নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কবিতা দিবারাতি তোমায় খুঁজি
খুঁজে খুঁজে দু'চোখ মুদি,
গভীর রাতে গভীর ঘুমে
সেখানেও দাও যে হানা—তোমায় চুমি
তুমি যেন মোর অনন্ত সাধনা
এই বুকে লালিত স্বপ্ন এক—
তুমি ছাড়া হৃদয়টা মোর যেন এক মরুভূমি
যেন কত যুগ যুগ ধরে— তুমি মোর চিরচেনা।
কতো কাছের কতো আপন—
বুকের মাঝে বেঁধেছো বাসা— মায়ার স্বপন।
দারুন মায়ায় বটের ছায়ায়
হিজল বনের তরু লতায়
কোকিলের কুহু গানে চাঁদের আলোয়
সুরঞ্জনা বনলতা সেন লাবণ্য নিরুপমা
অপ্সরা সুচেতনা— আরও কতো ছদ্মনামে
রবীন্দ্র নজরুল জীবনানন্দ দাশ মধূসুদন
কতো কবির বুক পাজড়ে নিবাস তোমার;
কলমের আঁচড়ে সৃষ্টি হয়ে
পাঠকের হৃদয়ে স্বপ্ন জাল বুনো
যৌবনের আরাধনা কামনা সাধনা, হে সুন্দর!
কবিতা স্বপ্ন দেখাও হৃদয় মাতাও
মন্ত্র মুগ্ধ করো মোরে ঋদ্ধ সমৃদ্ধ করো
এমনি করে যুগে যুগে যৌবনের অনুরাগে
বসন্ত সাজাও ভালো বেসে দু'হাত বাড়াও
বর্ষার নবধারা জলে শরতের কাশবনে
হেমন্তের নবান্নে শীতের কুয়াশা ঢাকা চাদরে
আমাকে তুমি পরিপুষ্ট করো—
বাঁচিয়ে রাখো যুগ যুগ ধরে।
ছবি: নিজস্ব অ্যালবাম ।
২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা দিবসের শুভেচ্ছা ।
২| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫২
নজসু বলেছেন:
সুন্দর
২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কবিতা দিবসের শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।