নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কর হে সমর্পন

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৩

নিরলস সাধনায় যদি তোমারে পাওয়া যায়
ভেবে ভেবে বলো কে পাবে গো তোমায়?
অপ্রগলভ প্রেমে করো যদি অর্পন—তোমার অবলা মন
বলো না গো তবে কে যোগ্যতম এখন—তোমার পাশে।
যোগ্যতম কে বলোনাগো প্রেমের অনুরাগে
যেন যুগ যুগ ধরে তোমার হয়ে ডাকে
যেন কতো আপনের আপন স্বপনের স্বপন
চাতক সম প্রেমতৃষ্ণা লয়ে বুকে
যেন এক ধ্যান মগ্ন বক— একপায়ে ঠায় দাঁড়িয়ে
সব বাঁধা পেরিয়ে— এক সাগর প্রেম
বলো আছে কার মনে?— বলো না।
ভেবে ভেবে বলো দ্বিধাহীন চিত্তে বলো
সে কী নই আমি—যে প্রেম হীরার চেয়ে দামী
যেন স্বর্গসুখের খনি যার প্রতীক্ষায়
দিন পেরিয়ে হয় রাত— রাত পেরিয়ে ভোর
তা আছে আমার কাছে, জানে অন্তরযামী
দাও দাও দাও করো হে অর্পন
তোমার ঐ মন প্রাণ— কর হে সমর্পন।
বিলম্ব আর নয়— হয় যেন পরিণয়
যাওগো ভালোবেসে এইবার কাছে এসে,
আমার প্রজাপতি মন।



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি সম্ভবত কবিতা ছাড়া আর অন্য কিছু লিখতে পারবেন না।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না। কবিতা্ লেখা শেষ হোক তারপর দেখা যাবে। কবিতা মস্তকে মগজে গিজ গিজ করে। তার কিছু লিখি।

কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০১

বাকপ্রবাস বলেছেন: মন চায় কারে এনে দাও তারে

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৩

নেওয়াজ আলি বলেছেন: প্রজাপতি তুমি ফুলে ফুলে ঘুরতে যেও না আমার সব মধু তোমার আহরণে সপেছি।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.