নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সালমানের জন্য বিরচিত আমার মাত্র চারটি কবিতা।

১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৩

মুজিব মানে স্বাধীনতা !!!!

মুজিব মানে স্বাধীনতা — মুজিব মানে মুক্তি
মুজিবরের তর্জনীটা সুদৃঢ় বিশ্বাসে স্বাধীনতার উক্তি।
মোটা ফ্রেমের চশমা তাঁর স্বাধীনতা আর সমৃদ্ধির স্বপ্নমাখা
দুচোখে তাঁর স্বাধীন এক বাংলাদেশের মানচিত্র আঁকা।
কন্ঠে তার আগুন ঝরে গোটা বাংলাদেশ উত্তাল সমুদ্র যেন
স্বৈরাচারের মসনদ তাতে ভাঙা কাচের মতন ভেঙে পড়ে
হৃদয়ে তার সোনার হরফে লেখা একটি নাম — বাংলাদেশ
বুকে তাঁর দৃপ্ত শপথ হটাও হানাদার — বাঁচাও স্বদেশ।
মুজিব মানে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সুতীব্র এক — প্রতিবাদ
মুজিব মানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর সকল দুঃশাসনের উৎখাত ।
সেই পঁচাত্তরের অমার্জনীয় ভুলে বাংলা হলো মুজিব হারা
তাই আকাশ কাঁদে বাতাস কাঁদে — গোটা জাতি ছন্নছাড়া ।
মরেও মুজিব অমর যে তাই — প্রমান হলো তাঁর মরণে
লাখো কোটি বীর বাঙালি আজও যে কাঁদে বঙ্গবন্ধু স্মরণে।
সময় এবার শুধরে নেবার পঁচাত্তরের অমর্জনীয় সেই ভুল
মুজিবের জন্মদিনে যেন বসন্ত নামে ফোঁটে হাজার গোলাপ অজস্র ফুল।
সমৃদ্ধ স্বদেশ গড়ে তবেই হতে পারে শেখ মুজিবের স্বপ্ন পূরণ!
আজকের এই দিনে শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু হে! করছি যে তোমায় স্মরণ
শুভজন্মদিন জাতির জনক হে, বীর বাঙালির — হৃদয়ের রক্ত ক্ষরণ।

বাংলার ধ্রুবতারা!!!!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়—
মা সায়রা খাতুনের ঘর আলোকিত করে
জন্ম নিলো একটি খোকা
এই অবণীর পরে,
দেশকে ভালোবেসে যে
শকুনীর রক্তচোখের সমুখে দাঁড়ায়
যায় না যে যারে কভু ভোলা
যেন একটি ধ্রুবতারা— আলোর দিশারী
স্বাধীনতার অগ্রপথিক অদম্য এক কান্ডারী;
যে এগিয়ে চলে স্বাধীনতার ধ্বজা ধরে আপন করে
আসুক যতই ঝড় তুফান গোলক ধাধা
— সকল বাঁধা তুচ্ছ করে।
এমনি করে, জন্ম নিলো লাল সবুজ একটি পতাকা;
হাওয়ায় হাওয়ায় পত পত করে উড়ে— বাংলার উন্মুক্ত প্রান্তরে।
রূপকথার গল্প যে নয়— হানাদার বধ কাব্য গড়ে
বিশ্বের বিস্ময় এক, অপার বাস্তবতায় বঙ্গবন্ধুর হাত ধরে;
কঠিন অধ্যাবসায় রক্তঘামে আত্নত্যাগে স্বাধীন হলো
সোনার বাংলা, পবিত্র মাতৃভূমি— বাংলাদেশ
বীর বাঙালির রক্ত মাখা।
বঙ্গবন্ধু মাটির মানুষ সোনা দিয়ে যার হৃদয় গড়া।
আজকের এই দিন অনন্য তাই আনন্দ ধারা যে বহে
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে,
শুভ জন্মদিন হে, বঙ্গবন্ধু চির প্রতিবাদী
চেতনার বাতিঘর
বাংলার ধ্রুবতারা।

মুজিব নামের সেই ছেলেটি!!!!

