নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সে কবিতায় অন্য কেউ ছিলনা—
শুধু আমিই ছিলাম, তোমার পরম আরাধনা হয়ে;
যেন কত জনমের সাধনা!
আবেগ আপ্লুত এই আমি তখন
বুঝে গেছি —স্বার্থক আমার কবিতা লেখা,
স্বার্থক সাধনা।
প্রেম যেন এক সদ্য প্রস্ফুটিত অপরাজিতা ফুল
স্বার্থক সাধনা অবারিত জোছনা যেমন আঁধার রাতে
সবার উপরে স্বর্ণশিখরে বসা এক রাজমুকুট।
এখনও যে সোঁদা মাটি গন্ধ ছড়ায়
আসমান — জমিন ব্যবধান ঘুচিয়ে।
এখনও বৃষ্টি নামে তৃষিত পৃথিবীর বুকে
স্রষ্টার ইশারায় জেগে ওঠে পৌরুষ।
তুমি হও — নরম কোমল কাঁদামাটি
মোরা যেন হংস মিথুন প্রেম সরোবরে
এসো হে, প্রিয়তমা নিরুপমা
ভুলে গিয়ে — সব অতীত গ্লানি..
এখন বর্ষণ মুখর ক্ষণ
বসন্ত আছে থাকবে যুগ যুগ ধরে
তুমি আমি আমরা মিলে তা যে করবো বিরচন
অপার ভালোবেসে..
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩১
জুন বলেছেন: কেউ না থাকলেই ভালো সেলিম আনোয়ার। বেশি লোকজন থাকলে কি কবিতা রচনা করা যায় বলেন।
অনেক ভালো লাগা রইলো।
+
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট। অনেক ধন্যবাদ জুনাপি ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬
শাওন আহমাদ বলেছেন: কেউ না থাকলেই ভালো সেলিম আনোয়ার। বেশি লোকজন থাকলে কি কবিতা রচনা করা যায় বলেন? ২
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আর কেউ থাকতেই পারে না । ধন্যবাদ। শুভকামনা ।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবিতা সেলিম ভাই!
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অ েনক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! + +
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে আর পাঠে । নিরন্তর শুভকামনা ।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে । নিরন্তর শুভকামনা ।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪২
হিজিবিজি বিজ বলেছেন: সুন্দরকে সুন্দর বলবো না তো সুন্দর বলবো ?
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে এবং পাঠে । নিরন্তর শুভকামনা ।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
এখনও বৃষ্টি নামে এই তৃষিত পৃথিবীর বুকে, বৃষ্টির জল কবির কলমের কালি হয়ে নরম কোমল কাঁদামাটিতে লিখে যায় অন্য কেউ না থাকার কবিতায় আরাধ্য কারো নাম..................
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বেশ হয়েছে! +
০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: জাহিদ অনিক , জুন ,শাওন আহমাদ,কাল্পনিক_ভালোবাসা,খায়রুল আহসান ,পদাতিক চৌধুরি,পদাতিক চৌধুরি,হিজিবিজি বিজ,আহমেদ জী এস, চন্দ্ররথা রাজশ্রী সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । বিলম্বে দুঃখ প্রকাশ ।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭
জাহিদ অনিক বলেছেন: যে কবিতায় কবি একা থাকেন, সেটিই যেন মহোত্তম।
কবিতা ভাল লেগেছে কবি+