নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি ছাড়া চাঁদ পূর্ণিমা রাত

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২২




তুমি ছাড়া চাঁদ পূর্ণিমা রাত
লাগে না যে ভালো— আমার
তুমি ছাড়া ক্ষণ শূণ্য ভীষণ
বিষন্ন এই মন, পুড়ে যে অনুক্ষণ
তুমি যেন আলো হৃদয়ে ঢালো
তুমি ছাড়া নগর বিষন্ন প্রহর
কাটে না পাথর সময় যেন
লাগে যে কেমন!
যাবে না বলা হায়,
মুশকিল বুঝানো তোমায়
তুমিহীনতা মরণসম লাগে মোর প্রাণে
তুমি এনে দিতে পারো মোরে অনন্ত যৌবণ
প্রচন্ড জোয়ারে, ভরা নদী যেমন ভাসে
যদি তুমি বুঝতে.আমায় শুধু খুঁজতে,
আমার জন্য ভাসতে আবার ডুবতে ।
এ হৃদয়ে শুধু তোমার বাস যেন— প্রতিক্ষণ
তুমি ছাড়া আর কিছুই লাগে না ভালো এখন।

ছবি . নেট থেকে নেয়া


মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

বিজন রয় বলেছেন: সুন্দর ও ভাললাগা।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩

বিজন রয় বলেছেন: আজকে আপনার বাসার সামনের গাছের উপর চাঁদ উঠবে?

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ ধন্যবাদ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৮

মোগল সম্রাট বলেছেন:

তুমি ছাড়া ক্ষন শুণ্য ভিষণ, আহা!!!

প্রথম চার পাঁচ লাইনের ছন্দ অনেক ভালো লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: মোগল সম্রাট ষুস্বাগতম।
আনার কলি না আসুক মোগল সম্রাটের আগমনে কি আনন্দ প্রাণে মনে!

আপনার ভালো লাগাতে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

নীলসাধু বলেছেন: ওয়াহ! দারুণ।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল নীল সাধু ।কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪

জ্যাক স্মিথ বলেছেন: আবেগঘন কবিতা ভাল হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আবেগ ঘন হয়েই লেখা।

প্রিয়তমাকে অভিসারে ডাকতে অশ্লীল শব্দ নয় শ্লীলেও অনেক আবেদন থাকতে পারে। সেই প্রচেষ্টা আরকি।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৯

জ্যাক স্মিথ বলেছেন: তবে এই "তুমি'র" নেশা থেকে বের হতে হবে, চিন্তাকে নিয়ন্ত্রণ করা শিখতে হব।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কথার যুক্তি আছে। তবে এটা তুমি ময় কবিতা। . দিলে অনেক শব্দ সেখানে বসার জায়গা তৈরী হয়।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শুভসকাল ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,



একটা গান আছে লতার - " তুমি ছাড়া আর কোন কিছু ভালো লাগেনা আমার, কি লিখি তোমায়..."

তেমনিই যেন "তুমি" বিহীনতায় কবিরও কিছুই ভালো লাগছেনা বলেই এই কবিতাটি লেখা হয়েছে !

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি বিজ্ঞ ব্লগার। " তুমি ছাড়া আর কোন কিছু ভালো লাগেনা আমার, কি লিখি তোমায়..." গানটির প্রত্যুত্তরে কবিতা এমনই হওয়ার কথা ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪১

শায়মা বলেছেন: ঐ আবার আমার ছবি চুরি করছো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কোন নেট থেকে নেওয়া শুনি!!!!!!!!!!!

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: উৎস তো বলাই আছে । . নেট থেকে নেয়া ।

তুমি কি নৌকো?
অদ্ভুত
এটা নৌকোর ছবি
আমি . নৌকো মাঝি
এমন এই সাম্পান নৌকো আমার হলে মন্দ হতো না। পূর্ণিমা রাতে সাগরে ভাসিয়ে জোছনা স্নাত হতাম চাদের রূপোলী কিরণে গা ভিজিয়ে নিতাম একটা কবিতা লিখতাম তার পর আবৃত্তি। আবৃত্তিতে খুব একটা ভালো নই আমি লিখিও অংবং কবিতা হয়তো এমন হতো ....


"সমুদ্রের ঢেউয়ের তালে নৌকো দোলে, দোলে আমার মন
তোমায় ভালোবেসে স্বার্থক জনম মোর, মম বাহুডোর
এসো হে প্রিয়তমা অনুপমা কবিতা লেখার প্রহর এসেছে
লিখবো তোমায় লয়ে এই লও মোর কলম
কলমের আচড়ে তোমার কাগজে
লিখা হবে এক স্বর্ণালী ইতিহাস এসেছে সেই ক্ষণ
অযথা কালবিলম্ব নয় আর
ভেবে ভেবে কেটে গেছে সুদীর্ঘ সময়
শিশির ঝরে তোমার কথা মনে পড়ে পিনপতন নিরবতায়
ভালোবসি শুধু যে তোমায় হায়
প্রিয়তমা আবারো দিও তোমার মন
আবারো এসেছে সেই মহেন্দ্র ক্ষণ...."

তুমি পড় রবীন্দ্র নজরুল জীবনানন্দ অত উচ্চ মার্গের কবিতা তো আর আমি লিখতে পারবো না ।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: আহা অতি মনোরম কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভালো হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:৩৭

ইখতামিন বলেছেন: অসাধারণ একটি কবিতায় তৃতীয় ভালোলাগা রইলো...

/যদি তুমি বুঝতে.আমায় শুধু খোঁজতে/ এখানে “খুঁজতে” হবে

ভালো থাকুন সব সময়

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ইখতামিন ব্লগে সুস্বাগতম।

আপনি ঠিক ধরেছেন। মুঠোফোনে টাইপ করলে যা হয় মানুষ তো ভুলের উর্দ্ধে নয়। হ্যা ঐখানে আছে।

কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.