নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঈগল চক্ষু তীর্থের কাক যেন
নেই কোন রাখ ঢাক
জানে যে সবাই, তোমার আমার
এই প্রেম —শাশ্বত সুন্দর
যেন অনন্ত সাধনায়
গল্প কবিতায় নির্মম বাস্তবতায় পড়ে
মনে হতে পারে কাগজের বাঘ
আসলে তা নয়!
এ যেন সবসময়ের সার্বজনীন চাওয়া
সশ্রদ্ধ সম্ভ্রমে স্রষ্টার অপার— অনুমোদনে
মিলনের জয়গানে..
দিনে দিনে যেন তা আরও প্রগাঢ় হয়।
নদী যেমন ছুটে চলে অথৈ সমুদ্রের সন্ধানে
বন্ধুর পথ— দূর্গম পথে— সব বাঁধা জয় করে ।
তুমি কী দেখোনা তবে হায় তব দুনয়নে?
আজিকার এই গুমোট আকাশ!
তুমি কী ভাবোনা ?
তুমি যে থাকোনি হায় আমার পাশে তাই..
তুমিই হতে পারো কেবল, উদ্দীপনা অনুপ্রেরণা
সঞ্জীবনী শক্তি যৌবনের জয়গানে
কী হেতু হতে পারে? .. ভালো বাসার অনুরণনে
সৌভাগ্যের প্রসূতি
হয়ে তুমি তো হতে পারো অনন্য হে
সাফল্যের সম ভাগীদার হে মম সুন্দরীতমা!
কী লাভ বলো তবে দূরে রেখে দূরে থেকে
একই মম আকূতি মৌমাছির গুঞ্জনে সবখানে
যেন স্রষ্টারও একই দাবী !
যেন তোমাকেই ভালোবাসি খুব, গল্পে কবিতায়..
প্রগাঢ় বাস্তবতায় তুমিও যে ভালো বাসো
শুধুই আমায়
যেন তীর্থের কাক হয়ে !
অনন্ত সঙ্গম সাধনায়..
০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর ব্লগে সুস্বাগতম কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা..
২| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৯
বৃষ্টি'র জল বলেছেন: ভাল ছিল।
শেষ প্যারাটুকুন বেশি ভাল লেগেছে।
"কি লাভ বলো তবে দূরে রেখে দূরে থেকে....
যেন তোমাকেই ভালবাসি খুব, গল্পে কবিতায়
প্রগাঢ় বাস্তবতায়...."
শুভ কামনা।
০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলা ভাষার সব বিশেষণ দিয়ে বলা হলো, কিন্তু বিরহের শেষ হলো না।
০৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৩৫
এম ডি মুসা বলেছেন: সুন্দর উপমার লিখেছেন
০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:৩৫
কল্পদ্রুম বলেছেন: ঈগল চক্ষু তীর্থের কাক নামটা সুন্দর।
০৯ ই জুন, ২০২১ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৩১
হাবিব বলেছেন:
অপেক্ষার অবসান হোক কবির।
হোক মহামিলন।
নদী আর সমুদ্রের মতো।