নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মানবিকা

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৭

মানবিকা,
তুমিও যে মানবী তাই—
ফুলের মতোই সুবাস ছড়াও
সুগন্ধে মৌ মৌ করে ওঠে চারিপাশ
উজ্জীবিত হয় গোটা পৃথিবী যেন
মোদের অপার মিথোজীবিতায়,
যেমন করে সূর্যোদয়ে আলোকিত হয় অবণী।

তুমিও যে অদম্য তাই গন্তব্যে পৌঁছবে একদিন
মোদের প্রেম চিরদিন রবে যে অমলিন
আমিও যে আছি তারই প্রতীক্ষায়।
কবে যে দেবো পানকৌড়ি ডুব তোমার ভালোবাসায়।
চলার পথে বাঁধা আছে জানি
তা কী আর মানাবে হার তোমাকে?
ভালোবেসে আমরা যে রাজারানি।

তুমি তো হার মানবে না
ভালোবেসে থামবে না— মাঝপথে,
তুমি আসবেই মম প্রিয়তমা হে;
আমিও যে মানব—
প্রেমিক হৃদয় প্রাণে তোমায় ডাকি
প্রকৃতি রক্ষায়, দুহাত বাড়িয়ে রাখি
কবিতা লিখে তোমারই বন্দনা করি
মোদের দুজনার এইতো চলার পথ
তুমি হবে না ব্যর্থ মনোরথ।

তোমার আমার মিলন প্রতীক্ষায় আকুল ধরণি
মোরা দুজনে শুধু সৃষ্টির রহস্য ভেদ করি
শত ব্যস্ততার মাঝেও মোরা যে নরনারি
পৃথিবী রক্ষায় মোদের তাই প্রেম ভীষণ দরকারি।
দাও মোরে স্বান্তনা ওগো শুনাও আশার বাণী
এবার স্বার্থক হোক সঙ্গমে মোদের প্রেম কাহিনী
মোদের মিলনে ধন্য করো হে বিশ্বধরণী ।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৭

নজসু বলেছেন:


প্রিয় কবির বিরহ জ্বালার অবসান হোক এই কামনা করি।
কবিতা পাঠে তৃপ্তি পেয়েছি।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন প্রিয় কবি

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.