নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রিয়তমা, তুমি ফিরে এলে তাই—
মৃত এই দেহে যেন নতুন করে
প্রাণের সঞ্চার হলো।
নিরুপমা বহুদিন পর তুমি এলে তাই
অমিত সম্ভাবনার সকল দ্বার যেন আবার
উন্মুক্ত হলো ।
তুমি এলে তাই ভাঙাডানাটা যেন
বসন্তের সঞ্জীবনী সুধা পেয়ে উড়িবার
শক্তি ফিরে পেলো।
ডানাভাঙা পাখিটা উড়িবে এবার
মুক্ত বিহঙ্গ হয়ে বাংলার— অবারিত সবুজের বুকে।
তুমি আমি যেন কপোতকপোতি ভাসিবো নদী জলে
নদীর কল কল ধ্বনি শুনে পাখির কল্লোলে ছন্দ হিল্লোলে
কাটিয়ে দেবো বেলা
অন—ন্ত সুখ লয়ে বুকে ।
প্রিয়তমা,
তোমাকে অভিবাদন
তোমার প্রত্যাবর্তণে শান্তির পায়রা যেন উড়ে
অশান্ত রুগ্ন অবণীর বুক সাম্য শান্ত সুস্হ হোক
আনন্দময়ী আমাদের বিচরণে।
জানপাখি,
তোমার আগমনে আমি যেন ভালোবাসাপাখি হয়ে উঠি
সকল ভেদাভেদ ভুলাবার মিলন-মন্ত্র গানে ।
উৎসর্গঃ তুমি
২৫ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: করোনা ভয় করোনা মনে রেখো বল ।
২| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: ্না, ভয় কিসের??
শেষ পর্যন্ত দেখে যাবো।
২৫ শে মার্চ, ২০২০ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: েআজকে আবার ২৫শে মার্চ । মাথার মধ্যে সেই কালোরাত ।
৩| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর । শুভ কামনা
২৫ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা ভাই।
সাবধানে থাকুন।