নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

অপ্রত্যাশিত নয়—অভিসার
মানব মানবীর; নয় কোন অযাচিত ঘটন।
উপহাস বিদ্রুপে হেয় তারে করো না
এই তো নিয়ম— এভাবে গড়ে ওঠে শান্তির নীড়
অশান্ত পৃথিবীর বুকে, শত বাঁধা জয় করে
মানব সম্প্রদায় আছে দৃষ্টান্ত তার,
বিদ্রুপে হয় না সাধন,
অমূল্য রতন কোন,
অপ্রগলভ প্রেম হতে পারে সাধনা— দুটি হৃদয়ের
কর তার বন্দনা
ভালবাসা মন্দ না, —
ভাগ্যবানের ললাটে জুটে তা—
এই লও ফুল; প্রস্ফুটিত রক্ত গোলাপ
গ্রহণ ওগো করো তারে,
তুমি ছাড়া ফেরারি এই হৃদয়ের
আর নেই কোন আশ্রয়
করিতেছি নিবেদন, অসামান্য প্রেমে
চলো হই উদাসী দু'জনে কুসুমে কাননে ।



সকল ব্লগারকে ব্লগদিবসের শুভেচ্ছা অভিনন্দন । আনন্দময় জীবন হোক সকলের ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে, কোন কবি এত বিরহকাতর ছিলেন বলে আমার মনে হয় না।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর :)

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
সেলিম আনোয়ার ভাইয়ের সঙ্গে একদিন বড় ধরনের দরবার করতে হবে তাঁকে বিরহ থেকে বার করে আনতে হবে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর!!!

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৬

শের শায়রী বলেছেন: ঝগড়া ঝাটি করছনি?

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: অত্যন্র চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.