নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভ অপরাহ্ন!

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪



শুভ অপরাহ্ন,
ঝলমলে রোদে হইতেছে নবান্ন।
হেমন্তের উৎসব মুখরতায়
হে সুপ্রিয় জন্মভূমি !
যেন নিবেদিত আমাদের জন্য ।
কীসের ঘোর লাগিলো আজ
এই চাতক দু’চোখে—জানিনা;
শুধু জানি —ভালোবাসা স্বর্গীয়
তোমার আমার জন্য,
তাই তো ভালোবাসি এই বিকেল,
সফেদ শুভ্রতায়—ব্যস্ততার পোষাক গুটিয়ে রেখে
ক্লান্ত অবয়বে প্রশান্তির জলছাপ এঁকে দিই ।
ব্যস্ত নগরের এপিটাফ— এভাবেই ..
তবুওতো লেখা হয়— কবিতা,
দেখা হয় —পূর্ণিমা চাঁদ আলোমাখা ।
সিলি পয়েন্ট দিয়ে বল আছড়ে পড়ে সীমানার ওপারে
উচ্ছাসে আবেগে মেতে ওঠে গ্যালারী
টানটান উত্তেজনায় হয় আনন্দ উদযাপন।
সবারি অগোচরে —তোমার আমার হয়ে যায় প্রেম।
শুভ অপরাহ্ন প্রেম!
অপ্রগলভ ভালোবাসায় ...


মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

সোনালী ডানার চিল বলেছেন: শুভমধ্যাহ্ন কবি-
কবিতার কালান্তর ভালোবাসিলাম!

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
মুগ্ধতা পাঠে।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সন্ধ্যা কবি।
সিলি পয়েন্ট দিয়ে বল আছড়ে পড়ে সীমানার ওপারে --- আজ আবার খেলা আছে !
সিলি পয়েন্টে ফিল্ডিং করা খুব কঠিন। শুভ সন্ধ্যা কবি।
সিলি পয়েন্ট দিয়ে বল আছড়ে পড়ে সীমানার ওপারে --- আজ আবার খেলা আছে !
সিলি পয়েন্টে ফিল্ডিং করা খুব কঠিন।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় তা্ই লেখা আছে । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । শুভ সন্ধ্যা ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা মহান কবি ।

০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভসন্ধ্যা । নিরন্তর শুভকামনা । অপরাহ্ণ বানান শুদ্ধ ভাবে লেখা যা্চেচ না ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

নাহার জেনি বলেছেন: কবিতাটি ভাল-ই লাগলো

০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

সোহানী বলেছেন: হুম, ভালোলাগা কবি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: মুশফিক ৪৯ তম অভারে পর পর চার বলে চারটি চার মেরেছে। তার একটি সিলিপয়েন্ট দিয়ে সীমানার বাহিরে। আমাদের মাস্টার ব্যাটস ম্যান লিটল মাস্টার মুশফিক আছেন। কান্ডারির ভূমিকায় ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা, ভালো লেগেছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪

জগতারন বলেছেন:
সুন্দর !
মুগ্ধতা জ্ঞাপন করি কবিতা পড়িয়া।
কবির প্রতি অভিন্দন, ভালো থাকুন কবি।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: ওয়েল ডান টাইগারস বাংলাদেশ জিতে গেছে।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

শিখা রহমান বলেছেন: শুভ অপরাহ্ন কবি। আর আমার গোলার্ধ থেকে শুভরাত্রি!!

ভালো থাকুন অষ্টপ্রহর ভালোবাসায় ও কবিতায়।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: শুভ অপরাহ্ন লাভ বার্ড । আজকের কবিতাও দারুন লিখেছেন ।দেশে আসলে চায়ের নিমন্ত্রণ থাকলো । চা পান করে দারুন আড্ডা দেয়া যাবে ।।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.