নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চিরো বিদায় পেলে !!!!

৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪৭



কালো মানিক গেলো চলে না ফেরার দেশে
এই মায়ার ভূবন ছেড়ে
তিনটি বিশ্বকাপ জিতে
আজও যে তিনি ফুটবল বিশ্বের রাজা পেলে।
অগণিত মানুষের ভালোবাসা
আথ দুচোখের বিস্ময় মাখা ঘোর;
ভয়ংকরতম এক গোল মেশিন কালো মানিক পেলে ।

চিরোবিদায় তোমায় তোমার তুল্য কেহ নাই
কীর্তিমানের মৃত্যু যে নেই তোমারও ঠিক তাই
আপন কর্ম গুণে তুমি মৃত্যুকে করেছো জয়
ক্ষণিকের এই পৃথিবীতে তুমি যে অব্যয় অক্ষয়।

তোমার নাম রয়ে যাবে ইতিহাসের পাতায়
পৃথিবীর আনাচে কানাচে কোটি মানুষের অন্তরে।

বিদায় ফুটবল রাজা হে চিরোবিদায় পেলে
সহস্র গোলের কীর্তি তোমার দখলে
চিরোনিদ্রায় শায়িত তুমি তাই আজ মরেও অমর হলে।

ছবি : নেট থেকে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৭

নজসু বলেছেন:



তোমার কীর্তি ফুটবলের জগতে তোমাকে চিরদিন মহিমান্বিত করেই রাখবে। বিদায় হে ফুটবলের রাজা তোমাকে চির বিদায়!

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: একজন যথার্থ কিংবদন্তী যিনি ফুটবল খেলে মাতৃভূমি ব্রাজিলকে পরিচিত করে তুলেছিলেন শুধু ফুটবল খেলা নয় গোটা ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বলতম ব্যক্তিত্ব তিনি।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: ঘুম থেকে ওঠে শুনি তুমি আর নেই
এই তো জগতের রীতি
ক্ষণিকের এই মায়ার ভূবন ছেড়ে
হায় সবাই যে চলে যায়।
তুমিও মানুষ তুমিও তার নয়কো ব্যাতিক্রম
আজ তুমিও যে চলে গেলে
যেন ভিন্ন কোন গ্রহে রেখে গেলে অমরকীর্তি
কিংবদন্তী পেলে , সবার প্রিয় তুমি
অগণিত ভক্ত তোমার পৃথিবীর আনাচে কানাচে
অশ্রু সিক্ত নয়নে বসে বলে দিলাম বিদায়
ফুটবল বিশ্বে তোমার মত আর কেহ যে নাই
তুমি রাজার রাজা তুমি কালো মানিক
মরেও অমর তুমি কীর্তি মানের কোন মৃত্যু নাই।
ফুটবল মহারাজা চিরোবিদায় তোমায়
তুমি ও শায়িত হলে আজ সুখের চিরনিদ্রায়।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫২

নীলসাধু বলেছেন: পেলের প্রয়াণে শোক জানাই।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শ্রদ্ধাঞ্জলি!
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ফুটবল তারকা এবং তিনবার বিশ্বকাপ জয়ী 'পেলের মূত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: পেলে তোমার হাত তিনটে বিশ্বকাপ
ফুটবল বিশ্বে অদ্বিতীয় অনন্য তুমি ফুটবল সম্রাট।

আল বিদা কালো মানিক।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ফুটবলবিশ্বের একটা স্বপ্নিল অধ্যায়ের সমাপ্তি হলো। He was the most decorated football player ever in this world; a true king indeed.

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা এই মহান ব্যক্তির প্রতি

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৩

কামাল১৮ বলেছেন: একজন মহানায়কের বিদায়।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । একজন ফুটবল কিংবদন্তীর বিদায় ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.