নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাবা হীন প্রথম রমজানে

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:০০


রমজান এলেই আমার বাবার আমল যেত অনেক বেড়ে
নফল নামাজ কুরআন তেলাওয়াত তাঁর
কতই না হৃদয়গ্রাহি করে ,
স্রষ্টা প্রেমে সদা মশগুল বান্দা তিনি ইবাদত বন্দেগী করে,
ইফতার আয়োজনেও তাঁর জুড়ি মেলা ভার
তাতে আলস্য ছিল না যে বাবার;
বাবা আমার আজ বেঁচে নেই মা কাঁদেন তাকে ভেবেই জীবন জুড়ে যে তাঁর উপস্থিতি এখন কতো স্মৃতি যে ভর করে মায়ের মনে
মা তাই ডুকরে কেঁদে ওঠেন বাবার কথা বলে
কত কিছু করতেন জোগাড় কতো ফূর্তি মনে ছিল বাবার রমজানের আগে
ঘুম থেকে তুলতেন ডেকে সেহরীতে মোদের
তিনিই যে রাতে উঠতেন জেগে সবার আগে
বাবা মায়ের নামাজ রোজা হজ্ব কিংবা ছফর
ভেবে ভেবে মা তাই কাঁদেন সহিতে পারি না যে
এই তো গত বছর
তিনি ছিলেন বেঁচে এবারই যে প্রথম
বাবা ছাড়া রমজান ,
তাই আসবে না আর বাবার
কুরআন তেলাওয়াতের প্রহর
বাবার পাশে বসে হবে না ইফতার।
এবার আর পারবোনা যেতে বাবার সাথে
ঈদের ময়দানে পড়তে ঈদের নামাজ
সেসব এখন শুধুই স্মৃতি নিদারুণ অধরা
বাবার কথা মনে করে অশ্রু ঝরে দু'নয়নে
আমরা কাঁদি আর প্রার্থনায় করি
স্রষ্টার দরবারে ,
হে আল্লাহ ক্ষমা করো তাঁরে
তেমন করেই দাও গো প্রতিদান
যেমন করে করতেন প্রতিপালন মোদের
বেহেশতের নাজ নেয়ামত দাও গো ঢেলে তাঁরে
অকাতরে।
______________
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস সংযমের মাস। আমল করে আল্লাহ কে সন্তুষ্ট করার মাস। রহমত, মাগফেরাত আর নাজাতের মাস। রমজানে একটা নফল আদায় অন্য মাসে একটা ফরজ আদায়ের বরাবর ফজিলত ও বরকত পূর্ণ। অথচ রমজানের বাইরে সারাজীবনের নফল একটা ফরজের বরাবর হতে পারবে না। লাইলাতুল কদর এ মাসেই যে রাত সহস্র মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রমজানের হক পরিপূর্ণ ভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:১২

মিরোরডডল বলেছেন:




বাবা মা চিরকাল থাকে না।
চলে যাবার পর প্রথম অবস্থায় বেশি খারাপ লাগে।
বাবা নেই কিন্তু মা আছে।
মাকে সম্পূর্ণটুকু দিয়ে টেইককেয়ার করবে সেলিম।
বাবার অনুপস্থিতি মা সবচেয়ে বেশি মিস করবে আর কষ্ট পাবে।
এসময় সন্তানদের তার পাশে থাকা খুবই দরকার।

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
মার দিকে যে নেকনজরে একবার তাকায় তার জন্য কবুল হজ্জ্বের ছোয়াব। আছি মায়ের সাথে ।

২| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



কত বয়সে তিনি পরলোক গমণ করেছিলেন?

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ৭১ বছর বয়সে।

৩| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪২

জুল ভার্ন বলেছেন: রাব্বীর হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগীরা।

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: দোয়াটি বেশি বেশি করি। প্রত্যেক সন্তানের উচিৎপিতামাতার জন্য এই দোয়া করা ।

৪| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । বাবা মা আবেগের জায়গা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.