নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অপেক্ষা— সে যেন এক নিষ্ঠুরতম উপাখ্যান
যদি না হয় সাক্ষাৎ চিরো কাঙ্ক্ষিত
সেই ক্ষণের —প্রেমের বৃন্দাবনের ..
এ সবই মিছে অথবা ভ্রম;
ক্ষণিকের অহমিকা শেষ হয়ে যায়
মিশে যায় হাওয়ায়— মহাকালের সাক্ষাতে।
শুধু শেষ হয় না প্রেম— বরং তোমাকে ঘিরে
দিনে দিনে বেড়ে যায়—
পাহাড়সম বাঁধা সব তার কাছে কেন যেন হেরে যায়।
অপেক্ষার ডালি হাতে সুন্দরীতমা আমার মানসপটে
শুধু ভালোবেসে যায়—
ভালোবাসার হয় না শেষ
তাইতো ফুল নদী বহতা;
বাকিসব মৃতের মতো—লাশ কাটা ঘরে
শশানে কবরে। — সেইখানে কীটপতঙ্গের বাস।
চন্দ্রিমা রাতে তবুতো ঠিকই ওঠেছিলো চাঁদ;
এক থালা রুপোলি আলোর ছটা— যেন সুখের ঘনঘটা নিয়ে— বুকে।
তুমি কী দেখোনি অপ্রগলভ প্রেম অমোঘ শক্তি নিয়ে দাঁড়িয়ে ?—
আছিলো তোমার পন্থ চেয়ে
যেন সহসাই কড়া নাড়ে —দরজায়; তোমার ঘরে
দাও ওগো সাড়া—নজরকাড়া রূপে ;
এই তো আমি— দাও ওগো ঠাঁই
তোমার প্রেমের ছোট্ট ঘরে। ওগো লজ্জাবতি লতা,
ভালোবাসিতে লজ্জা পেতে নাই ...
১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
২| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬
বিজন রয় বলেছেন: প্রেমের শেষ মানে আবার শুরু সেখান থেকেই। যারা বুঝতে পারে তারা অব্যয় প্রেমিক আর যারা পারেনা তারা ভুল।
++++
১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৪
সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষা— সে যেন এক নিষ্ঠুরতম উপাখ্যান
যদি না হয় সাক্ষাৎ চিরো কাঙ্ক্ষিত
সেই ক্ষণের —প্রেমের বৃন্দাবনের ..
এ সবই মিছে অথবা ভ্রম;
ক্ষণিকের অহমিকা শেষ হয়ে যায়
মিশে যায় হাওয়ায়— মহাকালের সাক্ষাতে।
শুধু শেষ হয় না প্রেম— বরং তোমাকে ঘিরে
দিনে দিনে বেড়ে যায়—
পাহাড়সম বাঁধা সব তার কাছে কেন যেন হেরে যায়।
অপেক্ষার ডালি হাতে সুন্দরীতমা আমার মানসপটে
শুধু ভালোবেসে যায়—
ভালোবাসার হয় না শেষ
তাইতো ফুল নদী বহতা;
বাকিসব মৃতের মতো—লাশ কাটা ঘরে
শশানে কবরে। — সেইখানে কীটপতঙ্গের বাস।
চন্দ্রিমা রাতে তবুতো ঠিকই ওঠেছিলো চাঁদ;
এক থালা রুপোলি আলোর ছটা— যেন সুখের ঘনঘটা নিয়ে— বুকে।
তুমি কী দেখোনি অপ্রগলভ প্রেম অমোঘ শক্তি নিয়ে দাঁড়িয়ে ?—
আছিলো তোমার পন্থ চেয়ে
যেন সহসাই কড়া নাড়ে —দরজায়; তোমার ঘরে
দাও ওগো সাড়া—নজরকাড়া রূপে ;
এই তো আমি— দাও ওগো ঠাঁই
তোমার প্রেমের ছোট্ট ঘরে। ওগো লজ্জাবতি লতা,
ভালোবাসিতে লজ্জা পেতে নাই ...
