নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমারও যে ইচ্ছে করে খুব

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৩




আমারও যে ইচ্ছে করে খুব —
তোমায় কাছে পেতে,
প্রেমের মন্ত্র পড়ে তোমায় একান্তই আপন করে নিতে
,তোমার কোমল পরশে যেন— কাঙ্ক্ষিত সঞ্জীবনী সুধা মোর
তোমাতেই মুক্তি ঝিণুকের সুখ
তুমি প্রচণ্ড গরমে সুশীতল সরোবর যেন
আমি তাতে— পানকৌড়ি ডুব ।

তুমিও কী চাও না ওগো, আমার মতন করে
তোমার ভেতরে প্রেমের ছোট্ট ঘরে চুপিসারে
আমার প্রবেশ;
তুমি কী চাও না তুমি আমি একান্ত অভিসারে স্বর্গ সুখে
ভালোবাসার অর্গাজমে তুমি যেথা হবে ভেজা পদ্ম
আমি কবি তোমার কাগজে আমার কলমে
এসো হোক মাখামাখি— এবার তবে।

নশ্বর পৃথিবীর বুকে অবিনশ্বর তাড়নায়
আমি যেন— রোজ তোমায় খুঁজে বেড়াই নক্ষত্রের আকাশে
তোমার মাঝে যে আছে সুখের উপত্যকা
আমার আছে জল —
তোমার পরশ না পেলে
এই পৃথিবীর সবই যেন বিফল।

আকাশলীনা প্রেম যে অমোঘ শক্তিধর
যুগ যুগ ধরে তোমারে আমারে বেঁধে রাখে
—অটুট বন্ধনে,
তুমি বিনা এই আমি যেন রিক্ত নিঃস্ব অবলা
তোমাকে পেলে তবেই পরাভব ।

এসো মোর বাহুডোরে— এসো গো সঙ্গমে
এসো খেলি প্রেমের খেলা ভাসিয়ে প্রণয় ভেলা
সাদা মেঘের ভেলা যেমন ভাসে শরতের আকাশে
এসো ভাসি আনমনে দুজনে পাখির কুজনে।

এসো মোর কাশবন— লুকোব তোমার মাঝে এখন
এসো হে রাজহংসী এসো এই বুকে এখন যে শরৎকাল
এই খানে কাঙ্ক্ষিত সুখ খুঁজে পাবে
এই খানে সবকিছু্ আছে — টক মিষ্টি ঝাল
ঐ খানে যেয়ো না কয়োনা কথা
ঐ খানে ধ্বংস অনিবার্য ভালোবাসা এই খানে.







মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

স্প্যানকড বলেছেন: ভালবাসা এইখানে কে আর আজকাল শুনে ? ভালো হইছে। ভালো থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের সবচেয়ে বড় গোয়েন্দা সে ঠিকই শুনবে। দ্রোন দিয়ে আমার গতি বিধির উপর ও তার নজর। #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.