নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এখনো ঘুম ভাঙেনি সবার

২৭ শে মে, ২০২০ ভোর ৬:৫৬

ঝড় ওঠেছিলে গভীর রাতে
আবারো ঝড় ওঠেছে ভোরে
যেন ঠিক সূর্য ওঠার আগে।

এখনো ঘুম ভাঙেনি সবার
আকাশে ঘন কালো মেঘ থম থম করে,
আচমকা ঝড়ো হাওয়া শুরুটা এভাবে
তারপর ঝড়ো হাওয়া বৃষ্টি রিমঝিম শব্দে ..

উপকূলে বাঁধ ভেঙে বিলিন হয়ে গেছে,
চিংড়ির ঘের মাছের খাবার ফসলী জমি
নষ্ট হয়ে গেছে আম্পানের করাল গ্রাসে
এখনও নিম্নাঞ্চল প্লাবিত,
তলিয়ে আছে সমুদ্রের নোনা জলের জলোচ্ছ্বাসে,
এরি মাঝে আবারও সমুদ্র বন্দরে তিন নম্বর বিপদ সংকেত,
না জানি কত কষ্টে তারা আছে;
ডুবে থাকা রাস্তা ডুবে থাকা বাড়ি খুব অসহায়
আজিকে তাদের জীবন সরোবর দিত হয় পাড়ি

ঘুমিয়ে আছে যেন সবাই
শুধু আমি আছি জেগে অসহায় মানুষের মুখ
ভেসে আসে গভীর অনুভবে।

তুমি কি করছো কে জানে
হয়তো তুমিও ঘুমাওনি
হয়তো তোমার মনেও ঝড় ওঠেছে
এসব ভেবে ভেবে কতো কষ্টে আক্রান্ত উপকূলবাসী চারিদিকে আঁধার ঘনিয়ে আসে।

বাহিরে ঝড় রিমঝিম বৃষ্টি মুষলধারে
এক পশলা বৃষ্টি না হয় হোক
এবার তোমার প্রাণে মনে।

তুমিও কী ঘুমিয়ে আছো অপ্সরা
নাকি তুমিও ওঠেছো ঘুম ভেঙে ..
ডাকছে দেয়া মুহুর্মুহু ভাঙনের শব্দ বুঝি?

আকাশ গর্জে ওঠে, শনশন বায়ু তবুও যেন শুনশান নিরবতা চারিদিকে ।

এভাবেই কাক ডাকা ভোর
অভিমানী আকাশ ভেঙ্গে পড়ে
অপ্সরা আমাকে তোমার ভালবাসতেই হবে
থেকে থেকে বিজলীর চমকানি
তবু স্নিগ্ধ এক সকাল
এখনো ঘুম ভাঙেনি সবার...


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ সকাল ৮:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আকাশ গর্জে ওঠে, শনশন বায়ু তবুও যেন শুনশান নিরবতা চারিদিকে ।
.....................................................................................................
রাতে তো তাই দেখলাম, বাহ কি সুন্দর না ? আমরা ঘুমালাম আর আপনি
সুন্দর একটি কবিতা লিখলেন ।

............................................... নিন এক কাপ চা তো দিতে পারি ............................................

২| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: কবি খুব সুন্দর কবিতা। ভালো লাগলো।

৩| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নের শঙ্খচিল কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৪| ২৭ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.