নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসো হে ছায়া
এসো হে মেঘ
এসো হে বৃষ্টি
দাবদাহ চলছে সারা দিবারাত্রি
দেহখানা জ্বলছে যেন উনুনে
দেহ থেকে ঝরে ঘাম
খা খা করে বিরাণ মাঠ
পানি চাই পানি নাই
তৃষ্ণায় ফাটে বুক,
চারিদিকে কাঠ ফাটা রোদ
আলস্য যে লাগে তাই।
কাজ করতে কে চায়
কজনে বা পারে এমন গরমে।
অবসর চায় তাই এই প্রাণ
এসো হে বর্ষা!
এসো হে মেঘরাশি!!
এসো হে সুশীতল ছায়া!!!
লিখে দিলাম কবিতার পংক্তি
অসহ এ দাবদাহ থেকে দাও না এবার মুক্তি।
দাও এবার নিস্তার
অসহ ভ্যাবসা গরম থেকে
হে প্রভু দাও এবার স্বস্তি ।
০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি না হলে যেন প্রাণে বাঁচা যাবেনা
২| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২১
আমি সাজিদ বলেছেন: স্বস্তি চাই
০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লাহ ।
৩| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৮:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: এই গরম থেকে মুক্তি দেয়া আল্লাহ ছাড়া কারও পক্ষে অসম্ভব।
০৫ ই জুন, ২০২৩ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সেজন্য করি দো আ স্রষ্টার কাছে ।
হে প্রভু মোদের রক্ষা করো ।
৪| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসো হে বৃষ্টি
সহে না আর এ যাতনা