নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিনে আমার জন্মদিনের তিনটি কবিতা

২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৫



বিদ্রোহী কবির জন্মদিনে
------------------------

হে সাম্যের কবি
মানবতার ভারসাম্যহীন এই পৃথিবীতে
এইদিনে জন্ম তোমার পরাধীন বাংলায়
আজ তোমার স্তুতি বন্দনা করি
মানুষ নামের অমানুষ যারা
যারা ভীষণ লোভী অত্যাচারি
তাদের জন্য তুমি ছিলে অকূতভয় রণতূর্য
ধর্মের মুখোশধারী নির্বিচারে যারা শোষণ করে
মানুষের বুকের তাজা রক্ত
যারা হত্যা করে বিবেকবোধ আর মানবতা
ধর্মের নামে অধর্মই যাদের কর্মযজ্ঞ
তোমার কবিতায় বিনাশ, তারা যে পাপাচারি
হে প্রেমিক হৃদয় বিশ্বমানবতার মূর্ত প্রতীক
স্বাধীনতার চেতনার ধ্বজাধারী অগ্রপথিক
পরাধীনতার শৃঙ্ক্ষল ভাঙার অবিনাশী কাব্য স্রষ্টা হে
লও সালাম,
হে নজরুল হে অগ্রজ হে প্রলয় শিখা
হে বিদ্রোহী হে অগ্নিবীণা তোমার জন্মদিনে
তোমারে স্মরি আমরা যে চির ঋণী
তোমার কাছে চিরদিনই
তুমি আছো তুমি থাকবে
তুমি যে দিক্বিজয়ী বাংলার উন্মুক্ত প্রান্তরে..

আমার জন্মদিনে
--------
আমার জন্মদিনে
ভাবছি বসে আনমনে
মোদের প্রেমের ইতিবৃত্ত
যে দারুন এক দুঃসময়ে
তোমার আগমন যেন
হাজারো ব্যথার মঝে
স্বন্তনার প্রলেপ হয়ে
তুমি যেন মোর আনন্দ আশ্রম
ভীষণ খেয়ালী কিশোরী বালিকা
কত কিছুই তো হলো
মোদের ঘিরে
এতো আলোচনা পর্যালোচনা
এতো এতো শুভকামনা
বসন্ত হাওয়ায় মিশে
বর্ষার বৃষ্টি ছুঁয়ে
আনন্দ কষ্ট ক্লেশে
শরতের কাশবনে সাদা মেঘের ভেলায় ভেসে
তোমার হৃদয়ে এতো যে রক্ত ক্ষরণ
প্রেম সাধনা প্রেম নিবেদন
এই দিনে জন্মেছিলাম বলেই
মোরা দুজন যেন হংসমিথুন
এই খানে গোপন অভিসারে
এতো কবিতা এতো যে গান
এতো এতো কবিয়ানা
এই দিনে জন্মেছিলাম বলেই
আর তুমিও ছিলে
মোরা যেন একটি পাখির দুটি ডানা
তুমি শুধু আমায় খুঁজো
ভালোবাসা বলতে আমায় বুঝো
আমিও যে ভালোবাসি শুধু তোমাকে
মোরা দু’জন চাতকচাতকী
এই দিনে জন্মেছিলাম বলেই
অপার মিথোজীবিতায় তুমি আমি
যে বেঁচে আছি।

অবিণাশী
--------------------
ভোরের স্নিগ্ধ কোমল আলো
আজ আমার এই হৃদয় জুড়ালো
একটা দিনের শুভ সূচনা যেন হলো
তাই লাগছে ভীষণ ভালো।
এমন মধুর দিনে দুঃখ ভরা মনে
ভাবছি শুধু মোর জনকের কথা
এবারই যে প্রথম তিনি হীন আমার জন্মদিন।
আকাশ যেন তাই কাঁদে দুঃখ ভরা মনে
তিনিই ছিলেন সবচেয়ে বেশি খুশি
এইদিনে পৃথিবীতে আমার আগমনে।
এই খানে চিরদিন কেউ তো থাকে না
বাবার মতন সবাই যে চলে যায় ,
না ফেরার দেশে রেখে যায় শুধুই স্মৃতি তুমি যে বেদনা।
একদিন বাবার মতন আমিও যে চলে যাবো
স্মৃতির ভস্ম আর হাজার খানেক কবিতা রেখে যাবো
মনের ভুলে হয় তো কোন দিন তুমিও পড়বে তা
ফুলের মতই সুবাস পেয়ে তাতে হয়তো হবে করুনা
বরুণা সেদিনও যেন ভালো থাকো সতত মম এই কামনা।
এখনও যে আছি বেঁচে এখনও যে নই অধরা
অপ্সরা হতে পারো সুদীর্ঘ এক ইতিহাস
হতে পারো প্রলয় শিখা বৃত্ত ভেঙে
কাছে টেনে নেয়ার অমোঘ শক্তিধর সুদৃঢ় বিশ্বাস
অথবা হতে পারো একাকিত্বে নিমগ্ন এক সাধক
অপ্রগলভ প্রেমের আরাধনায় সতত নিবেদিত প্রাণ
এই খানে চিরদিন কেউ তো থাকে না
থেকে যায় শুধু অন্তহীন যাত্রার মিথোজীবিতার
অবিণাশী সৃষ্টি কাব্য সম্ভার।


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন কবি।

২৮ শে মে, ২০২৩ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায় । আপনার জন্য শুভকামনা ।

২| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

আমি সাজিদ বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া

২৮ শে মে, ২০২৩ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনায়।
আপনার জন্য শুভকামনা ।

৩| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

কামাল১৮ বলেছেন: নজরুলকে স্বরণ করে লেখা কবিতাখানি পড়ে অভিভূত হয়েছি।যথার্থ ভাবে তুলে ধরা হয়েছে কবিকে।
জন্ম দিনের শুভেচ্ছা

২৮ শে মে, ২০২৩ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: নজরুল হিন্দু মুসলমান ধর্মভেদে বৈষম্য দূর করে তাদের একিভূত করে তৎকালিন ভগবান বৃটিশ শোষকদের তথা উপনিবেশবাদের বুকে পদচিহ্ন একে দেয়ার কথা ব্যক্ত করেছেন তার কবিতায়।

কাঠ মোল্লা আর পুরোহিত কিংবা পাদ্রী যারা সমাজে ধর্মান্ধতার পৃষ্ঠপোষকতা করে ফায়দা লুটতে চায় সেসব লাল সালু তত্ত্বের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সব সময় । সাম্যে কবি বলতে এই পৃথিবীর বুকে সবচেয়ে আদর্শ আমাদের নজরুল । আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। কত বড় কবি বাংলায় কবিতা চর্চা করেছেন। বাংলাকে সমৃদ্ধ করেছেন।

৪| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দুই কবিকেই জন্ম দিনের শুভেচ্ছা জানাই।

২৮ শে মে, ২০২৩ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা । বিনম্র শ্রদ্ধা জাতীয় কবির প্রতি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.