নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসেছে শীতের পাখি এদেশে
সুদূর সাইবেরিয়া থেকে,
কিছুটা উষ্ণতা আর
নিরাপদ আশ্রয়ের খোঁজে।
তারা বাঁধবে কোথায় ঘর?
ভেবে ভেবে উড়ছে আকাশে
কে রাখে সে খবর?
এরই মাঝে পাখি শিকারির নজর
পড়েছে যে তাদের উপর।
নির্বিচারে চলছে শিকার তাই
এ যে ভীষণ অপরাধ
যাযাবর অতিথি পাখিগুলো
মানুষেরা কেমন করে খায়?
কোন সে বিবেচনায়?
খাবে তারা অতিথি পাখি
বেঁচবে যে তাদের হাটে
পাখি শিকারের জন্য তারা
নানান রকম ফন্দি ফিকির আঁটে।
এ যে ভীষণ অন্যায়
নীড় হারা পাখি গুলো
আজি ভীষণ অসহায়।
অতিথি পাখিরা থাকুক না বেঁচে
হাওড় বিল আর বনের
ওরা যে শোভা বাড়ায়।
মোর কবিতার বসত যেমন তোমার মন
তেমন প্রশ্রয় আশ্রয় ওদের যে প্রয়োজন।
২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই সুন্দর কবিতা! +
২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৪
বাকপ্রবাস বলেছেন: শেষ দুই লাই বেশ লেগেছে, অতিথিরা দল বেধে এসে আবার চলে যাবে ভিসা পাসপোর্ট ছাড়া
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০২
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও দারুন লেখেন অনেক লেখেন। সুন্দর কমেন্ট করেন। রাজীব নূর ও অনেক কমেন্ট করেন ব্লগে সময় দেন। বেশ কয়েকজন পরিশ্রমী ও নিবেদিত প্রাণ ব্লগটা টিকিয়ে রেখেছে। তবে যারা সরাসরি ব্লগ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান সময় দেন তারাই সেরা। অনুষ্ঠানের দিন গুরুত্বপূর্ণ বিয়ের দাওয়াত বাদ দিয়ে যে ব্লগের অনুষ্ঠানে যোগ দিবে তাকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেকদিন অতিথী পাখি দেখতে যাওয়া হয় না।
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার অতিথী পাখি দর্শন মিস হওয়ার কথা নয়। কবিতা আমি লিখি। আমি অবশ্য অনেক শীতের পাখি দেখেছি ডোল্লীর বিলে। স্মার্টফোন নেয়া হয় না। নৌকাডুবির ভয়ে। পানিতে ডুবে মুঠোফোন নষ্ট হওয়ার আশংকা। বাংলাদেশ দেশ যেন অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় হয় । এই অং বং কবিতা পাঠ করে সেই শুভকামনা ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৫
নেওয়াজ আলি বলেছেন: পাখি আসে বেড়াতে দুষ্ট লোক হত্যা করে উদর পূর্তি করে।
২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৮
সেলিম আনোয়ার বলেছেন: এখন ব্লগে কমেন্টে আপনিই সেরা । আপনি কমেন্ট করে সবাইকে উৎসাহিত করেন। শীতের পাখি নিরাপদ হোক । এই শুভকামনা । ্আর আপনাকেও ধন্যবাদ।
৬| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: মিথ্যা বলব না, আপনার কবিতা পড়ার পর এখন আমার অতিথি পাখি খেতে ইচ্ছা করছে।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সচেতনতার কাব্য। পাখি শিকারীদের এই দৌরাত্ম বন্ধ হোক। প্রশাসন সদর্থক ভূমিকা পালন করুক। কবিতায় ভালোলাগা রইলো।