নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

…হিংসা বিদ্বেষ ভুলে —এখনই সময়

২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৩



মোদের এই ঈদ আনন্দ উৎসব
ক্রমাগত নিস্তেজ চেতনায় যেন সতেজতা আনে
বিশ্বমানবতার ধ্বজা ধরে
মানবের জয়যাত্রার পথ যেন সুগম করে।

করোনা বিভীষিকায় মনোবল ভেঙে
মুখ থুবড়ে যাতে না পড়ে মনুষ্য পৃথিবী
মানুষ যেন জিতে যায়
টিকে থাকে অস্তীত্বের লড়াইয়ে সংগ্রামে
অতীতের মতন করে।

স্বাস্থ্য বিধি যথাযথ পরিপালন করে
নিয়মিত মুখপুট্টি বেঁধে করোনার টিকা নিয়ে
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
সচেতনতার বর্ম পড়ে।

ডেলটা ল্যাম্বডা তৃতীয় চতুর্থ ওয়েব
সমুখে যাই আসুক;
করোনার ক্রমবর্ধমান বিদ্রোহ জয় করে,
জীবন চলার পথে মোদের এগিয়ে যেতে হবে ।

ক্রমাগত শোকাবহ বার্তায় বিষন্ন এই ক্ষণে
চাই শুধু মনোবল সুদৃঢ় প্রত্যয় একাগ্রতা
সর্বস্তরে স্বাস্থ্য বিধি পরিপালনের মন মানসিকতা
পাশাপাশি কঠোর পরিশ্রমে অর্থনীতির চাকা সচল রেখে
সমৃদ্ধীর পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় কাম্য সবার।

বৈষম্যহীন প্রেমময় এক পৃথিবী গড়ে
আমরাও হতে পারি যে অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এক
মানব সভ্যতার ক্রম বিকাশে।

…হিংসা বিদ্বেষ ভুলে —এখনই সময়
যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে
একসাথে পথচলার বিশ্বমানবতা বুকে লয়ে..


ছবিঃ পাওয়ার পয়েন্টে

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সময়োপযোগী লেখা। বর্তমান বিশ্বে অতিমারির মুখে আর কোনো হিংসে বিদ্বেষ নয়। মানুষে মানুষের মধ্যে এই বিভাজন বন্ধ হোক। মানুষ ফিরে পাক মানবিকতা।
কবিতা ভালো হয়েছে।

শুভেচ্ছা প্রিয় কবিবরকে।

২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। করোনা মুক্ত পৃথিবী হোক। নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


ক্যাপিটেলিজমে বৈষম্যহীন বিশ্ব গড়া কি সম্ভব?

২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট অর্থ এসে গেলেই বৈষম্য লতাপাতার ন্যায় মাথা গজিয়ে ওঠে। পারস্পরিক সহাবস্থানের বৈষম্যহীন হওয়া সম্ভব। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এমন বৈষম্যহীন পৃথিবী গড়াতো সম্ভব নাকি? লক্ষ্য তো বৈষম্য হীন পৃথিবীর । কতটা সম্ভব সেটা বিশ্বনেতৃবৃন্দ বলতে পারবেন। আপনি সবিস্তারে কমেন্ট করে বলতে পারেন এটা অসম্ভব। আপনার কমেন্টেকে স্বাগত জানাই ।

৩| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:২৩

শেরজা তপন বলেছেন: আপনার আমন্ত্রনকে সাধুবাদ জানাই
~ কিন্তু কেউ কি শুনবে এ কথা??

* কোন ইজমেই বৈষম্যহীন বিশ্ব গড়া সম্ভব নয়। এটা শুধু বই পুস্তকে আর ভাবনা সীমাবদ্ধ থাকবে চীরকাল... ( জনাব চাঁদগাজীকে)

২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট বিজ্ঞ শেরজা তপন । অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:২০

শোভন শামস বলেছেন: মানুষ ফিরে পাক মানবিকতা।
কবিতা ++

২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সময়োপযোগী কবিতা।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৬:৩৩

সোহানী বলেছেন: কেমনে যে কি হবে..। বহুত টেনশানে আছি ঈদ পরবর্তী অবস্থা চিন্তা করে।

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: জীবন থেমে থাকে না। কঠিনতম দিনটিও সাহসিকতা নিয়ে মোকাবেলা করতে হয়। সবার আগে দরকার সচেতনতা । আল্লাহ আমাদের মঙ্গল করুন । এই প্রার্থনা ।

৭| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সম্পূর্ণ বৈষম্যহীন সমাজ হয়তো গড়া সম্ভব হবে না কখনই। কিন্তু সমাজে বৈষম্য অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব সবার জন্য নূন্যতম মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে। স্ক্যান্ডিনেভিয়ান সহ অনেক কল্যানমুলক রাষ্ট্রের নাগরিকরা অন্তত গলাকাটা ক্যাপিটালিজমের চাইতে ভালো জীবনযাত্রার স্বাদ পাচ্ছে।

২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: বৈষম্য লাঘব হোক মানুষে মানুষে বিভেদ যেন না থাকে। সাম্য প্রতিষ্ঠা লাভ করুক। সত্যের জয় হোক মানবিকতা লয়ে।


সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ ।

৮| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: এই কবিতাকেই বলে বাস্তব কবিতা। যেখানে আবেগ নগন্য।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা।

৯| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা জাগানো সুন্দর একটা কবিতা। আপনার কামনা সত্য হউক।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং শুভকামনায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: এটা একজন বিজ্ঞানীর লেখা কবিতা। একজন মডু যদি তা না বুঝে সেটা তার ব্যর্থতা ।

১০| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রিয় কবিতার যাদুকর, মানুষ তাঁর জীবনের শুরু থেকেই হিংসা বিদ্বেষ লালন শুরু করে, এই হিংসা বিদ্বেষ লালন করে সে আনন্দ পায়। হাবিল কাবিল থেকেই শুরু করি - - - -

তারপরও আশা রাখি পৃথিবী আবার ফিরে যাবে তাঁর নিজস্ব শক্তিতে সৌন্দর্যে স্নেহ মায়া মমতায় ভালোবাসায়।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুরমাহমুদ

সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.