নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মন বধূয়া
তুই যদি বন্ধু হবি
হবে না ভরাডুবি
তুই যদি কেবল আমার হবি
তবে তুই কবিতা আমি কবি।
এ যে জন্ম জন্মান্তরের অটুট বন্ধন
বিনে সুতোয় বাঁধা রবি , আজীবন;
জুঁই ফুলের সুবাস হবি
আমায় রাখবি ঘিরে, থাকবি মম বাহুডোরে।
গায়ে গায়ে প্রণয় এঁকে
বল না সোনা ভালোবাসি ভালোবাসি
জিওবা ও ঠুঁটে জুড়া কবুতর বুকে
ভালোবাসার ওম বিলিয়ে
বলনা তুই মোদের প্রেম নয় যে মেকী।
অপেক্ষার মালা গলে
দাঁড়িয়ে আছি যেন এক সহস্র যুগ!
ভালোবাসার যুগ বিয়োগ, গণিত শেষে
এবার শুধু হবে ব্যবহারিক।
চলনা এবার দু’জনে প্রেমের মন্ত্র যপে
মোদের মাঝে লুকিয়ে থাকা প্রণয়সুধা
এবার লুটি, অধরা কাব্যগুলোর এবার ছুটি,
তুই কবিতা আমি যে কবি।
যেমন করে ভোরে রবি আলো বিলায়
রাতের আঁধার দূর করে
তেমন করে ভালোবাসার মশাল জ্বেলে
অতীত গ্লানি ক্লান্তি ভুলে
তুই সকাল বেলার শান্তি হবি ।
২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২২ শে মে, ২০২৩ রাত ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতাটি চমৎকার হয়েছে। আপনার কবিতা ভালো হয়।
২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।
৩| ২৩ শে মে, ২০২৩ রাত ১২:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
মন বধুয়া আর প্রাণ বধুয়া
যে ভাবেই বলেন না কেন
সে সকাল বেলায় শান্তি হলেও
বেলা বাড়া সাথে সাথে লাগিয়ে
দেয় বিবিধ প্রকারের অশান্তি ।
অবশ্য সকলের বেলায় এ কথা
প্রযোয্য নাও হতে পারে ।
কবিতা সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা রইল
২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন আজকে সকালে তেমনই হ েলা।
৪| ২৩ শে মে, ২০২৩ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
নস্টালজিয়া ইশক বলেছেন: চরম।