নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চাতক পাখি

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০




কে নেবে আমাকে— নদীর কাছে?
যেখানে জল আছে — ঢেউ আছে,
ভালোবাসিবার সেই কেউ আছে!
কেহ কী নেই কে নেবে
কে ভাসাবে? জানি অথৈ সে এক নদী
হয় না শেষ তরী বাওয়া,
তবু যবো সুখপুরে গভীর রাতে ভরদুপুরে
যখন খুশি সবার আগে একলা যাবো সঙ্গোপনে
আমার সেই প্রিয় নদী
তার আরো দুটি শাখা আছে;
দুকূল উপচে পড়া জল জোয়ার ওঠে
গড়িয়ে পড়ে অববাহিকায় বেনাজল বহে শুধু
নিরবে কহে কথা,
সুপ্তনদী ভেবো না লুপ্তপ্রায়, নিরবে যায় বয়ে ।
কে নেবে ? এই আমাকে জলের কাছে নদীর কাছে
নদী যেন এক পাষাণ পাখি কল্পলোকে গল্পবুনা
ছলনা জানে , তবু ডাকি
আসলে যেন সে—ই আসে,
যার লাগিয়া মন আমার চাতক পাখি!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতাৱ
শুভকামনা

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় সুন্দর কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

এম ডি মুসা বলেছেন: সুন্দর কথা ভালো লাগছে

১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী, ভালো লাগলো ।

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:০৭

শের শায়রী বলেছেন: ভালো লাগা প্রিয় কবি

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.