নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তবু কেন যে চলে যাও!!!!

২১ শে মে, ২০২৩ সকাল ১১:১৭

এতা ভালোবাসা পেয়ে
তুমি চলে যাও
মোর চক্ষের আড়াল হয়ে
কেন যে যাও চলে
আমায় হেথা একা ফেলে

কীভাবে পারো তুমি?
হৃদয়টা যে মোর মরুভূমি।
তোমার কীসের সংশয়?
বলোনা গো কেন এতো ভয়
তোমার আমার প্রেমে?

কেন এই দূরে থাকা
কেন এতো অভিমান
তবে কী হবে না পরিণয়?

কী করে পারো তুমি?
আমারই তো পাওয়ার কথা— স্থান
সোনার তরী বাওয়ার কথা
ভালোবাসার ছোট্ট ঘরে
আমার আসা যাওয়ায়
ভীজে যাওয়ার কথা
তবে কী সব মিথ্যে অনুমাণ?

ভেবেছিলাম খুব করে চাইবে তুমি
আমি যেন পূর্ণ করি তোমার শূণ্যস্থান;
যেথা এক অতল কৃষ্ণ গহবর
যেন ভালোবাসার এক সরোবর
আমার পরশ পেলে এখনই নামবে বৃষ্টি
তুমি হবে বৃষ্টি ভেজা রক্তজবা।

তবুও কেন যে চলে যাও
যেন সহস্র বছর পাইনা খুঁজে তোমায়
আমি ভালোবাসায় বুঁদ হয়ে থাকি
তবু কেন যে চলে যাও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে মে, ২০২৩ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.