নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুপ্রিয় নদী

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:২২

সুপ্রিয় নদী,
ক্ষমা করে দিও—
———ক্ষমা করে দিও-
আমাদের এইসব
—অত্যাচার- অবিচার- অব্যবস্থাপনা।
তোমার কাছ থেকে সবকিছু নিয়ে
এতটাই পরিপুষ্ট আমরা; তাই যেন ভুলে যাই
ক্ষমা করে দিও তাই ।
শিল্প কারখানার বর্জ্য ফেলে —
গৃহস্থালী আবর্জনা অবিবেচকের মতো
তোমার বুকে সঁপে দিয়ে কতটা নিশ্চিন্ত আমরা।
কতটা অকৃতজ্ঞ মানুষ আমরা ! ভাগ্যের নির্মম পরিহাসে
তোমাতে দুর্গন্ধ দিয়ে আমরাই আবার নাক সিঁটকাই।
আমাদের ঘৃণায় কতটা পরিত্যাজ্য তুমি
তবু তুমি শত আবর্জনা বুকে— যতদিন বেঁচে থাকো
দিয়ে যাও মহানুভবতায় । হয়তো তোমায় গলা টিপে মেরেই ফেলি
কতটা সভ্য আমরা! অথচ আমরাই বলি
সুপ্রিয় নদী, সভ্যতা তোমারই দান!
হয়তো মনের অজান্তেই বলি-
তুরাগ-বুড়িগঙ্গা সমাচার এতোটাই দুর্গন্ধ এখন
যেন শরীরের বিষফোঁড়ার মতোন।
আসলে সেতো ত্রাতা; আমাদের ভাগ্য বিধাতা!
প্রিয়তমা, তোমার জন্য কবিতা ঠিক তা—ই!!

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা!

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

ইসিয়াক বলেছেন: আমরা নিজেরাই নিজের ধ্বংস ডেকে আনছি।
আমরা মানুষ জাতি আসলেই অকৃতজ্ঞ ....।
মহা বিপর্যয় সমাগত.........

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: এখনই সময় নদীগুলো বাঁচিয়ে রাখার। প্রয়োজন জনসচেতনতা । রাষ্ট্রের টেকসই পরিকল্পনা । নদী রক্ষায় কঠিন আইন ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬

ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: কবিতা কি তবে প্রিয়তমার ত্রাতা ভাগ্যবিধাতা হয়ে গেলো?

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেকটা তা-ই ক্ষুদ্র মানব জীবনে স্থায়িত্ব কতটুকু!!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
নদ নদী সাগর আমাদের ক্ষমা করবে না। প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর এই বিচার সহ্য করার ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি।




০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: তবু যদি করে ক্ষমা !! পরম করুনাময়ের করুনা চাই ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:১২

অব্যক্ত কাব্য বলেছেন: নদী প্রেম, মুগ্ধতা!
সমসাময়িক বিষয় নিয়ে লেখা ভালো হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: নদীদের কে বাঁচাবে??

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
চমৎকার একটি কবিতা পাঠ করলাম।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা প্রতিদিন লিখি

পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার কাব্য.....

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে উঠুক। তন্বী রূপী নদীকে ভালোবাসতে শিখে কৃশকায় থেকে গড়ে তুলি তাকে লাস্যময়ী সুন্দরী। কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা নিয়েন।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ ধন্যবাদ। আরে আজকে কবিতা তো পোস্ট করি নাই। অনেকটা একি ধাচের কবিতা । তবু পোস্ট করবো ।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা প্রতিদিন লিখি

পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

যদি ঢাকার বাইরে যান?? তখন??

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা নিয়েই থাকি....পোস্ট করি আর না ই করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.