নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আরও তো কতো কি আছে
সবকিছু ছাপিয়ে—বীর দর্পে প্রকট হয়ে ওঠো...
ও আমার কামনাদেবী—তুমিই বলো
টগবগিয়ে অশ্ব কেন ছুটে—তোমার দিকে
ধমনীতে শিরায় হৃৎপিন্ডে একি অনুরণন
তুমি কী দেখনি আবরার; মৃত দেহ
শত আঘাতে চিহ্ন গায়ে মেখে—সাদা কাফনে মোড়া
অসহায় জননী—বিষন্ন জনতা
যেন একাত্তরে বাংলাদেশের মানচিত্র এক
নিরব
নিস্তব্ধ
পাণ্ডুর দেহ —কতো ব্যথা সয়ে!!
অসহায় পিতার কাঁধে সন্তানের লাশ
তবুতো উল্লাস! উল্লাস!! হায়েনার নির্মম উল্লাস;
হায়েনা কে পোষে?
কাকে ঘিরে তাদের পূজা আর্চনা বন্দনা প্রার্থনা
শুধু বলি প্রতিটি মানুষের জন্য স্বদেশ—মাতৃভূমি
দানবের জন্য নয়; এদেশ তো উপনিবেশ নয়
স্বা ধী ন তা প্র হ স ন নয়;
কতো লক্ষ মুক্তিসেনা জীবন বাজি রেখে;
সেসব রূপকথার গল্প নয়।
তোমার কী মনে নেই?
সুপ্রিয় শিউলি ফুল—সুলোভনীয় গ্রীবায় হার,
খোপায় ফুল লাল সাদা,
সুপ্রিয় ললাটে লাল টিপ ভালোবাসার প্রদীপ জ্বেলে
ওগো মোর ভূবন ভুলানো হাসি ; সদ্য প্রস্ফুটিত ফুল যেন
কেনো আজও যুবকের অকাল প্রয়াণ?
— অসহনীয় আতর্নাদ চাপিয়ে নীল আকাশের বুকে
মায়ের বুকে সে কী যে ব্যথা!
দেশমাতৃকা কী ভুলে গেছে?— নাকি রসাতলে গেছে?
নাকী আজ মরেই গেছে!!—না না এতো হতে পারে না..
চ লো পথে নামি—চলো সমস্বরে নিনাদে আকাশ বাতাস কাঁপিয়ে বলি
বাংলা মা এবার জেগে ওঠো—এবার দাও গো বিসর্জন
কুলাঙ্গার সব—মুখোশধারি পাপিষ্ঠ।
ওরা তো মানুষ নয়—মাগো তোমার আচল তলে
আর যেন ওদের কোন ঠাঁই না হয়— কোন রাবনের দানবের
বলে দাও ওগো দেশমাতৃকা সুপ্রিয় জন্মভূমি
তুমি শুধু— আমাদের; মানবের ।
বিঃ দ্রঃ ছবি নেট থেকে
০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
২| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৯
করুণাধারা বলেছেন: কবিতা ভালো লেগেছে! হৃদয়টাই তো ক্ষত-বিক্ষত রক্তাক্ত হয়ে গেছে। রক্তমাখা হাত দেখতে আর ভালো লাগছে না...
০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: দেখতে ভালো লাগে না অথচ দেখতে হচে্ছ । এসবের হোতা দের মেরে ভোতা করতে পারলে তবেই শান্তি প্রতিষ্টিত হবে ।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৭
ইসিয়াক বলেছেন: স্যালুট প্রিয় কবি ।
শুভকামনা রইলো ।
০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো আহ্বান। +
০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং কবিতা পাঠে ধন্যবাদ। সময়ের দাবী অসততা অন্যায় পদপিষ্ট করে মারা ।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২
ঠাকুরমাহমুদ বলেছেন: জনাব খান আতাউর রহমান সাহেবের একটি কথায় আমি বন্দি হয়ে আছি - আবার তোরা মানুষ হ এর চেয়ে ভালো জোরালো কোনো শব্দ আপনার জানা থাকলে জানান প্লিজ।
১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সিনেমা। জনাব খান আতাউর রহমান সাহেবের বাড়ি সিঙ্গাইর থানা মানিকগঞ্জ। আমার ধামরাইয়ের সাথে যার সীমানা।
দারুন কথা । আমি শুধু কবিতা লিখতে পারি।দুুঃখিত আমার প্রাণের প্রিয়তমা লেখায় সব। ভুল বললাম না তো। নাকি অন্য কেউ??
৬| ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
নিরন্তর শুভকামনা ।
৭| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
"..........এবার দাও গো বিসর্জন
কুলাঙ্গার সব—মুখোশধারি পাপিষ্ঠ।
ওরা তো মানুষ নয়—মাগো তোমার আচল তলে
আর যেন ওদের কোন ঠাঁই না হয়—
তুমি শুধু— আমাদের; মানবের ।"
এটুকু পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুখখানা ভেসে উঠলো চোখে।
সব অসুরীয় তান্ডব রোধে মাননীয় প্রধানমন্ত্রী যেন চন্ডী রূপে আবির্ভূত হন, দূর্গতিনাশিনী হয়ে বিনাশ করেন সব মহিষাসুরকে।
কারন তিনি - আমাদের !
১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: যথারীতি সুন্দর কমেন্ট ,শ্রদ্ধেয় আহমেদ জী এস
প্রধান মন্ত্রী যদি এসব কুলাঙ্গারদের হয়ে যান তাহলে তার বিপর্য য় কেউ রুখতে পারবে না ।
ক্ষমতা না; জনতা জনতা ।
যদি গণতন্ত্র হয়!!!
৮| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:০৩
মাহমুদুর রহমান বলেছেন: দেখলাম।
১০ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।