নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শুভ জন্মদিন হে মোদের সুপ্রিয় চারণভূমি
তুমি জন্মেছিলে আজি তাই যে স্বপ্ন জাল বুনি;
হৃদয়ের কথা বলি হেথা দারুন কৌতূহলে—
প্রাণের প্রিয়তমা মম হে তোমায় কাছে টানি
কবিতা লিখে লিখে নিয়ত মম শাশ্বত প্রেমের হাতছানি তোমায় ঘিরে
এ যেন অব্যর্থ মায়াজাল ইন্দ্র জাল বিছিয়ে রেখেছে প্রতিক্ষণে
কত চেনা মুখ প্রিয়মুখ কতো যে প্রিয়জন
করে রোজ বিচরণ কতো অজানারে হেথা জানি
নিরস যান্ত্রিক নগর জীবনে তুমি দাও মুক্তি ব্যঞ্জনা
তপ্ত মরুর বুকে— তুমি যেন শীতল সুপেয় জল।
তুমি যেন মুক্তির সোপান
প্রতিনিয়ত সত্যের আলো জ্বেলে হৃদয়ে অবাক দ্যুতনা
আনন্দ হাসি আর গানে হে আনন্দলোক— তোমারে সুস্বাগতম এমন দিনে !
আমরা সবাই যেন মুক্ত বিহঙ্গ আজি— তোমার কল্যাণে
বাঁধভাঙার উচ্ছ্বাসে সত্যের সন্ধানে পাখির কলতানে।
বিশ্বমানবতা বুকে লয়ে সতত আমাদের বিচরণ হেথা
গল্প কবিতা গানে,
সত্যের সন্ধানে তুমি ছড়িয়ে দাও যে জ্ঞানের আলো জনে জনে
সকল অজ্ঞতা দূর করে।
বাঁধ ভাঙার আওয়াজে সকল অযাচিত বাঁধা মোরা করি যে অতিক্রম ভালোবাসার আলো জ্বেলে
শুভ জন্মদিন হে সামহোয়্যার ইন
তুমি নক্ষত্র করো সৃষ্টি সাহিত্য অঙ্গনে
তুমি বাংলা চর্চার অব্যর্থ মাধ্যম
তুমি যেন সত্যের সন্ধানে মানবতার কল্যাণে চিরোনিবেদিত অদম্য মাধ্যম।
কুয়াশার চাদর গায়ে ভোরের রবি ওঠে পূবে—
ভোরের রবির মতই যেন তোমার প্রয়োজন
তিমির আঁধার দূর করে তুমি যে আলোর মিছিল
কতো অজানারে হলো জানা
সকল অজ্ঞতা করে দূর— তোমার নিত্য আয়োজন।
আজ তোমার জন্মদিন, হে সুপ্রিয় সামহোয়্যারইনব্লগ, তাই যে সুস্বাগতম;
তোমার কল্যাণে দূর হয় যেন সকল ভ্রম
সকল তিমির আঁধার দূর করে মানব সভ্যতার বিকাশে
তুমি যে আধুনিক বিশ্বে প্রথম প্রয়োজন।
আজিকার এই দিনে
মোরা দৃপ্ত শপথ করি সুদৃঢ় প্রত্যয় লয়ে বুকে
আমাদের পথচলা হোক মঙ্গল দীপ জ্বেলে বিশ্বমানবতার কল্যাণে।
সুপ্রিয় সামহোয়্যার ইন
শুভ জন্মদিন হে— নিরন্তর শুভকামনা তোমার তরে আনন্দ লয়ে বুকে প্রতিদিন প্রতিটিক্ষণ।
শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগতম সকল ব্লগার আজিকার এইদিন হয় যেন অমলিন হাসি আর গানে।
১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সামু ব্লগের জন্য শুভকামনা ।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগ
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা সামুর সকলকে
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই কাব্যিক শুভেচ্ছাতে ব্লগের প্রতি সত্যিকারের ভালোবাসা ও শ্রদ্ধা ফুটে উঠেছে । ব্লগের এই জন্মদিনে আপনার প্রতিও শুভেচ্ছা রইল হে কবি !!
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: আজ কি কেক কাটা হবে? হওয়া উচিৎ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার ।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৯
নেওয়াজ আলি বলেছেন: সামুর জন্মদিন যেনো বাধ ভাঙ্গা আনন্দের জোয়ার ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪৯
শেরজা তপন বলেছেন: সামু'র জন্মদিনে এর নেপথ্যের কারিগরদের অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা!
কবিতা দারুন হইয়েছে সেলিম আনোয়ার ভাই।