নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুস্বাগতম হে বর্ষার বরিষণ!!!!

১৬ ই জুন, ২০২৩ রাত ৮:১৬

বর্ষার নবধারা জলে আজ ভিজিয়েছি এই তন
ভ্যাবসা গরমে গোটা পৃথিবী অতিষ্ঠ প্রাণ যখন
ঝুম বৃষ্টি এসে যেন প্রশান্তি এনে দিলো প্রাণে
সুস্বাগতম হে রিমিঝিমি ছম ছম বর্ষার বর্ষণ
কদম ফুটেছে ফুটেছে কেয়া হৃদয়ে লেগেছে দোলা,
এমন অঘুর বর্ষণে তোমারে যায় কী ভোলা?
ব্যস্ততার বর্ম ভেদ করে তোমার প্রবেশ আমার এই মনে
এসেছে যেন সেই কাঙ্ক্ষিত কবিতা লেখার ক্ষণ
এমন দিনে দূর থেকে আনমনে হলেও দিও তোমার মন
শুধুই আমারে, ওগো মোর প্রিয়তমা নিরূপমা।

এমন অঘুর বর্ষায় তোমায় কাছে পেতে মন চায়
তুমি ও কী ভাবছো শুধুই আমায় আমারই মতন।
তোমাকে ভালোবেসে তবেই যেন মোর স্বস্তি
তোমাকে যে আমি হৃদয় সঁপেছি যেন সহস্র যুগ আগে
যাযাবর এই মন বর্ষার বরিষণে
তোমার স্পর্শ খুঁজে বেড়ায় তৃষিত চাতকের মতন‌।
ভালোবাসি বর্ষণ ভালোবাসি তোমারে
তাই তো বর্ষায় লিখে ফেলি কবিতা।
তৃপ্তির ঢেঁকুর তুলে বলি এই লও মোর কলম।
আমার এই জীবনে তোমারে সুস্বাগতম
হে বর্ষা যুগ যুগ ধরে বাংলার চিরচেনা রূপ ধরে
গ্রীষ্মের দাবদাহ দূরে তোমার আগমন স্বাগতম সুস্বাগতম।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: বর্ষাকাল আমার খুবই প্রিয়।

২| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৪৪

খায়রুল আহসান বলেছেন: ঘন বর্ষার সাথে মানব মনের প্রেমানুভূতির সম্পর্ক নিবিড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.