নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বড় অদ্ভুত প্রেম আমাদের!!!!

১৭ ই জুন, ২০২৩ রাত ১১:১৬

দেয়ালেরও যে প্রতিধ্বনি আছে
আছে পাহাড়ের ও, অথচ তারা জড়।
নদী ও কথা বলে
কল কল ছল ছল রবে বয়ে চলে।
আকাশ নিনাদে ফেটে পড়ে
সর্বংসহা পৃথিবীতেও হয় ভূমিকম্প,
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত , জলোচ্ছ্বাস..
প্রিয়তমা তুমিই যেন শুধু নির্বিকার
আমার প্রেম আহবানে।
অথচ তুমিতো মৃদু ভাষী নও!
তোমার মুখে কথার ফুলঝুরি ফোটে
কথার মহাপ্লাবনে যেন ভেসে যায় সব অনুভূতি;
শুধু এখানেই তুমি নির্বিকার,
যেন অনুভূতি হীন এক সত্ত্বা।
নীরুপমা বড় অদ্ভুত প্রেম আমাদের
বড় অদ্ভুত এক নিয়তি যেন বইছি।
তুমি ভালোবাসি বলে বলে ভরিয়ে দাও সারা পৃথিবী
অথচ একটিবার ও বলতে পারো না তা আমাকে‌‌।
অথচ
তুমি নাচতে পারো, গাইতে পারো, আঁকতে পারো
রাঁধতে পারো আবার মায়ার বাঁধনে বাঁধতে পারো।

শুধু কী ভালোবাসতে পারো না এই আমাকে
বড় অদ্ভুত প্রেম আমাদের...

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৩ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
সহজ সরল সুন্দর কবিতাখানি।

২১ শে জুন, ২০২৩ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । কমেন্টে।

২| ১৮ ই জুন, ২০২৩ রাত ১২:২৮

রাইসুল সাগর বলেছেন: বাহ, আদি অকৃত্তিম সেলিম ভাইএর কবিতা পেলাম অনেকদিন পর ব্লগপাড়ায় এসে। ভালো আছেন নিশ্চই বেলা অবেলায়।

২১ শে জুন, ২০২৩ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। এখন আমি টাকেরঘাটে। একেবারে শিলং ম্যাসিফের পাদদেশে। মেঘালয় পাহাড়ে ভাসছে মেঘ আর সেগুলো অবলোকন কমে মুগ্ধ হচ্ছি বারে বারে ।

৩| ১৮ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে... নিরুপমার মনে হয় টাইম নাই। পাপেট শো নিয়া বিজি

২১ শে জুন, ২০২৩ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতা পোস্টে কেউ রিপোর্ট করে দিয়েছে ফলেতে ফেসবুকে ঢুকতে পারছি না।

৪| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৯

রানার ব্লগ বলেছেন: আহারে প্রেম ! বড্ড স্বার্থপর !!!!!!

৫| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেছেন।

৬| ১৮ ই জুন, ২০২৩ রাত ১১:০০

তৌফিকুল_ইসলাম বলেছেন: অসাধারন লিখেছেন

৭| ১৯ শে জুন, ২০২৩ রাত ১:১৩

জটিল ভাই বলেছেন:
সাবলীল....

৮| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: বড় আফসোসের কবিতা, অভিব্যক্তি সুন্দর! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.