সৃষ্টি করে— ঘৃণা করে লয়;
ভালোবাসা দারুন বাঙময়।

তাদের তো লজ্জা নেই; পাপাচারে লিপ্ত হয়ে লোভী গ্রীবা বাড়িয়ে রেখেছে যারা— শোষিত মানুষের বিষন্ন দু'চোখে।

ক্ষয়িষ্ণু চাঁদের মতন ক্ষয়ে যাক— অযাচিত লজ্জা তোমার, তুমি বিজলীর নিনাদে জানিয়ে দিও
ওগো তুমি যে শুধুই আমার! আর আমাকেই সঙ্গে নিও,
—জীবন চলার পথে ।

কবিতার প্রতিটি শব্দে— বর্ণে— যতি চিহ্নে
আর কারো নেই যে অধিকার।


এখনই প্রেম হবে।

এ ই তুমি —আসছো না যে!
আ মা য় ভালো বাসছো না যে!!
কি হলো?
ওগো, এখনই চলে এসো—
দেখছে স বা ই স—ব,
বুঝে ফেলেছে লাজে রাঙা তোমার অবয়ব;
আরশিতে ধরা পড়েছে যে ।
আমি বেড়োবো কাজে
দূরে সরে থেকো না আর— লাজে।
বেড় হবার আগে —তোমায় দেখে যা ই;
দেখিলে প্রশান্তি লাগে মনে —জানোতো অশান্ত মন নিয়ে
মন বসে না কাজে—তুমি শুধু আমার
ব লে ছি তো সে ই ক বে
সোনার মেয়ে দূরে সরে থেকো না আর লাজে ।
এখনই প্রেম হবে।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

ইসিয়াক বলেছেন: অমাবস্যা জানে মিটিমিটি তারকার কি দাম।
দারুণ উপলব্ধি ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: আমি তো কবিতা লিখতে পারি না। অথচ আপনি দিনের পর কত সুন্দর সুন্দর কবিতা লিখে চলেছেন।
আমাকে একটু কবিতা লেখা শেখান। অবশ্য আমি বুঝি ভেতর থেকে আসা লাগে আবেগ, প্রতিভা থাকতে হয়। এসব আমার নেই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: অনুপ্রেরণামূলক কমেন্ট। আপনি শক্তিশালী রাইটার। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: নতুন একটি কবিতা সংযোজন করা হলো ।

কি করবো মন বসে না কাজে!!!

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

বলেছেন: আপনার কবিতার মধ্যে এখন পযর্ন্ত এই কবিতাকে সেরা তালিকায় রাখলাম।।।


চমৎকার

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট ল । কমেন্টে মুগ্ধ হতে হয় । কবিতার বইয়ে এ কবিতাটি রাখা হবে তা হলে। শুভকামনা রইলো নিরন্তর ।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই? সুন্দর হয়েছে যেনে ভালো লাগলো ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনুপ্রেরণামূলক কমেন্ট। আপনি শক্তিশালী রাইটার। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

কিন্তু কিছু নিয়ম কানুন আমাকে শিখিয়ে দেন।
কবিতা লেখার সহজ নিয়ম এই নামে একটা পোষ্ট দেন। প্লীজ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাতো আমি লিখি না কবিতা এসে যায় পারি না আটকাতে
অনেক সাধনায় কবিতা এসে যাবে, যখন যা কিছু লিখিবেন কবিতা হয়ে যাবে ।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

সাহিনুর বলেছেন: বড়ই চমৎকার হয়েছে ,, যখন এমন কিছু কথা সামনে আসে,তখনি অজান্তেই মনের ভিতর গর্জে উটে আবৃত্তির ছলে । আমার যে বড়ই ভালো লাগে সে অনুভুতি ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ও কমেন্টে অশেষ ‍কৃতজ্ঞতা ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতাতো আমি লিখি না কবিতা এসে যায় পারি না আটকাতে
অনেক সাধনায় কবিতা এসে যাবে, যখন যা কিছু লিখিবেন কবিতা হয়ে যাবে ।

সুন্দর বলেছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আবারো অসংখ্য ধন্যবাদ মন্তব্য করাতে ।
কবিতা লিখতে শুরু করেন দেখেন হয়ে যাবে— কবিতায় করি বাস ।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: বর্তমান সোনার মুল্য সম্ভবত ১ তোলা=৫৪,০০০/ - (২২ ক্যারেট)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দাম। সাধে কী আর সোনা? অবশ্য এখন আমড়ার দামও দশটাকা । #:-S

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি এখন ততটা প্রলুব্ধ নই পূর্ণিমা চাঁদে....
আপনার অনেক অসাধারণ লেখার মাঝে এই কবিতাটাকে আমি সেরার তালিকায় রাখবো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে আপনাকে ধন্যবাদ। পূর্ণিমা চাদ আমাকে আজও টানে তবু তার অবয়ব তার চেয়ে বেশি আকর্ষনীয় আমার কাছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.