নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঘন ঘন ডাকে দেয়া আকাশ কেঁপে ওঠে
হিমেল হাওয়া বহে মনে হয় গ্রীষ্ম চলে গেছে।
আসলে তা নয় এ যে বর্ষার আগমনি ধ্বনি
আকাশের অভিমান ভেঙে বৃষ্টি নেমে আসে।
এখনো তার বাকি আছে অনেকখানি ক্রোধ
এখনো তাই বহে লু হাওয়া আর প্রখর রোদ।
মাঝে মাঝে বৃষ্টি এসে শুধু জানিয়ে দিয়ে যায়
আষাঢ় শ্রাবণ কাব্য হবে ভয়ের কারণ নাই।
দুকূল উপচে উঠে জলে বহিবে সকল নদী
বৃষ্টির নূপুর টাপুর টুপুর ভিজে যাবে সবই।
বৃষ্টি ভেজা রক্ত গোলাপ লাগিবে ভীষণ ভালো
তুমি বর্ষা আমার অনেক প্রিয় উচ্ছল চঞ্চল ।
তোমার আগমনে মন ময়ূরী ওঠে যেন নেচে
গ্রীষ্মের দাবদাহ থেকে যাই যেন প্রাণে বেঁচে।
গগণে গরজে মেঘ আর বিজলীর ঝলকানি
রিমঝিম ঝিম বৃষ্টি যেন মোর প্রেমের কাব্যখানি।
ভেজা হাওয়া ভেজা আকাশ ভেজা সোঁদা মাটি
ভেজা দেহ ভেজা মন আমরা দু'জন মাখামাখি।
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি কমেন্ট এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।
২| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।
৩| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
কাল বৈশাখীর কালীরূপ, কিংবা শ্রাবনের অঝোর ধারা নেই কবিতায়।
৪| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি কমেন্ট এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।
৫| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৬| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৭| ০৪ ঠা জুন, ২০২০ রাত ৮:১৪
সাইন বোর্ড বলেছেন: আকাশে এখনো মেঘ, বৃষ্টি পড়ছে...
আষাঢ় কি এসে গেল ?
তার আগেই বর্ষা, কথায়, কবিতায়...
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড
আষাঢ় আসার সময় হলো
গ্রীষ্মের হলো প্রায় শেষ
বৃষ্টি ভেজা সব কাব্য গুলো
লেখা হবে কাটবে সময় বেশ....
৮| ০৫ ই জুন, ২০২০ ভোর ৫:৫৮
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা।
০৭ ই জুন, ২০২০ সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি অতুলনীয় কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৯| ০৫ ই জুন, ২০২০ সকাল ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সাইন বোর্ড
আষাঢ় আসার সময় হলো
গ্রীষ্মের হলো প্রায় শেষ
বৃষ্টি ভেজা সব কাব্য গুলো
লেখা হবে কাটবে সময় বেশ....
১০| ০৫ ই জুন, ২০২০ সকাল ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি অতুলনীয় কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে