নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে আর তুমি- আমি -আমরা

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৯



এবার আর পারবো না যেতে
তোমাদের সন্নিকটে, মিলন মেলায়
জানি এবার আর হবে না দেখা
তোমাদের সাথে, তোমরা যারা
অধীর অপেক্ষায়, এমন মহেন্দ্র দিনে
কবিতা লিখে জানিয়ে দিলাম
আমার উপস্থিতি তাই, তোমাদের
হাসি খেলায়, উৎসব মুখর ক্ষণে
হয়তো আমারেও পড়বে মনে..
শুধু তোমায় দেখবো বলেই হয়ত
আমার সেইসব নিয়ত উপস্থিতি
শত ব্যস্ততা দূরে ঠেলে
দূর্নিবার আকর্ষণে যেমন করে পূর্ণিমা চাঁদের টানে
জোয়ার ওঠে সাগর বুকে..
শুধু তুমি হীনতায় সেইখানে
আমি যেন ডুবে গেছি অসীম শূন্যতায়,
অমাবস্যার আঁধারে;
প্রিয়মুখ সব - মানুষের ভীড়ে
.তুমি ছলনা করে ছিলে।
তুমি কী জানো না তুমিহীনতাকে
আমি ব্যর্থতা বলি? অথচ তুমি
আমাকে যেন একটা পৃথিবী দিয়েছিলে
বিষন্নতায় তবু ভরে ওঠে— এই মন
সবাই যখন ব্যস্ত আনন্দ উদযাপনে
উৎসব মুখর ক্ষণে,
আমি জানি
তোমার চাওয়া যে আমার সফলতা
আমিও যে চাই তা,
জানি না এ আমার কেমন ব্যর্থতা
তুমি ভালো করেই জানো
আমার কাছে সফলতার মানে..
তোমাদের খুশি করতে
আমার ভালো থাকার অভিনয়
আমার মনে আছে —তুমি হয়তো খুশি
দূরে থেকে অসীম ভালোবাসা লয়ে
আমি চাই তোমার উষ্ণ সান্নিধ্য..
এবার আর— পারবো না যেতে
এবার আছি যে দূরে— তাই এবারো হবে না দেখা
মানুষের ভীড়ে তুমি পাবে না আমাকে খুঁজে
হয়তো তবু তোমার মন খুশিতে ভরে যাবে
এতো মানুষের আনন্দ সংগম মিলন মেলা দেখে।
নাকি তুমিও বিষন্ন মনে মনে,
আমি হীনতায় ডুবে——
আমার বাস যে সতত তোমার প্রেমে…



ব্লগ ডে

ব্লগ ডে— উৎসব মুখর দিন
ব্লগ ডে— যেন পাখির কলরব
হাসি আর গানে গল্প কবিতায়
রবে অমলিন চিরদিন।
এখানে ঘিরে থাকে সব প্রিয় অবয়ব,
অজানারে হয় জানা— অচেনারে হয় চেনা
দারুন ভালোলাগে ভেবে সামহুয়্যার ইন ব্লগ
মাতৃভাষা বাংলা চর্চার জ্ঞান অন্বেষণের
সফল মাধ্যম, সত্য অন্বেষণে সতত নির্ভীক
মোদের পথ চলা,— এই বাংলা চর্চায়
তবু ব্লগ ডে যেন ঘেরা অবাক বিষন্নতায় ,
যখন তুমি নেই, ভর করে কেমন শূন্যতা!
তবুও না থেকেও— তুমি থাকো যেন সবার মনে
সবখানে, কতজনে তোমায় স্মরে!
তোমার আমার প্রেম হয়ে গেছে জানা
মোদের প্রেমের গুঞ্জনে— ব্যস্ত শহর।
ব্লগ ডে অনন্য বাঁধ ভাঙার উচ্ছ্বাসে
আমরা ব্লগার—মোদের অটুট বন্ধন
যাবে না কভু টুটে-
মোদের ভ্রাতৃত্ব বন্ধন উজ্জ্বল দৃষ্টান্ত যেন এক
পৃথিবীর বুকে।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ২:৫৬

স্প্যানকড বলেছেন: কাহার প্রেমে কবি এমন মরে ? ভালো থাকবেন সব সময় :)

১৯ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



এবার হবে না আয়োজন। দেশের পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের আয়োজন পিছিয়ে গেল। আমার ইচ্ছে ছিল ছোট খাটো ভাবে একটা গে টুগেদার করতে পারতাম। যদিও রিস্ক থেকে যায়।

হয়ত আমরা কোন দিন অনেক বড় করে আয়োজন পাবো সামুর কাছ থেকে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের প্রচেষ্টা সফল হোক। উৎসব মুখর ব্লগ ডে হোক ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

রোকসানা লেইস বলেছেন: ব্লগের বন্ধদের সাথে দেখা হওয়া না হওয়ার আনন্দ বেদনার কাব্য
ভালোলাগল।
আমারও কখনো হয়নি যাওয়া
একবার আশা করি হবে দেখা।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ ডে অনুষ্ঠান সবার দেখা হওয়ার সুযোগ তৈরি করে ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । আপনার সঙ্গে এখনো দেখা হয়নি ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ব্লগ ডে টে আপনার সঙ্গে দেখা হয়েছে ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

শেরজা তপন বলেছেন: ব্লগ ডে— উৎসব মুখর দিন
ব্লগ ডে— যেন পাখির কলরব
হাসি আর গানে গল্প কবিতায়
রবে অমলিন চিরদিন।
~ বেঁচে থাক আমাদের ব্লগ চিরদিন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: বেঁচে থাক আমাদের ব্লগ চিরদিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.