নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শান্তির পায়রা যেন ওড়ে ফিলিস্তিনে

১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৩

যেখানে রক্তের হুলি খেলা
বুলেট ও বিস্ফোরণে
প্রতিনিয়তই কেঁপে ওঠে— ভূমি
পৃথিবীটা অশান্ত হয়
এ যে ক্ষুব্ধ মরুভূমি।
বাবা মায়ের সন্তানের বিধবার
বিয়োগ ব্যথা সুতীব্র চিৎকার যেথা
হাওয়ায় মেশে বারুদের গন্ধ
শবের মিছিল নিত্য যেথা
বিশ্বমানবতা ডুকরে কাঁদে
ফিলিস্তিন— এক রক্তাক্ত ইতিহাস
জীবন্ত আগ্নেয়গিরি যেন
জ্বলে পুড়ে হয় অঙ্গার;
প্রতিহিংসার ক্রিড়নক হয়ে।
হামাস— মোসাদ কতো নামে
ধ্বংস ধ্বংস এই খেলা
প্রাপ্তি শূণ্য – কেবল বিভেদ কাব্য গড়ে
আমরা শুধু কামনা করি
শান্তির পায়রা যেন ওড়ে—
ফিলিস্তিনে; ওরাও মানুষ রক্ত মাংসে গড়া,
ওদেরও প্রাণ আছে ব্যথা আছে —আবেগ
অনুভূতি ঘেরা।
ওদেরও যে আছে— অধিকার
মাতৃভূমিতে বেঁচে থাকার
মানুষের মত করে,
পৃথিবীটা কারো নয়তো একার
বন্ধ হোক সব অনাচার— চিরতরে
ফিলিস্তিনের বুক থেকে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের পথে হামাসের ভুমিকাকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ, আপনি চলমান বিশ্বের সাথে আছেন।

১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: হামাস ধ্বংসযজ্ঞের মধ্যে সমাধান দেখছে। পৃথিবীটা কেমন শক্তের ভক্ত নরমের যম। ভদ্রতা মানে দূর্বলতা ।

২| ১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: হামাস ধ্বংসযজ্ঞের মধ্যে সমাধান দেখছে। পৃথিবীটা কেমন শক্তের ভক্ত নরমের যম। ভদ্রতা মানে দূর্বলতা।

-এখনো যুদ্ধ শুরু হয়নি, ৩০০০ গাজাবাসী প্রাণ হারায়েছে, ইহা "শক্ত"র উদাহরণ?

৩| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ইসরাইল একটা সন্ত্রাসী রাষ্ট্র। আমেরিকা তার পৃষ্ঠপোষকতা করে।

৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

৫| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: শাবাশ! চমৎকার লিখেছেন।
কোন রক্তদান বৃথা যায় না। রক্তের ওজন জলের চেয়ে ভারী।

৬| ১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫২

ক্লোন রাফা বলেছেন: চমতকার কবিতা।
আমরা হিটলার দেখিনি । হিটলারের কৃতকর্ম দেখিয়ে দিচ্ছে আমাদেরকে!
কি বিচিত্র এই সেলুকাস । নির্যাতিত অবতীর্ন হয়েছে ঈবলিশের ভূমিকায়।
ধন্যবাদ, সে.আনোয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.