নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তীব্র যানজটে পড়ে
আটকা পড়ে —শহুরে জীবন
ব্যস্ততার দীর্ঘ শ্বাসে
যেন চয়ে সময়ের এই প্রহসণ।
সময় যে বয়ে চলে—
পাকে মাথার চুল,
দাঁত পড়ে যায়— গায়ের চমরায় পড়ে ঝুলে
এসব চলে স্বাভাবিক গতিতে
তবু যে কমে না লোভ ।
তবুও যে হয় না হুঁশ— তবু করে ভুল।
ব্যস্ততার ছলনা দূরে ঠেলে
কখন যে এসে পড়ে যমদূত!
মরণের পরের প্রস্তুতি নেবার
সময় হবে কবে? আমরা কী প্রস্তুত?
জীবন যেন থমকে দাঁড়ায়
যানজটে পড়ে—
বাস কন্টাক্টারের তবু হয় না হুশ।
দুঃসহ সময়ের প্রহর গুণে গুণে
তোমার আমার ব্যস্ত নগর জীবন— রাজ্যের দূর্ভোগ।
তবু কামনা করি একদিন হবে সমাধান
মোদের প্রচেষ্টায় যে মিশে থাকে বিশ্বমানবতার কল্যাণ।
এবার জয় হোক, মেহনতি মানুষের শ্রমিকের
এবার জেগে ওঠো হে ঘুমন্ত বিবেক বোধ…
১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
২| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই কয়েকদিন সিএমএইচ গিয়েছিলাম বাপরে বাপ। পথ আর ফুরায় না
এত জ্যাম ভাল্লাগে না
সুন্দর হয়েছে
১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার সাথে একবার সাক্ষাৎ হয়েছিল লোকাল বাসে। যেতে যেতে হয়তো কথা হয়েছিল, হয়তো হয়নি। তবে আজকের কবিতা পাঠে বুঝতে পারলাম আপনি সচরাচর আমাদের দুর্ভোগগুলোর শিকার হন। যা আমাদের মত আপনাকে সবাইকে বিরক্ত করে। আসলেই তা বিরক্ত ও অসহ্যকর এমন পরিস্থিতির সাথে শহুরে জীবন জড়িয়ে আছে। এ থেকে মুক্তির প্রয়োজন।
আপনার কবিতাকে একটা আন্দোলনের মিছিল বললে ভুল হবে না।
কবিতায় প্লাস জানবেন।
১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২০
সেলিম আনোয়ার বলেছেন: রাজপথে অসহনীয় ট্রাফিক জ্যাম আমাদের সময় কেড়ে নেয় । ধন্যবাদ কমেন্টে ।
৪| ১৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭
মিরোরডডল বলেছেন:
তোমার আমার ব্যস্ত নগর জীবন— রাজ্যের দূর্ভোগ।
তবু কামনা করি একদিন হবে সমাধান
এই দুর্ভোগের কোন শেষ নেই।
সমাধান শুধু আশাই করে যাচ্ছি কিন্তু এটা যে সত্যি কবে হবে বা আদৌ হবে কিনা কে জানে!!!
এবার জেগে ওঠো হে ঘুমন্ত বিবেক বোধ…
সাধারণ মানুষের বিবেক সদা জেগেই আছে কিন্তু তারা অসহায়, তাদের কিছু করণীয় নেই।
যাদের কিছু করার আছে, তাদের ঘুমন্ত বিবেক আর জাগবে বলে মনে হয় না।
১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২০
সেলিম আনোয়ার বলেছেন: কর্তা ব্যক্তিদের ঘুম ভাঙলেই হয় । কমেন্টেট ধন্যবাদ ।
৫| ১৫ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
স্প্যানকড বলেছেন: ওদের যাহা জাগে উহা আমাদের জাগলে ওরা পালিয়ে যেতো ! ভালো থাকবেন।
১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্ন্তর শুভকামনা ।
৭| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই যাতনাময়।
১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন: অসহনীয় জ্যাম। ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ সচেতনামূলক কবি দা