৩| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্যাবসা প্রসারে মার্কেটিংয়ে বহুল আলোচিত একটি কথা আছে অন্ধকারে আমি ৯০০ টাকা কেজি দরের ছানার তৈরি মিষ্টি খাচ্ছি না রাস্তার পাশের টং দোকানের ৫ টাকা দরের ব্রেড চিবুচ্ছি এটা কেউ জানবে না। জানতে হলে দিনের আলোতে রাতের উজ্জল বাতির নিচে খেতে হবে।
ভালোবাসতে হলে বুক ফুলিয়ে সামনা সামনি প্রপোজ করতে হবে, রিফিউজ হলে ভুলে যেতে হবে তাকে, সে গেছে যাক। সামনে জেনিফার লোপেজ থাকলেও থাকতে পারে।।
১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: তবুতো
অপেক্ষা— সে যেন এক নিষ্ঠুরতম উপাখ্যান
যদি না হয় সাক্ষাৎ চিরো কাঙ্ক্ষিত
সেই ক্ষণের —প্রেমের বৃন্দাবনের ..
এ সবই মিছে অথবা ভ্রম;
ক্ষণিকের অহমিকা শেষ হয়ে যায়
মিশে যায় হাওয়ায়— মহাকালের সাক্ষাতে।
শুধু শেষ হয় না প্রেম— বরং তোমাকে ঘিরে
দিনে দিনে বেড়ে যায়—
পাহাড়সম বাঁধা সব তার কাছে কেন যেন হেরে যায়।
অপেক্ষার ডালি হাতে সুন্দরীতমা আমার মানসপটে
শুধু ভালোবেসে যায়—
ভালোবাসার হয় না শেষ
তাইতো ফুল নদী বহতা;
বাকিসব মৃতের মতো—লাশ কাটা ঘরে
শশানে কবরে। — সেইখানে কীটপতঙ্গের বাস।
চন্দ্রিমা রাতে তবুতো ঠিকই ওঠেছিলো চাঁদ;
এক থালা রুপোলি আলোর ছটা— যেন সুখের ঘনঘটা নিয়ে— বুকে।
তুমি কী দেখোনি অপ্রগলভ প্রেম অমোঘ শক্তি নিয়ে দাঁড়িয়ে ?—
আছিলো তোমার পন্থ চেয়ে
যেন সহসাই কড়া নাড়ে —দরজায়; তোমার ঘরে
দাও ওগো সাড়া—নজরকাড়া রূপে ;
এই তো আমি— দাও ওগো ঠাঁই
তোমার প্রেমের ছোট্ট ঘরে। ওগো লজ্জাবতি লতা,
ভালোবাসিতে লজ্জা পেতে নাই ...
৪| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮
সাইন বোর্ড বলেছেন: কবিতাটিতে আপনি অবশ্য নিগুড়ভাবে ইশ্বর প্রেমের কথা'ই বলতে চেয়েছেন, যে প্রেমে কবি ব্যকুল । আমার দ্বিতীয় মন্তব্যে সেটি পরিষ্কার করলাম ।
১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ভালোবাসার মোনাজাত স্রষ্টার ত্বরে
১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২২
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ৫ নং মন্তব্যটি মুছে দিন।
১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ঠাকুরমাহমুদ মুছে দেয়া হলো।
৭| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
সব যুগে, সব কবি, সব ভাষায়, হৃদয়ের একটি অনুভুতিকে প্রকাশ করতে চেয়েছেন, আপনি হাজারভাবে বলেছেন
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: তবু যদি মেলে......
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৯| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
বাংলার হাসান বলেছেন: কেমন আছেন কবি?
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আলহামুদলিল্লাহ আলা কুল্লি হাল ।
আপনি কেমন আছেন?
১০| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
বাংলার হাসান বলেছেন: কেমন আছেন কবি?
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: দুইবার কমেন্টে এসেছে ।।
১১| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করে আরাম পেলাম।
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:০৬
নীল আকাশ বলেছেন: আল্লহ রাব্বুল আলামীন ভালোবাসা প্রেম সৃষ্টি করে ৯৯ভাগ নিজের কাছে রেখে মাত্র ১ভাগ সৃষ্টির মাঝে ভাগ করে দিয়েছেন। মাত্র ১ ভাগ নিয়েই একি অবস্থা এই দুনিয়ার?
১৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট নীল আকাশ ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগার মুনীরা চৌধুরীর পোষ্টের লিংক আছে আপনার কাছে?
১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: না নেই ।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫
সাইন বোর্ড বলেছেন: লজ্জা পাওয়ার ব্যাপারটা ছিল আরো আগে, এখন প্রকাশ্যেই ভালবাসে শরীরে, গালে, মুখে, ঠোঁটে...