নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বৃষ্টির নুপূর পায়ে
মনময়ূরী ওঠে নেচে,
ক্ষণে ক্ষণে আকাশ ডাকে
যেন মনে তার
তোমার আমার— মিলনের অভিলাষ।
রিমঝিম ছন্দ বিলায় আনন্দ— প্রাণে
এমন সময় কবিতা ভীড় করে,
অস্থি— মজ্জায়— স্নায়ুতে — শিরায় শিরায়, মনে।
অযথা ভেবে নেই কোন লাভ
তাতে বাড়ে যে শুধুই বিড়ম্বণা
ওসব ছাড়ো হে— এসো করি ভাব।
আনন্দেই কেটে যাক-
তোমার আমার বৃষ্টি ভেজা দিন,
বেদনা হোক লীন;
কাগজে কলমে হয়ে যাক
প্রণয় লীলা - সুখের সন্ধান।
ভালোবাসি যে শুধু তোমাকেই !
ওগো মম প্রিয়তমা।
ভালোবাসা মানে যে,
তোমার— আমার প্রেমের সংলাপ ..
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০
সোনাগাজী বলেছেন:
ভাদ্র মাসের বৃষ্টির রাতে গাছ থেকে তাল পড়ে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: পড়ুক তালগাছ লাগানো পরিকল্পনা আছে এবার ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১
এম এ কাশেম বলেছেন: সুন্দর।
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৫
নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ...
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১৯
সোহানী বলেছেন: এখন কি বৃষ্টি হচ্ছে??
কখন যে কোন সিজন যায় বুঝতেই পারি না এখানে।
কবিতায় ভালোলাগা।
১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে ঢাকায় ।
কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭
সোনালি কাবিন বলেছেন: সহজ সরল সুন্দর।