নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যাইনি যাবে না বলা...

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০০



যাইনি যাবে না বলা—
চাইনি কখনো বলতে পারবে না—
এতো ভালোবেসে এতো কাছে গিয়ে
অবশেষে ফিরেছি প্রেম ভরা মন নিয়ে।
জয় করে সকল প্রতিবন্ধকতা—
লিখে গেছি রাতের পর রাত
অযাচিত বিড়ম্বনা সমগ্র পদদলে
বাড়িয়েছি যে দু’হাত
কতজনে যে গেছে চলে ব্যর্থ মনোরথ হয়ে
লাশের মতো তাদের রয়েছে পড়ে শুধু মিথ্যে অজুহাত
থেকে গেছি তুমি আমি থেকে গেছে বিশ্বাস।
অমিত সম্ভাবনার হাতছানি—সযতনে বুকে লয়ে
. এইসব গোপন অভিসার
মনে মনে সঙ্গোপনে এ এক অপূর্ব রসায়ন— তোমার আমার।
তুমিহীন অপূর্ণ যে লাগে সবই—এই মায়ার ভূবনে।
কতজনে চলে যায় না বলে ছল ছল আঁখিজলে
প্রণয়ের উচ্ছ্বাস শুধু চাপা পড়ে থাকে
পিনপতন নিরবতায় পথের ধূলির মতো অচ্ছুৎ
কত ফুল ঝরে যায় শীতে ঝরে পরা
শুকনো পাতার মতো—হৃদয়ের ক্ষত বিক্ষত
তবুও যেমন হলুদ সরষে ফুলে বসন্তের পূর্বাভাস
তোমার ঐ নারীরূপে আমার পৌরুষ যেন অঙ্গে অঙ্গে মাখা
শব্দে শব্দে বর্ণে বর্ণে কবিতার উচ্ছ্বাস
অসীম সাহসিকতা লয়ে বুকে, যাইনি তোমার কাছে ছোটে
বলা তো যাবে না,
চাইনি তোমার কর এই করে কোনদিন বলতে পারবে না
গিয়েছিতো এক সাগর প্রেম বুকে লয়ে
সহস্র কবিতা হয়ে— হাওয়ায় হাওয়ায় ভেসে যে বেড়ায়
বিলে ভেসে থাকা লালপদ্ম শাশ্বত সুন্দর হে অপসরা
বর্ণালি সন্ধ্যার স্বর্ণালি ক্ষণ যেন শিল্পীর পটে আঁকা তুমি
মোদের যুগান্তকারী প্রেম যেন পেয়েছে ঠাঁই আজ ইতিহাসের পাতায়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো। +

২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২১

কবিতা ক্থ্য বলেছেন: আবেগে- পুরাই টুইটুম্বুর

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.