|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
আজকের চাঁদ মেঘে ঢাকা
যেন নব বধূর মুখ ঘোমটা টানা
 দেখা হলো তারে যেন মেঘের ঘোমটা খুলে
রাতের আঁধারে গা ঢেকে মেঘ ভেসে চলে
পৃথিবীটা যেন অপেক্ষায়, চাঁদের পরশ মেখে
মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে আসে তার বুকে।
মেঘের আড়ালে যেন চাঁদ লুকোচুরি খেলে
যেমন করে প্রিয়তমা লুকিয়ে থাকে
এই  চোখের আড়ালে , 
চাঁদের গায়ে কালোদাগ কলঙ্ক সে তো নয়
এই হৃদয়ে আছে গো মোর প্রগাঢ় বিশ্বাস
চাঁদের গা জোছনা মাখা
হোক না যতই মেঘে ঢাকা
মেঘ নয় যেন অভিমান
অভিমান ভেসে যায় দূর আকাশের বনে
এসো গো মোর প্রিয়তমা মেঘের ঘোমটা খুলে
এসো গো মোর নিরুপমা মান অভিমান ভুলে।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই জুন, ২০২০  সকাল ১১:২৮
০৭ ই জুন, ২০২০  সকাল ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২|  ০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৩৮
০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৩৮
চোখেরপর্দা বলেছেন: সকাল সকাল এইরকম একটি কবিতা পড়ে ভালো লাগলো।চমৎকার লেগেছে জনাব।
  ০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৪৭
০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: চোখেরপর্দা 
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩|  ০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৫৩
০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ি আর মুগ্ধ হই। 
আপনি হলে সামুর কবি 'রাজ'।
  ০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৫৮
০৭ ই জুন, ২০২০  সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর
কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪|  ০৭ ই জুন, ২০২০  দুপুর ১:৫৭
০৭ ই জুন, ২০২০  দুপুর ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৮:৪৭
০৮ ই জুন, ২০২০  সকাল ৮:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫|  ০৭ ই জুন, ২০২০  দুপুর ২:৪৪
০৭ ই জুন, ২০২০  দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসো গো এসো গো নিরুপমা 
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৮:৪৮
০৮ ই জুন, ২০২০  সকাল ৮:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
পাখি ফেরে নীড়ে এটা্ নিয়তি।
৬|  ০৭ ই জুন, ২০২০  বিকাল ৩:১২
০৭ ই জুন, ২০২০  বিকাল ৩:১২
ফেনা বলেছেন: রোমান্টিক কবিত। সুন্দর কবিতার জন্য ভাল লাগা রেখে গেলাম।
  ০৮ ই জুন, ২০২০  সকাল ৮:৪৮
০৮ ই জুন, ২০২০  সকাল ৮:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০  সকাল ১১:১৭
০৭ ই জুন, ২০২০  সকাল ১১:১৭
মীর আবুল আল হাসিব বলেছেন: রোমান্টিক কবিতা পড়ে ভালো লাগলো।