মুজিব নামের একটি ছেলে
টুঙ্গিপাড়ায় উঠলো যে বেড়ে
দু’চোখে তাঁর পরাধীনতার শেকল ছেড়ার পণ; স্বাধীনতার স্বপন
সকল উৎপীড়ণ নির্যাতন দুঃশাসনের প্রতিবাদে—
বজ্র কন্ঠ তাঁর অবশেষে সারাদেশে আলোর দিশারি স্বাধীনতার কারণ।
মুক্তিপাগল বীরজনতা, যেন মুক্ত বিহঙ্গ তখন দু’চোখে প্রতিশোধের নেশা।
হানাদারবধ কাব্য লিখে বিজয়ী ডিসেম্বরে ইতি হলো দুঃশাসন।
অবশেষে মৃত্যুঞ্জয়ী শেখ মুজিব আসলো ফিরে বিজয়ীর বেশে
মেঘ বৃষ্টি আলোর দেশে পবিত্র স্বদেশভূমির সবুজমাঠে দূ্র্বাঘাসে
মুজিব নামের সেই ছেলেটি আজও আছে মিশে বাংলার ঘরে ঘরে
যেন ষড়ঋতুর পরিক্রমায় স্বমহিমায় বার বার আসে ফিরে ।


ধন্য মুজিব!!!!

ধন্য মুজিব ধন্য তুমি..
দেশের জন্য তোমার আত্মত্যাগের নাই তুলনা নাই
তোমার বীরত্ব গাঁথা মোরা আজও যে ভুলি নাই;
ভুলবো না কোন দিন—
তোমার জন্মদিনে আজ তোমায় শ্রদ্ধা জানাই তাই।
তোমার কারণে বাঙালিরা মানুষ হয়েছে
বাঙালি জাতির জনক তুমি
তোমার প্রেরণায় দেশের তরে নিবেদিত তাঁরা-
অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে,
তাইতো আজকে মোরা স্বাধীন,
ধন্য মুজিব ধন্য তুমি ধন্য ধন্য —তোমার জন্মদিন।
ছয় দফা, এগারো দফা, বায়ান্ন কিংবা একাত্তর
পাকহানাদার ইয়াহিয়া জিন্নার দর্প হলো যে চূর।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
তোমার নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে স্বাধীন হলো —মোদের মাতৃভূমি।
তোমায় নিয়ে কবিতা লিখে আজ শোধাই কিছু ঋণ।
তোমার জন্ম মোদের জন্য একটি আশীর্বাদ
তোমার কারণে দূর হলো যে সুদীর্ঘ পরাধীনতার অভিশাপ ।
তোমাকে শহীদ করে যারা দেশকে করেছে নেতৃত্বহীন
শত ধিক শত ঘৃণা তাদের তরে —মোদের রইবে চিরদিন।
তোমার গৌরব গাঁথা অমর কীর্তি যেন
পদ্মা—মেঘনা—যমুনা হয়ে বহে অপার স্বাধীনতায়,
মরেও তাই অমর তুমি —সোনার বাংলায়।
বিনম্র শ্রদ্ধা লাল গোলাপ শুভেচ্ছা বঙ্গবন্ধু হে!
বাঙালির মুক্তি দাতা,
তোমার জন্য নিবেদিত আজ মোর কবিতার খাতা ।
লও লও লও —সালাম
বাংলাদেশের স্বাধীনতার অপরাজিত কালাম
শুভ শুভ শুভ হোক তোমার জন্মদিন।
তুমি রবে তুমি কবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
বাংলা বর্ণ মালায় —যতদিন সূর্য ওঠে ভোরে
তোমার তরে জনম ভরে স্তূতি বন্দনায় রইবো যে মোরা মেতে
গাইবো গান বাংলায় সুরে সুরে,
শুভ শুভ শুভ হোক তোমার জন্মদিন।

সুপ্রিয় জ্যেষ্ঠ পুত্র সালমানের স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিনে কবিতা/ ছড়া পাঠ অনুষ্ঠানে সালমানের আবৃত্তির জন্য আমার লেখা মাত্র চারটি কবিতা।
ও এখনো অনেক ছোট। কবিতা গুলো হয়তো সালমানের জন্য কঠিন হলো। বড় হলে আবৃত্তি করতে পারবে খুব সহজে।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩৯

ইসিয়াক বলেছেন:





চমৎকার মুজিব বন্দনা। প্রিয় কবি আমি আপনার লেখা "বাংলার ধ্রুবতারা "কবিতাটি আবৃত্তি করতে চাই। আশা করি অনুমতি দিবেন।
শুভেচ্ছা রইলো।

২| ১৪ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ইসিয়াক আপনি আবৃত্তি করলে আমি আনন্দিত হবো। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৩| ১৪ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: ভেরী গুড!

১৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। নিরন্তর শুভকামনা নিরুপমা ।

৪| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

১৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১২:২৮

জগতারন বলেছেন:
Nice¡
Liked¡¡

১৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.