|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই তুমি মোর কবিতার চারণভূমি
এবার শুনো গো মোর অনুরোধ
অতীতের মতো আর করবো না কোন ভুল
ভুলে যেও না 
এই প্রেম যে
সোনার চেয়ে বেশি দামী।
তোমার দেহে যেন তা সোনার আভরণ
তুমি যেন অপরূপা তাতে মনোহরিণী
আমার শিল্পী মন তোমায় করেছে যে অপরূপ।
শব্দ সুষমায় হয়েছে রঙিন প্রজাপতি
মুগ্ধ পাঠকের চোখ,
সোনার মেয়ে গো,
কি তোমার অনুভূতি? আমি যে উন্মুখ
তোমার দর্শনে প্রেম বর্ষণে গোপন অভিসারে।
এবার না হয় হোক স্বর্গ সুখ ।
তোমার আমার মধুর মিলনে
অপেক্ষার প্রহর শেকড় হোক
হৃদয়ে তোমার, ঠোঁটে হোক সুতীব্র চুম্বন বৃক্ষ
আমার জন্য;
ভিজে যাক রক্তজবা খুলে যাক যোনি মুখ
আমার প্রেমে তৃপ্ত হোক তোমার পৃথিবী,
দুই পার উপচে উঠুক জোয়ারে
প্রেম নয় শুধু নগন্য রতিসুখ।
অপ্সরা নেই কোন লাভ তোমার 
এই দূরে থাকাতে, 
আমিও গেয়ে ওঠতে পারি রবীন্দ্র গান 
তোমায় প্রেমের উদাত্ত আহ্বানে,
ওগো তুমি শুধু হইয়ো তাতে সুর লহরী ।
এখনই তবে ইতি হোক অনন্ত প্রতীক্ষার
আমাদের মেশামিশি হোক নিত্য দিনের
মধুচন্দ্রিমা শেষে সূর্য ওঠা ভোর ...
সুনিয়তি আমাদের প্রেম হোক
প্রকাশ্য দিবালোকের মতো
সুস্পষ্ট শাশ্বত সুন্দর।
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০২|  ০২ রা জুন, ২০২০  ভোর ৫:২৪
০২ রা জুন, ২০২০  ভোর ৫:২৪
কাছের-মানুষ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল। আমি মুগ্ধ হলাম।
৩|  ০২ রা জুন, ২০২০  ভোর ৬:০৮
০২ রা জুন, ২০২০  ভোর ৬:০৮
ইসিয়াক বলেছেন: সুন্দর
৪|  ০২ রা জুন, ২০২০  সকাল ৯:২৭
০২ রা জুন, ২০২০  সকাল ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৫|  ০২ রা জুন, ২০২০  সকাল ১০:২৪
০২ রা জুন, ২০২০  সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৬|  ০৩ রা জুন, ২০২০  রাত ৩:৫১
০৩ রা জুন, ২০২০  রাত ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কাছের মানুষ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৭|  ০৩ রা জুন, ২০২০  রাত ৩:৫১
০৩ রা জুন, ২০২০  রাত ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ইছিয়াক ধন্যবাদ।
৮|  ০৩ রা জুন, ২০২০  রাত ৩:৫২
০৩ রা জুন, ২০২০  রাত ৩:৫২
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২০  ভোর ৫:০৩
০২ রা জুন, ২০২০  ভোর ৫:০৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা ।