নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভয়ালো কালো রাত্রি
__________________
ভয়ালো কালো রাত্রি
তপ্তবুলেটে স্বাধীনতাকামী বাংলার মানুষ
তখন মৃত্যু পথযাত্রী,
লাখের অধিক মৃত্যু শুধু ঢাকা শহরে
এমন নৃশংস সেই রাত অপারেশন সার্চ লাইট
গণতন্ত্র ভূলন্ঠিত চরম স্বৈরাচারে।
বাতাস তখন ভারি বারুদের গন্ধে
ছোপছোপ রক্ত ঘরের মেঝে রাজপথে
ভয়ালো কালো রাত নির্বিচারে গণহত্যা
ইতিহাস সাক্ষী , দুঃখ ভারাক্রান্ত মনে
তাদেরই আজ স্মরি পরম শ্রদ্ধা ভরে।
ঘৃণা সেই সব পাক হানাদারের জন্য
যারা এদেশের করেছিল অপূরণীয় ক্ষতি।
এমন আত্মত্যাগের পরেই
উঠেছিল ভোরে স্বাধীনতা রবি
পঁচিশে মার্চ উনিশ শত একাত্তর
সেই ভয়ালো কালো রাত
ভেবে ভেবে ব্যথা লাগে প্রাণে
নিকষ কালো রাতে যমদূত যেন
সারাদেশ জুড়ে নিষ্ঠুর মৃত্যুর প্রতিচ্ছবি।
স্বাধীনতা
________
অতঃপর আমরা স্বাধীন
স্বৈরাচারের ছলনায় লাখো শহীদের
রক্ত রঞ্জিত গোটা স্বদেশ,
বাতাসে লাশের গন্ধ বারুদের গন্ধ
স্বজন হারানোর আর্তনাদ
মানবতার চরম লঙ্ঘনে
বীর বাঙালি প্রতিবাদী
যুদ্ধই হয় যদি সমাধান
বঙ্গবন্ধুর অমূল্য বাণীতে
বীর বাঙালি বদ্ধপরিকর
'রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিবো
তবুও এদেশের মানুষ কে মুক্ত করে ছাড়বো'
আর নয় বিশ্বাস স্বৈরাচারের ছলনার উপর ।
অপারেশন সার্চ লাইটের নির্মমতা
চূড়ান্ত নির্ধারণ করে দিল
আর নয় পাকহানাদার স্বৈরাচারের ছলনা।
পদ্মা— মেঘনা— যমুনা অববাহিকায়
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এভাবেই।
লাল সবুজ পতাকা উড়ে দৃঢ় প্রত্যয়ে
গোটা দেশ মহাকাব্যিক বিজয়ের অপেক্ষায়!
বঙ্গবন্ধু গ্রেফতার স্বাধীনতা হীনতা নয় আর
স্বাধীনতার সূর্যোদয় এভাবেই তারপর ইতিহাস
বীর বাঙালি দৃঢ় প্রতিজ্ঞ সমরে ভয় নেই মরণে
এক মুজিব কারাগারে লক্ষ মুজিব ঘরে ঘরে...
২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
আইয়ুব, ইয়াহিয়া, জেনারেল জিয়া, এরশাদ সবাই একই রকম ছিলো, নাকি জিয়া আলাদা ছিলো?
২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৫
সেলিম আনোয়ার বলেছেন: জিয়া জেড ফোর্সের প্রধান এরশাদ মুক্তিযুদ্ধ করেননি বাকিরা হানাদার শুধু মুক্তিযুদ্ধ বিবেচনায় নিলে এমনই মনে হয়।
৩| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:১১
আমি সাজিদ বলেছেন: অপারেশন সার্চ লাইটের নামের ইতিহাসের অন্যতম বর্বোচিত ও রাতের আঁধারের কাপুরুষোচিত হামলায় নিহত সকলকে আজ স্মরণ করি। যাদের জন্য স্বাধীনতা পেয়েছি তাঁদের স্মরণ করি।
২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৪| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতার এই দিনে
স্বাধীনতা তোমায় পড়ে মনে
যে অধিকারের জন্য এত ত্যাগ এত প্রাণদান
আজ সেই অধিকার হারা আম জনগন!
তবু তোমায় স্বরি - তোমায় কামনা করি
তোমাতেই যে মুক্তি - চেতনাই আত্মার শক্তি।
স্বাধীনতা দিবস পূর্ণতা নিয়ে আসুক দল-মত নির্বিশেষে সকলের তরে।
+++
২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট বিদ্রোহী ভৃগু। ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:৫১
নেওয়াজ আলি বলেছেন: আমারা ৫০ বছর বয়সী দেশের নাগরিক ।
২৬ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: অবশেষে স্বাধীনতার সুবর্নজয়ন্তী। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৬| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: প্রথমটা অতি মনোরম।
দ্বিতীয়টা অত্যন্ত মনোমুগ্ধকর।
২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ স্বাধীনতা মানে রাজীব নুরের লেখালেখি...
৭| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১২:১৪
ঢুকিচেপা বলেছেন: “ ইতিহাস সাক্ষী , দুঃখ ভারাক্রান্ত মনে
তাদেরই আজ স্মরি পরম শ্রদ্ধা ভরে।”
চমৎকার হয়েছে, একটা পূর্ণ চিত্র উঠে এসেছে কবিতায়।
২৬ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪
খায়রুল আহসান বলেছেন: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী'র শুভক্ষণে স্বাধীনতার প্রথম প্রহরকে স্মরণ করে আপনি দুটো মনোমুগ্ধকর কবিতা লিখেছেন, ভাল লেগেছে। + +
৯| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৮
এস সুলতানা বলেছেন: মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীর সশহীদ, বীর মুক্তিযোদ্ধা, ও লক্ষ লক্ষ সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের প্রতি রইলো রক্তিম সালাম ও গভীর শ্রদ্ধা
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:০৭
ইসিয়াক বলেছেন: মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা , তিরিশ লক্ষ শহিদ ও অজানা অচেনা লক্ষ লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।