নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কে তোমাদের আমরা ?
আমাদের মাঝে কী নেই তুমি কিংবা তোমরা?
কিংবা তোমাদের মাঝেও কী রাখোনি আমায়
এ কেমন আমরা তোমরা অর্থহীন ভেদাভেদ গন্ডারের চামড়া
আমরা সবাইতো রক্ত মাংসে গড়া
সবারই রক্ত লাল— আছে সবার সুখ— দুঃখ সাফল্য— ব্যর্থতা অনুভূতি
ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমরা সুন্দর পৃথিবী গড়ি
তবে এ কেমন নরনারি বিভাজন করিতেছে বিরাজন
মানুষের মাঝে— মনুষ্য সমাজে।
একজন নর যেন এক জনম ভর করে যায় সাধনা
প্রিয়তমার ভালোবাসা কৃপা লাভে
ঠিক তেমনি একজন নারীও নয় তার ব্যতিক্রম
প্রিয়তম প্রিয়তম বলে করে যায় সুস্বাগতম
এ নহে কোন ভ্রম — তবে এ কেমন ভেদাভেদ কাব্য গড়া
তোমরা কি পারো কিছু আমাদের ছাড়া
কিংবা আমরাও কী গড়তে পারি—নরনারী গড়েছেন বিধাতা
নয় কোন অমূলক কারণে তুমি আমি আমরা যে সম্পূরক কাব্য
ভালোবেসে তবেই হতে পারি পূর্ণ
আমরা হীন তোমরা— তোমরা হীন আমরা
এইসব অমূলক ভাবনা দূর হোক হোক চূর্ণ বিচূর্ণ..
১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালো লাগায় অনেক কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
আমি সব সময় আপনার কবিতা পড়ি এবং মন্তব্য করি।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে