নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাঙালির মুক্তির সনদ

০৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৮



আজকের এই দিনে যারা দিয়েছিল প্রাণ ,
তাদের জানাই সশ্রদ্ধ সালাম;
সশ্রদ্ধ সালাম বঙ্গবন্ধু প্রাণের নেতা
আন্দোলন সংগ্রামের প্রাণভ্রমরা তুমি,
স্বাধীনতার ইতিহাসে অনন্য তুমি,
তোমারে জানাই সালাম।

এদেশের মানুষেরা পদে পদে ছিল
লাঞ্ছিত অবহেলিত বঞ্চিত..

এই বৈষম্যের প্রতিবাদেই
ছয়দফা বাঙালির মুক্তির সনদ
এদেশের বঞ্চিত মানুষের প্রাণের দাবি
মহান স্বাধীনতার অব্যর্থ সোপান।

একদিনে আসেনি স্বাধীনতা

তেইশ বছরে ধাপে ধাপে এসেছে তা

ছয়দফা তেমনই এক মাইল ফলক
বঞ্চিত বাঙালির প্রতিবাদী কন্ঠস্বর
সুপ্রিয় শেখ মুজিব বঙ্গবন্ধু
সেদিনের আন্দোলনের ফলে
আজকে আমাদের এই অবস্থান,
চাকুরী ব্যবসা পদোন্নতি সম্মান।

ছয়দফার নেতা শেখ মুজিব তোমাকে ছালাম।

আগরতলা ষড়যন্ত্র মামলা আরও কত লাঞ্ছনা
মৃত্যুর ঝুঁকি নিয়ে তোমার এই অব্যর্থ সংগ্রাম।

৭ জুন উনিশ ছেষট্টি স্মরণীয় দিন তাই
ছয়দফা প্রাণের দাবি বাঙালির মুক্তির সনদ
আমরা ভুলি নাই শ্রদ্ধাভরে স্মরি তাই;
তোমরা যারা করেছিলে প্রাণ দান এই দিনে
হে স্বাধীনতার মহান স্থপতিগণ
তোমাদের আছে মনে,
বিনম্র শ্রদ্ধায়।

------------------------------------------------------------------

ছবিঃ নেট থেকে নেয়া

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:১১

এফ.কে আশিক বলেছেন: বিনম্র শ্রদ্ধা হে মহান নেতা ।

০৮ ই জুন, ২০২০ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: শুধু কবিতা নয় সাথেও সুদীর্ঘ ইতিহাস।

০৮ ই জুন, ২০২০ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলো।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ।

৪| ০৮ ই জুন, ২০২০ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:



৬ দফাকে কেন্দ্র করে বাংগালীরা ঐক্যবদ্ধ হয়েছিলেন; কিন্ত শেখ সাহেব ও আওয়ামী লীগ ৬ দফাকে সন্মান করেনি, উহাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যভার করেছিলো মাত্র।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী দেশের মানুষ চেয়েছে বৈষম্য থেকে মুক্তি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ছিলো বড় ধরণের ক্রাইম যদি করে থাকে। আমরা চাই অপার স্বাধীনতা । কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না ।

৫| ০৮ ই জুন, ২০২০ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


৬ দফার পেছনে যে মনন ছিলো, শেখ সাহেব উহাকে অনুধাবন করতে পারেননি, মনে হয়।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তাই যদি হয় তবে সেটি হবে জাতির জন্য দুঃখজনক।

কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য

৬| ০৮ ই জুন, ২০২০ রাত ২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহারে স্বাধীনতা।
স্বাধীনতার ৫০ - পঞ্চাশটি বছরেও আমরা পরাধীন রয়ে গেলাম।


০৮ ই জুন, ২০২০ সকাল ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুরমাহমুদ

আমাদের প্রাণের দাবি যথার্থ স্বাধিনতা যথার্থ নাগরিক অধিকার নিয়ে । উন্নত বিশ্বের মত নাগরিক অধিকার ।

৭| ০৮ ই জুন, ২০২০ ভোর ৬:৪১

অজানা তীর্থ বলেছেন: গত জনমে মা ছিলনা বলে সত মা অনেক অত্যাচার করতো। এই জনমে জন্মে দেখি নিজের মা আরো বেশি অত্যাচার করে। যখন পাকিস্তান ছিল তখনো এই দেশের মানুষ অবহেলিত, লাঞ্চিত ছিল আর এখন নিজের দেশ হবার পর থেকে এই দেশের মানুষ আরো বেশি অবহেলিত, লাঞ্চিত, বঞ্চিত হচ্ছে। আর কত এই এক পাতায় লেখার উপরে লেখা লিখবে এই বাংলার জনগণ এইবার নতুন পৃষ্ঠার উন্মোচন হোক।

০৮ ই জুন, ২০২০ সকাল ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: আর কত এই এক পাতায় লেখার উপরে লেখা লিখবে এই বাংলার জনগণ এইবার নতুন পৃষ্ঠার উন্মোচন হোক। সহমত । মানুষে মানুষে বিভেদের রাজনীতি বন্ধ হোক ।


কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখনী

০৯ ই জুন, ২০২০ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৯| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মনে রাখা সময়ের মনে রাখা কবিতা। ছিষট্টির ছয় নম্বর মাসের ছয়টি দফা বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছিলো।
কবিকে অনেক শুভেচ্ছা!

১৮ ই জুন, ২০২০ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.